LIVE UPDATES: নাগরিকত্ব আইনের প্রতিবাদে হিংসা, অশান্তি, ৩ নাগরিকের মৃত্যু, ম্যাঙ্গালুরুতে জখম ২০ পুলিশ

দিল্লির মান্ডি হাউস চত্বরেও পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে। পরিস্থিতি সামাল দিতে সেখানে র‌্যাফ নামানো হয়। এখান থেকেও বেশ কয়েক জন বিক্ষোভকারীকে আটক করে পুলিশ।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 19 Dec 2019 09:19 PM

প্রেক্ষাপট

নয়াদিল্লি: সারা দেশ জুড়ে ছড়িয়ে পড়ছে সংশোধিত নাগরিকত্ব আইনবিরোধী বিক্ষোভ। বামেদের প্রতিবাদ মিছিল ঘিরে সকাল থেকেই উত্তপ্ত রাজধানী। পুলিশের অনুমতি না মিললেও নতুন নাগরিকত্ব আইনের প্রতিবাদ করতে জড়ো হতে শুরু...More

নাগরিকত্ব আইনের প্রতিবাদে সামিল হয়ে মৃত্যু হল ৩ ব্যক্তির। লখনউ-তে মৃত এক। অভিযোগ, পুলিশের গুলিতেই মৃত্যু হয়েছে ওই আন্দোলনকারীর। যদিও অভিযোগ অস্বীকার করেছে উত্তরপ্রদেশ পুলিশ। অন্যদিকে ম্যাঙ্গালুরুতে পুলিশের সঙ্গে সংঘর্ষে ২ জখম ব্যক্তির মৃত্যু হল হাসপাতালে।