Covid 19: নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে কোভিডের নতুন ভ্যারিয়ান্ট। বিশ্বজুড়ে দ্রুত এই নতুন ভ্যারিয়ান্ট ছড়িয়ে পড়ার খবর মিলেছে। কোভিডের এই নতুন ভ্যারিয়ান্টের নাম দেওয়া হয়েছে XFG, আবার অনেকে একে Stratus নামেও চেনেন। কোভিড মহামারীর পর ফের নতুন করে আতঙ্কের উৎস হয়ে উঠেছে এই ভ্যারিয়ান্টটি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে যে এই XFG হল এমন একটি অন্যতম ভ্যারিয়ান্ট যা আরও ৬টি ভ্যারিয়ান্টের মত তাদের পরীক্ষাধীন রয়েছে। তবে এই ভ্যারিয়ান্টের সংক্রমণ হারও মারাত্মক, অনেক বেশি ঝুঁকি রয়েছে সংক্রমণের। ফলে কোভিডের মূল ভ্যারিয়ান্টের পরে এটিই বিশ্বজুড়ে মানুষকে আক্রান্ত করতে পারে ব্যাপকভাবে।
বর্তমানে জানা গিয়েছে দক্ষিণ-পূর্ব এশিয়ার বেশ কিছু দেশে এই কোভিডের নতুন ভ্যারিয়ান্ট ছড়িয়ে পড়েছে। এই সংক্রমণে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার সংখ্যাও পাল্লা দিয়ে বেড়ে চলেছে। ২২ জুন পর্যন্ত ৩৮টি দেশের মোট ১৬৪৮টি XFG জিনোম সিকোয়েন্স বিশ্বব্যাপী ডেটাবেস GISAID-তে রিপোর্ট করা হয়েছে যা কোভিডের ভ্যারিয়ান্টগুলি পর্যবেক্ষণ করে থাকে।
XFG ‘Stratus’: কোভিডের নতুন ভ্যারিয়ান্ট
এই এক্সএফজি ভ্যারিয়ান্টটি ওমিক্রন সাব ভ্যারিয়ান্টের বংশধর বলেই দাবি করছেন বিজ্ঞানীরা। ল্যানসেটের একটি প্রতিবেদন অনুসারে, এটি প্রথম কানাডায় শনাক্ত করা হয়েছিল। এতে বেশ কিছু স্পাইক মিউটেশনও পাওয়া গিয়েছিল। এক্সএফজির প্রথম নমুনা ২৭ জানুয়ারি রেকর্ড করা হয়েছিল।
XFG: একটি রিকম্বিন্যান্ট ভ্যারিয়ান্ট
এই রিকম্বিন্যান্ট ভ্যারিয়ান্ট হল আসলে একটি হাইব্রিড ভ্যারিয়ান্ট যা একজন ব্যক্তি যখন একইসঙ্গে দুটি ভিন্ন কোভিড ভ্যারিয়ান্টে সংক্রমিত হয়, তখন আবির্ভূত হয়। এর ফলে জিনগত উপাদানের মিশ্রণ ঘটে যায় আর উভয় স্ট্রেইনের বৈশিষ্ট্য সহ একটি নতুন ভ্যারিয়ান্ট তৈরি হয়। রিকম্বিন্যান্ট ভ্যারিয়ান্টগুলিকে সাধারণত ‘এক্স’ উপসর্গ দিয়ে চিহ্নিত করা হয়। রিপোর্ট বলছে মূলত এলএফ.৭ এবং এলপি.৮.১.২-এর সমন্বয়ে এই XFG ভ্যারিয়ান্ট তৈরি হয়েছে।
কতটা বিপজ্জনক এই নতুন ভ্যারিয়ান্ট
এখনও পর্যন্ত এই XFG ভ্যারিয়ান্ট গুরুতর অসুস্থতার কারণ হতে পারে বলে জানা যায়নি। বেশিরভাগ ওমিক্রন সাব-ভ্যারিয়ান্টের মত এটির সংক্রমণে শ্বাসযন্ত্রের কিছু সমস্যা অনুভূত হয়, শ্বাসকষ্ট দেখা দিতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সর্বশেষ প্রতিবেদন অনুসারে, XFG দ্বারা সৃষ্ট জনস্বাস্থ্যের উপর ঝুঁকি অনেকটাই কম রয়েছে। তবে ল্যানসেটের গবেষণায় উল্লেখ করা হয়েছে যে XFG সাব-ভ্যারিয়ান্টের দ্রুত ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে, এমনকী এই ভ্যারিয়ান্টটি কঠিন অনাক্রম্যতা বা রোগ প্রতিরোধ ক্ষমতা সবল হলেও তাকে প্রতিহত করে সংক্রমণ ঘটাতে সক্ষম। শরীরের প্রাকৃতিক প্রতিরক্ষা ব্যবস্থা সহজেই এড়িয়ে যেতে পারে এই ভ্যারিয়ান্টটি।