Coronavirus Live : কলকাতা বিমানবন্দরে শুরু হল বিদেশ থেকে আগত random টেস্টিং

Coronavirus Live updates : জাপানে করোনার অষ্টম ঢেউদেশে করোনা গ্রাফের ওঠানামা চলছেই। চিনে ফের ভয়ঙ্কর হচ্ছে করোনা।

ABP Ananda Last Updated: 24 Dec 2022 03:10 PM

প্রেক্ষাপট

নয়াদিল্লি :  চিনে ফের ভয়ঙ্কর হচ্ছে করোনা পরিস্থিতি। লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত। চিনে প্রতিদিন ১০ লক্ষের বেশি মানুষ করোনায় আক্রান্ত হচ্ছে, অন্তত ৫ হাজার জনের মৃত্যু হচ্ছে। রিপোর্টে এমনই দাবি...More

WB Corona Update : নেই কোভিশিল্ড, এবার কী হবে ?

 সূত্রের খবর, একমাত্র দার্জিলিং জেলার স্বাস্থ্য আধিকারিকের কাছ থেকেই টিকা সরবরাহের আবেদন এসেছে। এক্ষেত্রে পরবর্তী পদক্ষেপ কী হবে তা নিয়ে স্বাস্থ্য দফতরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে উত্তর পাওয়ার অপেক্ষায় রয়েছে বাগবাজার সেন্ট্রাল ভ্যাকসিন স্টোর।