Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
আট হাজার টাকার মধ্যে পাঁচটি আকর্ষণীয় ফোন
জিয়াওমি রেডমি ৩ এস: অ্যান্ড্রয়েড 6.0 ওএসে কাজ করে এই ফোন। এতে ৩ জি, ৪ জি ও জিপিএসের সুবিধা দেওয়া হয়েছে। রয়েছে ওয়াইফাই, ব্লুটুথের মতো কানেক্টিভিটি। স্টোরেজ ১৬ জিবি। রয়েছে 1.4GHz অক্টাকোর কোয়ালকম স্ন্যাপড্রাগন 430 প্রোসেসর, ২ জিবি RAM ও অ্যাড্রিনো ৫০৫ গ্রাফিক্সেরও ব্যবহার করা হয়েছে। এই স্টোরেজ ১২৮ জিবি পর্যন্ত বাড়ানো যায়। ফোনে রয়েছে HD IPL LCD ডিসপ্লে। রেজোলিউশন 720 x 1280 । এর রিয়ার ক্যামেরা ১৩ মেগাপিক্সেল ও ফ্রন্ট ক্যামেরা ৫ মেগাপিক্সেল।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appজিয়াওমি মি ৪ (১৬ জিবি): এই ফোনে প্ল্যাস্টিক রিয়ার প্যানেল ব্যবহার করা হয়েছে যা, অ্যালুমিনিয়ামের ফ্রেমে তৈরি। ফোনটি অ্যান্ড্রয়েড 4.4.2 কিটক্যাট আউট অফ দ্য বক্সে কাজ করে। এর ডিসপ্লে ৫ ইঞ্চি। রয়েছে ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, যা ৪ কে রেকর্ডিং সাপোর্ট করে।সঙ্গে ৫মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ইন্টারন্যাল স্টোরেজ ১৬ জিবি। এতে স্ন্যারড্রাগন 801চিপসেট ব্যবহার করা হয়েছে। দ্রুত চার্জিংয়ের জন্য ফোনে 3080mAh ব্যাটারির ব্যবহার করা হয়েছে।
ভিভো ওয়াই ৫৩: এই বাজেট স্মার্টফোনে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 425 কোয়াডকোর চিপসেট ও ৫ ইঞ্চির এলসিডি স্ক্রিন। রেজোলিউশন 540x960 পিক্সেল। গ্রাফিক্সের প্রসঙ্গে বলা যায়, এই ফোনে অ্যাড্রিনো 306 জিপিইউ ব্যবহার করা হয়েছে। রয়েছে ২ জিবি RAM এবং ১৬ জিবি ইন্টারন্যাল স্টোরেজ। মাইক্রো এসডি কার্ডের সাহায্য এই স্টোরেজ ২৫৬ জিবি পর্যন্ত বাড়ানো যায়। রয়েছে ৮ মেগাপিক্সেল রিয়ার ও ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ব্যাটারি 2500mAh।
স্যামসাং গ্যালাক্সি জে ২ (২০১৮): এই ফোন অ্যান্ড্রয়েড নউগট ৭.১-এ কাজ করে। এতে রয়েছে ৫ ইঞ্চি qHD সুপার অ্যামোলেড ডিসপ্লে। এতে রয়েছে এলইডি ফ্ল্যাশ সহ ৮ মেগাপিক্সেল রিয়ার ও ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। রয়েছে ২ জিবি RAM সহ 1.4GHz কোয়াডকোর স্ন্যাপড্রাগন 425 প্রোসেসর। ইন্টারন্যাল স্টোরেজ ১৬ জিবি, মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে তা বাড়ানো যায়। রয়েছে ৪ জি, ওয়াইফাই 801.11 a/b/g/n, ব্লুটুথ 4.2, জিপিএস, মাইক্রো ইউএসবি 2.0 পোর্টের সুবিধা। ব্যাটারি 2600mAh।
জিয়াওমি রেডমি ৫ (১৬ জিবি): জিয়াওমি রেডমি ৫ অ্যান্ড্রয়েড 7.1.2 নউগটে কাজ করে। এতে রয়েছে ৫.৭ ইঞ্চি এইচডি+টিএফটি ডিসপ্লে। এর দ্বিতীয় ভ্যারিয়েন্টটি হল রেডমি ৫এ। ফোনটিতে রয়েছে ১১ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, সঙ্গে এলইডি ফ্ল্যাশ। ফ্রন্ট ক্যামেরা ৫ মেগাপিক্সেল। এই স্মার্টফোনে রয়েছে 1.8GHz অক্টাকোর স্ন্যাপড্রাগন ৪৫০ প্রোসেসর, ২ জিবি RAM। ইন্টারন্যাল স্টোরেজ ১৬ জিবি, মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে তা বাড়ানো যায়। রয়েছে ৪ জি, ওয়াইফাই 801.11 a/b/g/n, ব্লুটুথ 4.2, জিপিএস, মাইক্রো ইউএসবি 2.0 পোর্টের সুবিধা। ব্যাটারি 3300mAh।
স্মার্টফোনের দুনিয়ায় প্রতিদিনই নতুন নতুন ফোন বাজারে আসছে। একইসঙ্গে সুলভ মূল্যের স্মার্টফোনের চাহিদাও দিন দিন বাড়ছে। বিভিন্ন কোম্পানি স্বল্প দামে কার্যকরী স্মার্টফোন বাজারে আনার কথা বলেছে। এরইমধ্যে বাজারে বেশ কিছু কোম্পানি আট হাজার টাকার কম দামে দুরন্ত ফিচার সহ স্মার্টফোন এনেছে। দেখে নেওয়া যাক আট হাজার টাকার কম দামের কয়েকটি স্মার্টফোন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -