Health News : প্রতি ২ মিনিটে ১ জন মহিলা মারা যাচ্ছেন শুধু এই কারণে, ভয়াবহ তথ্য উঠে এল আন্তর্জাতিক গবেষণায়
Woman Health News : মহিলাদের রোগ-বালাইয়ের প্রতি অবহেলা, স্বাস্থ্য নিয়ে সচেতন না হওয়া, মাতৃত্বকালে ঠিকঠাক পরিবেশ ও চিকিৎসা না-পাওয়াই এই ভয়ঙ্কর পরিণতির কারণ?

বিশ্ব স্বাস্থ্য দিবসে জাতিসংঘ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার করা গবেষণায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য। মহিলাদের জন্য এই পরিসংখ্যান নিঃসন্দেহে ভয়ঙ্কর, ভয় ধরানো। এই রিপোর্টে দাবি,গর্ভাবস্থায় বা সন্তান প্রসবের সময় প্রতিদিন গড়ে ৭১২ জন মহিলা মারা যান। অর্থাৎ প্রতি দুই মিনিটে একজন করে মহিলা মারা যান। ৭ এপ্রিল প্রকাশিত প্রতিবেদনে দাবি, ২০২৩ সালে ২ লাখ ৬০ হাজার মহিলার মৃত্যু হয়েছে শুধুমাত্র এই কারণে। তবে চিকিৎসকদের ধারণা, এই মৃত্যুগুলো কিন্তু একটু চেষ্টা করলেই ঠেকানো যেত। কিন্তু মহিলাদের রোগ-বালাইয়ের প্রতি অবহেলা, স্বাস্থ্য নিয়ে সচেতন না হওয়া, মাতৃত্বকালে ঠিকঠাক পরিবেশ ও চিকিৎসা না-পাওয়াই এই ভয়ঙ্কর পরিণতির কারণ।
২০২৩ সালে ২ লাখ ৬০ হাজার মহিলার মৃত্যু হয়েছে শুধুমাত্র এই কারণে
"মাতৃত্বকালীনমৃত্যু কোনও চিকিৎসা রহস্য নয়, এটি একটি বিশ্বব্যাপী অবিচার," বলছেন UNFPA-এর নির্বাহী পরিচালক ডঃ নাটালিয়া কানেম। ২০০০ সালের হিসেব দেখলে বোঝা যাবে, প্রায় আড়াই দশকে মহিলাদের স্বাস্থ্য নিয়ে সচেতনতা বেড়েছে। কারণ প্রসূতি মৃত্যুর হার কমেছে। কিন্তু তারপরও সংখ্যাটা ভয়াবহ। প্রতিবেদনে দাবি, ২০০০ থেকে ২০২৩ সালের মধ্যে বিশ্বজুড়ে মা হওয়ার সময় মৃত্যুর হার ৪০ শতাংশ হ্রাস পেয়েছে। (মা হওয়ার সময় প্রতি ১ লক্ষ শিশুর জন্মের উপর মায়ের মৃত্যুর সংখ্যাকে এমএমআর বলে। ) দেখা গিয়েছে ২০১৬ সাল থেকে এই উন্নতির গতি অনেকটাই ধীর হয়ে গেছে । এরপর ২০২৩ সালে গর্ভাবস্থায় বা সন্তান প্রসবের জটিলতার কারণে ২ লক্ষ ৬০ হাজার মহিলার মৃত্যু হয়েছে। এর মধ্যে ৯০ শতাংশের বেশি মারা গিয়েছেন নিম্ন ও নিম্ন-মধ্যম আয়ের দেশগুলিতেই।

কী বলছে 'হু'
এই বিষয়ে উল্লেখযোগ্য তথ্য প্রকাশ করেছে 'হু'। বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্ণধার ডাঃ টেড্রোস অ্যাডানম ঘেব্রেয়েসাস বলেন, অবস্থার উন্নতি হলেও, আজও বিশ্বের অধিকাংশ দেশে গর্ভাবস্থায় মহিলারা কতটা ঝুঁকির মধ্য দিয়ে যান তা এই রিপোর্টে প্রতিফলিত। হু মনে করছে, মাতৃত্বকালীন স্বাস্থ্য জটিলতা আগের থেকে অনেকটাই হ্রাস পেয়েছে।
কোভিড-১৯ ও মাতৃত্বকালীন মৃত্যুু
রিপোর্ট বলছে, কোভিড-১৯ মহামারীর সময় মাতৃত্বকালীন মৃত্যু বৃদ্ধি পেয়েছিল লক্ষণীয় হারে। সৌভাগ্যক্রমে এই মৃত্যুর হার হ্রাস পেয়েছে। কিন্তু বিশ্ব এখনও জাতিসংঘের দেওয়া উন্নয়নের লক্ষ্যমাত্রা থেকে অনেক দূরেই আটকে রয়েছে। রিপোর্ট অনুযায়ী, ২০২১ সালে গর্ভাবস্থা বা সন্তান প্রসবের সময় মৃতের সংখ্যা প্রায় ৪০ হাজার বেড়ে যায়। ২০২০ সালে এই সংখ্যা ছিল ২লক্ষ ৮২ হাজার। ২০২১ সালে তা বেড়ে হয় ৩ লাখ ২২ হাজার। প্রতিবেদনে বলা হয়েছে, কোভিড সংক্রমণের জন্য প্রসবকালীন যত্ন ও স্বাস্থ্য পরিষেবায় ব্যাপক বাধার তৈরি হয়। তবে এই ঘোর অন্ধকার সময় কেটে গিয়েছে। তাই এখন আরও বেশ করে আলোর দিকে এগনোর চেষ্টা করতে হবে, পরামর্শ বিশেষজ্ঞদের।























