Coronavirus Live : কলকাতা বিমানবন্দরে শুরু হল বিদেশ থেকে আগত random টেস্টিং
Coronavirus Live updates : জাপানে করোনার অষ্টম ঢেউ দেশে করোনা গ্রাফের ওঠানামা চলছেই। চিনে ফের ভয়ঙ্কর হচ্ছে করোনা।
সূত্রের খবর, একমাত্র দার্জিলিং জেলার স্বাস্থ্য আধিকারিকের কাছ থেকেই টিকা সরবরাহের আবেদন এসেছে। এক্ষেত্রে পরবর্তী পদক্ষেপ কী হবে তা নিয়ে স্বাস্থ্য দফতরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে উত্তর পাওয়ার অপেক্ষায় রয়েছে বাগবাজার সেন্ট্রাল ভ্যাকসিন স্টোর।
মঙ্গলবার (27 ডিসেম্বর) দেশব্যাপী কোভিড -১৯ মহামারী মোকাবিলায় মক ড্রিলের আগে এই বিজ্ঞপ্তি এল। চিন এবং অন্যান্য কিছু দেশে কোভিড-১৯-এর ক্ষেত্রে হঠাৎ বৃদ্ধির পরিপ্রেক্ষিতে, ভারত সরকার হাসপাতালে জরুরি মক ড্রিল এবং জরুরি ভিত্তিত কোভিডের ন্যাজাল ভ্যাকসিনের বুস্টার ডোজের অনুমোদন সহ একাধিক ব্যবস্থা গ্রহণ করেছে। যাতে ফের একবার মাত্রা ছাড়া সংক্রমণ, মৃত্যুমিছিল দেশবাসীকে দেখতে না হয়।
উদ্বেগ বাড়াচ্ছে করোনার নতুন ভ্যারিয়েন্ট, রাজ্যে 'অমিল' ভ্যাকসিন
বাগবাজার ভ্যাকসিন স্টোরে 'অমিল' কোভিশিল্ড ও করবেভ্যাক্স
কোভ্যাক্সিনের ৪৫ হাজার ৯৭০টি ডোজ মজুত রয়েছে
২১হাজার ৬৩০টি ডোজের মেয়াদ শেষ হচ্ছে চলতি মাসেই
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক, শনিবার (২৪ ডিসেম্বর) সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে চিঠি দিয়ে সতর্ক করেছে। সেই সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ করার জন্য নির্দেশও দিয়েছে। তার মধ্যে অতি গুরুত্বপূর্ণ হল, রাজ্যগুলি যেন নিয়মিত মেডিক্যাল অক্সিজেন সরবরাহ নিশ্চিত করতে পারে।
কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তরের নির্দেশ মেনে কলকাতা বিমানবন্দরে শুরু হল বিদেশ থেকে আগত random টেস্টিং।
কোভিডের নতুন ভেরিয়েন্ট ক্রমশই উদ্বেগ বাড়াচ্ছে । এই নিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক ইতিমধ্যেই আলোচনা করেছে। বেশকিছু সতর্কতামূলক ব্যবস্থাও মেনে চলতে বলা হচ্ছে। পাশাপাশি দেশের সমস্ত আন্তর্জাতিক বিমানবন্দরে শুরু হয়েছে রেনডম টেস্টিং ব্যবস্থ। এই ব্যবস্থায় বিদেশ থেকে আগত যাত্রীদের ২ শতাংশ কে বিমানবন্দরে রেনডম টেস্ট করা হচ্ছে।
নতুন এই সাব ভ্যারিয়েন্টের দ্বারা আক্রান্ত হলে সংক্রমণের ফলে জ্বর, গলাব্যথা, সর্দিকাশিও হতে পারে।
চিন, জাপান, দক্ষিণ কোরিয়া, হংকং এবং থাইল্যান্ড থেকে আগত আন্তর্জাতিক যাত্রীদের জন্য বর্তমান স্বাস্থ্যের অবস্থা জানানো বাধ্যতামূলক। এয়ার সুবিধা ফর্ম পূরণ করা বাধ্যতামূলক করা হল।
বিশ্বে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৬৬ লক্ষ ৭৭ হাজার ২৬৬ জনের।
মোট আক্রান্তের সংখ্যা ৬৫ কোটি ৬৫ লক্ষ ৮৪ হাজার ৩৬৩।
দেশে মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৪৬ লক্ষ ৭৬ হাজার ৬৭৮।
এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ৩০ হাজার ৬৯০ জনের।
দেশে করোনা গ্রাফের ওঠানামা চলছেই।
গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ২০১ জন।
গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় ৯ জনের মৃত্যু হয়েছে।
প্রেক্ষাপট
নয়াদিল্লি : চিনে ফের ভয়ঙ্কর হচ্ছে করোনা পরিস্থিতি। লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত। চিনে প্রতিদিন ১০ লক্ষের বেশি মানুষ করোনায় আক্রান্ত হচ্ছে, অন্তত ৫ হাজার জনের মৃত্যু হচ্ছে। রিপোর্টে এমনই দাবি করল লন্ডনের গবেষণাকারী সংস্থা এয়ারফিনিটি। জানুয়ারিতে শুধু চিনেই করোনা আক্রান্তের সংখ্যা পেরোতে পারে সাড়ে ৩০ লক্ষ, দাবি ব্রিটিশ সংস্থার।
জাপানে করোনার অষ্টম ঢেউ দেখা দিয়েছে। সেখানে একদিনে করোনা আক্রান্ত হয়েছে প্রায় ২লক্ষ ৭হাজার জন। এর আগে ২৫ অগাস্টে প্রথম আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছিল ২ লক্ষ ।
- দেশে করোনা গ্রাফের ওঠানামা চলছেই।
- গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ২০১ জন।
- গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় ৯ জনের মৃত্যু হয়েছে।
- দেশে মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৪৬ লক্ষ ৭৬ হাজার ৬৭৮।
- এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ৩০ হাজার ৬৯০ জনের।
- বিশ্বে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৬৬ লক্ষ ৭৭ হাজার ২৬৬ জনের।
- মোট আক্রান্তের সংখ্যা ৬৫ কোটি ৬৫ লক্ষ ৮৪ হাজার ৩৬৩।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -