Mounjaro: ৬ মাসের মধ্যেই রেকর্ড! ১ মাসে ৮০ কোটি টাকার বিক্রি, ভারতে ঝড় তুলেছে এই ওষুধ, কী সারে এতে?
Diabetes And Weight Loss : এই মুহূর্তে এটাই ভারতে দ্বিতীয় সর্বাধিক বিক্রিত ওষুধ। আর এই হইহই ওষুধ লঞ্চের মাত্র ৬ মাসের মধ্যেই। কী সের ওষুধ এটি।

ভারতের বাজারে এসেছিল মাত্র ৬ মাস আগে। আর সদ্য আগত এই ওষুধ ভারতের বাজারে ফেলেছে সাড়া। সেপ্টেম্বরেই ভআরতের বাজারে আশি কোটির ব্যবসা করেছে মুঞ্জারো (Mounjaro)। এই মুহূর্তে এটাই ভারতে দ্বিতীয় সর্বাধিক বিক্রিত ওষুধ। আর এই হইহই ওষুধ লঞ্চের মাত্র ৬ মাসের মধ্যেই। কী সের ওষুধ এটি।
ভারতের ওষুধ জগতে আলোড়ন
প্রেসক্রিপশন দেখিয়েই লঞ্চ করার মাত্র ছয় মাসের মধ্যেই, এলি লিলির মুঞ্জারো (Eli Lilly's Mounjaro) ভারতের ওষুধ জগতে আলোড়ন ফেলেছে। ইন্ডাস্ট্রি ট্র্যাকার ফার্মাট্র্যাকের দেওয়া তথ্য অনুসারে, সপ্তাহে একবার এই ইনজেকশন নিচ্ছেন অনেকে। দাবি, এই ওষুধটি, টাইপ 2 ডায়াবেটিস এবং ওজন নিয়ন্ত্রণে কাজ করে। সেপ্টেম্বরে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ বিক্রিত ওষুধ এটিই। এতে আছে tirzepatide নামক এক উপাদান। এমন হিড়িক এই ওষুধ কেনার যে, তা রীতিমতো প্রতিযোগিতায় ফেলেছে বিভিন্ন ওষুধকে। বিক্রিতে টপকে গিয়েছে অ্যান্টাসিড ব্র্যান্ড প্যানকে । গত সেপ্টেম্বরে অ্যান্টাসিড ব্র্যান্ড প্যান ৭৭ কোটি টাকার ব্যবসা করেছে। এই ওষুধের ঠিক উপরে রয়েছে গ্ল্যাক্সোস্মিথক্লাইনের অ্যান্টিবায়োটিক অগমেন্টিন। ভারতে ৮৫ কোটি টাকার বিক্রি হয়েছে antibiotic Augmentin। ইন্ডিয়া টু-ডে-তে প্রকাশিত তথ্য বলছে, মার্কিন যুক্তরাষ্ট্রের ফার্মা জায়ান্ট এলি লিলির তৈরি মুঞ্জারো এত জনপ্রিয় হয়েছে একসঙ্গে ডায়াবেটিস এবং স্থূলতার চিকিৎসা করে বলে। জানা গিয়েছে, জিআইপি এবং জিএলপি-১ হরমোনের উপর কাজ করে ওষুধটি। এটি রক্তে শর্করা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। সেই সঙ্গে ক্ষুধাও নিয়ন্ত্রণ করে। এর ফলে উল্লেখযোগ্য ওজন হ্রাস পায়।
প্রেসক্রিপশন দেখিয়েই কেনা যায় মুঞ্জারো
মনে রাখতে হবে এলি লিলির তৈরি মুঞ্জারো কিন্তু প্রেসক্রিপশন দেখিয়েই কিনতে হয়। নিজের ইচ্ছে মতো কিনে নেওয়া যায় না। ২.৫ মিলিগ্রাম এবং ৫ মিলিগ্রামের ডোজে পাওয়া যায় মুঞ্জারো। দাম ডোজের উপর নির্ভর করে । খরচ কিন্তু বিশাল ! প্রতি মাসে ১৪,০০০ থেকে ১৭,৫০০ টাকার মধ্যে । একমাত্র ডাক্তার মনে করলে তবেই এটি দিতে পারেন। নিজে নিজে এই ওষুধ নিতে শুরু করা ভয়ানক হতে পারে। মুঞ্জারো ভারতীয় বাজারে প্রবেশ করে, তখনই অনেকের মধ্যে উৎসাহ জাগায়। ভারতের ক্রমবর্ধমান স্থূলতা ও ডায়াবেটিসের জন্য এই ওষুধ একটা দুর্দান্ত সলিউশন । কিন্তু অনেকটাই দামি।
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )






















