ছবিতে খবর: তিনদিন পার, ডাক্তারদের কর্মবিরতির জেরে স্তব্ধ রাজ্যের স্বাস্থ্য-পরিষেবা
এনআরএসে সন্তানের চিকিৎসার জন্য কান্নায় ভেঙে পড়েছেন এক মা। জুনিয়র চিকিৎসকরা এখনও নিজেদের অবস্থানে অনড়। জারি রয়েছে কর্মবিরতি। ফলে চূড়ান্ত হয়রানিতে অসংখ্য সাধারণ মানুষ।ছবি সৌজন্য - এএনআই
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআজ সারাদিন এরকম দৃশ্যই দেখা গিয়েছে এনআরএসে। এনআরএসে আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের টাঙানো প্রতিবাদ-পোস্টার চোখে পড়েছে।ছবি সৌজন্য - এএনআই
সকলে যখন সমাধান সূত্রের আশায়, ঠিক তখনই বিকেলে হঠাৎ করে ফের উত্তপ্ত হয়ে ওঠে এনআরএস! জুনিয়র ডাক্তাররা অভিযোগ করেন, বহিরাগতরা হাসপাতালে ঢুকে আন্দোলন ভাঙার চেষ্টা করছে। ছবি সৌজন্য - এএনআই
বৃহস্পতিবার এসএসকেএম-এ গিয়ে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন। বলেন, অশান্তি পাকাচ্ছে বহিরাগতরা। জুনিয়র ডাক্তারদের উদ্দেশে দিলেন কাজে যোগ দেওয়ার হুঁশিয়ারি। বলেন, চার ঘণ্টার মধ্যে কাজে যোগদান করতে হবে। যে যোগদান করবেন না, আমরা তার বিরুদ্ধে স্ট্রং অ্যাকশন নেব। ছবি সৌজন্য - এএনআই
কর্মবিরতিতে সামিল জুনিয়র ডাক্তারদের উদ্দেশে আরও হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী। বলেন, হাসপাতাল খালি করে দেবে। হাসপাতালে পেশেন্ট ছাড়া আর কেউ থাকবে না। হাসপাতাল হস্টেল খালি করে দেবে। যারা কাজ করবে না, তারা হস্টেলে থাকবে না। যারা কাজে যোগদান করবে আজকের মধ্যে, তারা কন্টিনিউ করবে। যারা কাজে যোগদান করবে না, রোগী পরিষেবা ব্যাহত করবে। তাদের আমরা কোনওভাবে গভর্নমেন্ট সাহায্য দেব নাআপনাদের যত নেতা আছে ধরে নিয়ে আসুন। মুখ্যমন্ত্রীর মন্তব্যের প্রেক্ষিতে জুনিয়র ডাক্তাররাও পাল্টা সরব হয়েছে। জুনিয়র ডাক্তাররা সাফ জানিয়েছেন, কর্মবিরতি চলবে। ছবি সৌজন্য - এএনআই
এক অসুস্থ শিশুর সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। সিনিয়র ডাক্তারদের উদ্দেশে চিঠি লিখে পরিষেবা চালু রাখার আর্জি জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। চিঠিতে তিনি লিখেছেন, দয়া করে রোগীদের কথা ভাবুন। জেলা থেকে মানুষ আসছেন চিকিৎসার জন্য। হাসপাতালগুলির দায়িত্ব আপনারা নিলে কৃতজ্ঞ থাকব। শান্তিপূর্ণভাবে হাসপাতালগুলিকে চালাতেই হবে। ছবি সৌজন্য - এএনআই
এনআরএস-কাণ্ডের তিনদিন পর বৃহস্পতিবার সকালে এসএসকেএম-এ যান মুখ্যমন্ত্রী। হাসপাতালে পৌঁছতেই তাঁকে ঘিরে স্লোগান দিতে শুরু করেন জুনিয়র ডাক্তাররা। মেডিক্যাল পড়ুয়াদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি সৌজন্য - এএনআই
মমতার নির্দেশের পর এসএসকেএমে শুরু ভয় রোগী-ভর্তির প্রক্রিয়া। নিরাপত্তারক্ষীর সঙ্গে বচসা রোগীর পরিজনদের। চিকিৎসা পরিষেবা না মেলায় সকালে এসএসকেএমের সামনে পথ অবরোধ করেন রোগীর আত্মীয়রা। পরিস্থিতি সামাল দিতে রোগী ও তাঁদের আত্মীয়দের হাসপাতালের ভেতরে নিয়ে যায় পুলিশ। এরপর সকাল ৯টা নাগাদ আউটডোরে টিকিট দেওয়া শুরু হয়। কয়েকটি বিভাগে চালু হয় চিকিৎসা পরিষেবা। বেলা ১১টা নাগাদ টিকিট দেওয়া বন্ধ হয়ে যায়। ফলে ফের আতান্তরে পড়েছেন রোগী ও তাঁদের আত্মীয়রা। দুপুর দেড়টার পর জরুরি বিভাগে পরিষেবা চালু হয়। চিকিৎসার দায়িত্বে সিনিয়র ডাক্তাররা। ছবি সৌজন্য - এএনআই
মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরও জট কাটা তো দূর অস্ত, বৃহস্পতিবার বিকেলে নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে এনআরএস মেডিক্যাল কলেজ। ছবি সৌজন্য - এএনআই
এদিকে এনআরএস-কাণ্ডের আঁচ গিয়ে পড়েছে দিল্লিতেও। বাংলার আন্দোলনরত চিকিৎসকদের পাশে দাঁড়িয়ে শুক্রবার কর্মবিরতির ডাক দিয়েছে দিল্লির এইমস হাসপাতালের রেসিডেন্সিয়াল চিকিৎসকদের সংগঠন। দেশের সমস্ত হাসপাতালকে এই কর্মবিরতিতে সামিল হওয়ার আহ্বান জানিয়েছে তারাছবি সৌজন্য - এএনআই
এসএসকেএম পড়ুয়ারা প্রতিবাদে সামিল হন। মুখ্যমন্ত্রীর সামনে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখাতে শুরু করেন জুনিয়র ডাক্তাররা।ছবি সৌজন্য - এএনআই
জুনিয়র ডাক্তারদের হুঁশিয়ারি দিতে গিয়েই সিপিএম-বিজেপির বিরুদ্ধে আঙুল তোলেন মুখ্যমন্ত্রী। এসএসকেএম-এ দাঁড়িয়ে সিপিএম-বিজেপির বিরুদ্ধে তুললেন চক্রান্তের অভিযোগ। বলেছেন, এগুলো কনস্পিরেসি, বাই বিজেপি-সিপিএম। এরপর এনআরএস-কাণ্ডেও এবার রাজনীতি টেনে আনলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির বিরুদ্ধে আরও সুর চড়ান তৃণমূলনেত্রী। মুখ্যমন্ত্রীর আক্রমণের পাল্টা জবাব দিয়েছে বিরোধীরা। ছবি সৌজন্য - এএনআই
এনআরএসে জুনিয়র ডাক্তারদের মারধরের প্রতিবাদে মঙ্গলবার থেকে কর্মবিরতিতে সামিল হয়েছেন বিভিন্ন হাসপাতালের জুনিয়র ডাক্তাররা। ফলে সরকারি মেডিক্যাল কলেজগুলিতে শিকেয় উঠেছে পরিষেবা। বৃহস্পতিবার এসএসকেএমে যান মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী পৌঁছতেই উই ওয়ান্ট জাস্টিস স্লোগান দিতে শুরু করেন জুনিয়র ডাক্তাররা। ছবি সৌজন্য - এএনআই
বহিরাগতদের পাশাপাশি পুলিশকেও হাসপাতাল থেকে বার করে গেট আটকে দেন জুনিয়র ডাক্তাররা। রোগী নিয়ে এনআরএস-এ ঢোকার চেষ্টা হলে আটকে দেন জুনিয়র ডাক্তাররা।ছবি সৌজন্য - এএনআই
- - - - - - - - - Advertisement - - - - - - - - -