LIVE: বিজেপির লালবাজার অভিযানে রণক্ষেত্র সেন্ট্রাল অ্যাভেনিউ, বিজেপি-পুলিশ খণ্ডযুদ্ধ, মিছিল থেকে ইটবৃষ্টি, পাল্টা লাঠিচার্জ পুলিশের, অসুস্থ রাজু বন্দ্যোপাধ্যায়, নিয়ে যাওয়া হল হাসপাতালে

সুবোধ মল্লিক স্কোয়ার থেকে বিজেপির মূল মিছিল শুরু হয়ে নির্মলচন্দ্র স্ট্রিট, বিবি গাঙ্গুলি স্ট্রিট হয়ে এগিয়ে যাবে। সূত্রের খবর, ফিয়ার্স লেনে স্টিলের ব্যারিকেড দিয়ে মিছিল আটকানোর পরিকল্পনা রয়েছে পুলিশের।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 12 Jun 2019 02:59 PM
সেন্ট্রাল অ্যাভেনিউতে অসুস্থ হলেন বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায়। অজ্ঞান হয়ে পড়েন। সেখানেই তাঁকে প্রাথমিক শুশ্রুষা করেন দলীয় কর্মীরা। পরে, তাঁকে সেখান থেকে বের করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।
সেন্ট্রাল অ্যাভেনিউতে অসুস্থ হলেন বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায়। অজ্ঞান হয়ে পড়েন। সেখানেই তাঁকে প্রাথমিক শুশ্রুষা করেন দলীয় কর্মীরা। পরে, তাঁকে সেখান থেকে বের করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।
সেন্ট্রাল অ্যাভেনিউতে বিজেপি-পুলিশ খণ্ডযুদ্ধ। পুলিশের ওপর ইটবৃষ্টি মিছিল থেকে। পাল্টা লাঠিচার্জ পুলিশের। গোটা এলাকা রণক্ষেত্রের চেহারা নেয়। রাস্তার মধ্যেই অবস্থান বিজেপি নেতাদের। রয়েছেন কৈলাশ বিজয়বর্গীয়, এসএস অহলুওয়ালিয়া প্রমুখ।
সেন্ট্রাল অ্যাভেনিউতে বিজেপি-পুলিশ খণ্ডযুদ্ধ। পুলিশের ওপর ইটবৃষ্টি মিছিল থেকে। পাল্টা লাঠিচার্জ পুলিশের। গোটা এলাকা রণক্ষেত্রের চেহারা নেয়। রাস্তার মধ্যেই অবস্থান বিজেপি নেতাদের। রয়েছেন কৈলাশ বিজয়বর্গীয়, এসএস অহলুওয়ালিয়া প্রমুখ।
বিজেপির মিছিলে ধুন্ধুমার। বিবি গাঙ্গুলি স্ট্রিটে পুলিশের তৈরি ব্যারিকেড ভাঙার চেষ্টা বিজেপি কর্মী-সমর্থকদের। মোকাবিলায় পাল্টা জল-কামান ব্যবহার করে মিছিলে অংশগ্রহণকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা পুলিশের।
বিজেপির মহিলা মোর্চা কর্মীদের গ্রেফতার করল পুলিশ
বিজেপির মহিলা মোর্চা কর্মীদের গ্রেফতার করল পুলিশ
বিজেপির মহিলা মোর্চা কর্মীদের গ্রেফতার করল পুলিশ
বিজেপির মহিলা মোর্চা কর্মীদের গ্রেফতার করল পুলিশ

প্রেক্ষাপট

কলকাতা: সন্দেশখালিকাণ্ডের প্রতিবাদ ও রাজ্যের আইনশৃঙ্খলার অবনতির অভিযোগে আজ বিজেপির লালবাজার অভিযান। থাকবেন বিজেপি সাংসদরা। সুবোধ মল্লিক স্কোয়ার থেকে বিজেপির মূল মিছিল শুরু হয়ে নির্মলচন্দ্র স্ট্রিট, বিবি গাঙ্গুলি স্ট্রিট হয়ে এগিয়ে যাবে। সূত্রের খবর, ফিয়ার্স লেনে স্টিলের ব্যারিকেড দিয়ে মিছিল আটকানোর পরিকল্পনা রয়েছে পুলিশের। ওই এলাকার দায়িত্বে অতিরিক্ত পুলিশ কমিশনার পদমর্যাদার অফিসার। এছাড়াও, ব্রেবোর্ন রোড, বেন্টিঙ্ক স্ট্রিট, গণেশচন্দ্র অ্যাভিনিউয়ে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তাছাড়া, লালবাজারের দু’টি গেটেই প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। মোতায়েন জলকামান। নজরদারি চালানো হচ্ছে ড্রোনের মাধ্যমে। লালবাজারের আশেপাশের এলাকার সমস্ত গলিপথগুলির ওপরেও নজর রাখা হচ্ছে। দূরদূরান্তের জেলা থেকে আগত বিজেপি কর্মীদের ২টি মিছিল আসতে পারে হাওড়া এবং শিয়ালদা থেকে। হাওড়া থেকে বিজেপির মিছিল স্ট্যান্ড রোড ও ব্রেবোর্ন হয়ে আসবে। অন্যদিকে, শিয়ালদা থেকে বিজেপির মিছিল এসএন ব্যানার্জি রোড হয়ে লালবাজারের দিকে আসবে। ফলে সেখানেও পুলিশ মোতায়েন করা হয়েছে। সবমিলিয়ে আজ শহরের নিরাপত্তারক্ষার দায়িত্বে নামানো হচ্ছে ৩ হাজার পুলিশ কর্মীকে। থানাগুলিকেও সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।


 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.