LIVE সিএএ প্রতিবাদ: বিক্ষোভকারীদের ছোঁড়া গুলি বুলেটপ্রুফ জ্যাকেট ফুঁড়েও আটকে গেল ওয়ালেটে, ‘দ্বিতীয় জীবনদান’ উত্তরপ্রদেশের পুলিশকর্মীর

সংসদের উভয় কক্ষে সংশোধিত নাগরিকত্ব আইন পাশ হওয়ার পর থেকেই দেশের বিভিন্ন প্রান্তে প্রতিবাদ-আন্দোলন চলছেই।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 22 Dec 2019 01:35 PM

প্রেক্ষাপট

লখনউ: সংসদের উভয় কক্ষে সংশোধিত নাগরিকত্ব আইন পাশ হওয়ার পর থেকেই দেশের বিভিন্ন প্রান্তে প্রতিবাদ-আন্দোলন চলছেই। আইনের বিরুদ্ধে তীব্র বিক্ষোভে গর্জে উঠেছে জনতা। আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ধণ্ডযুদ্ধ দেখা গিয়েছে। অনেকে মারা গিয়েছেন। আহতের সংখ্যা বহু।
বিহারের পরিস্থিতি উত্তেজনাপূর্ণ। একাধিক রাজনৈতিক দল কেন্দ্রের এই আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে।ঔরাঙ্গাবাদে পুলিশের ওপর ইটবৃষ্টি করে বিক্ষোভকারীরা। এক পুলিশকর্মী আহত হন। আরারিয়া, ভাগলপুর, সমন্তিপুর ও বৈশালী সহ একাধিক জায়গায় গাড়িতে আগুন লাগিয়ে দেয় বিক্ষোভকারীরা বলে খবর মিলেছে।
আবার, দক্ষিণ ভারতেও সিএএ-প্রতিবাদ লক্ষ্য করা গিয়েছে। কেরলের মলপ্পুরমে প্রতিবাদ মিছিলকে নেতৃত্ব দেন কংগ্রেস নেতা রমেশ চেন্নিথালা। তিনি জানান, আন্দোলনকারীদের ওপর পুলিশের গুলিচালনা ও সাংবাদিকদের আটক করার মাধ্যমে গণতন্ত্র ও বাক-স্বাধীনতার পর হস্তক্ষেপ করছে কেন্দ্র।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.