কলকাতা:ফর্ম ফিলাপের দাবিতে অকৃতকার্য ছাত্রীদের আন্দোলন। বড়িশার ‘বিবেকানন্দ কলেজ ফর উইমেনে’ নিগৃহীত কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। ছাত্রীদের হাতে ধাক্কা খেলেন সুগত মারজিত। বাধ্য হয়ে সরকারি গাড়ি ছেড়ে অটো ধরে বেরোলেন উপাচার্য!
প্রথম ও দ্বিতীয় বর্ষের টেস্টে ৯৫ ছাত্রীর অকৃতকার্য হওয়াকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। ফাইনাল পরীক্ষায় ফর্ম ফিলাপ করতে দিতে হবে, এই দাবিতে গত একমাস ধরে আন্দোলন চালাচ্ছিলেন ওই ছাত্রীরা। এদিনও কলেজের মূল ফটকের বাইরে চলছিল বিক্ষোভ।
বিক্ষোভ চলাকালীন কলেজের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে বেরোচ্ছিলেন উপাচার্য সুগত মারজিত। কলেজ থেকে বেরোনোর সময় উপাচার্যের গাড়ি আটকায় বিক্ষোভরত ছাত্রীরা। শুরু হয় নিগ্রহ...
মিনিট দশেক আটকে থাকার পর, বিশ্ববিদ্যালয়ের গাড়ি ছেড়ে, অটো ধরে টালিগঞ্জ ফাঁড়িতে আসেন উপাচার্য। সেখান থেকে ব্যক্তিগত গাড়িতে কর্মস্থলের উদ্দেশ্যে রওনা দেন তিনি।
আন্দোলনরত ছাত্রীরা ফর্ম ফিলাপের দাবি তুললেও এখনও নিজেদের অবস্থানে অনড় কলেজ কর্তৃপক্ষ।
৬০০ নম্বরে পরীক্ষা। ১২০ পর্যন্ত পেয়েছে, তাদের তুলেছি। এরা তারও নীচে পেয়েছে।
উপাচার্য জানিয়েছেন,
এটা কলেজের সমস্যা। তারা লিখিতভাবে জানালে, বিষয়টি খতিয়ে দেখা হবে।
বিক্ষোভরত ছাত্রীদের অভিযোগ, আন্দোলন চলাকালীন এদিন তাঁদেরই শারিরীকভাবে নিগ্রহ করে অধ্যাপকদের একাংশ। যদিও অভিযোগ অস্বীকার করে অধ্যক্ষের পাল্টা দাবি, আন্দোলনরত ছাত্রীরাই তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করেন। ছাত্রীরা উপাচার্যের ঘরে ঢোকার চেষ্টা করলে বাধা দেওয়া হয়েছিল। এই আন্দোলনে বহিরাগতরাও জড়িত বলে দাবি কলেজ কর্তৃপক্ষের।
কৃষ্ণেন্দু অধিকারী, প্রবীর চক্রবর্তী, এবিপি আনন্দ
শিক্ষায় নৈরাজ্য, বিবেকানন্দ মহিলা কলেজে উপাচার্য সুগতকে ঘিরে বিক্ষোভ, ধাক্কা ছাত্রীদের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
05 Apr 2016 03:57 PM (IST)
kolkata-news (kolkata-news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -