নয়াদিল্লি: বলিউডের প্রথম সারির অভিনেত্রী বিদ্যা বালান (Vidya Balan)। তিনি অনুরাগীদের মনে এমনই স্থান অধিকার করেছেন যে তাঁর নামেই দর্শক পৌঁছে যান প্রেক্ষাগৃহে। ছবিতে কোনও নায়কেরও প্রয়োজন পড়ে না তিনি থাকলে। দর্শক কোথাও না কোথাও গিয়ে এটা মনেপ্রাণে বিশ্বাস করেন যে ছবিতে বিদ্যা বালান আছেন, সেই ছবিতে তিনি কিছু না কিছু আলাদা ও নতুন করবেন। চার বছর পর বড়পর্দায় (big screen) ফিরলেন বিদ্যা বালান, এবং এবারেও এই প্রথার অন্যথা হল না। 'নিয়ত' (Neeyat) ছবির পিছনে রয়েছেন বিদ্যা বালান, পরিচালক অনু মেনন (Anu Menon) ও প্রযোজক বিক্রম মলহোত্রার (Vikram Malhotra) ট্রাও, যাঁরা 'শকুন্তলা দেবী'র (Shakuntala Devi) মতো ছবি তৈরি করেছেন এর আগে।
ছবির গল্প
এই ছবির গল্প এক খুনকে কেন্দ্র করে। ব্যবসায়ী আশিস কপূর তাঁর সমস্ত কাছের বন্ধুদের নিজের জন্মদিনের পার্টিতে আমন্ত্রণ জানান। আশিস কপূরের চরিত্রে দেখা গেছে রাম কপূরকে। স্কটল্যান্ডে সমুদ্রের পাড়ে এক ভিলায় এই পার্টির আয়োজন করা হয়। কিন্তু এই পার্টিতে খুন হন আশিস কপূর, এখানেই ছবির গল্পের আসল ট্যুইস্ট। এই কেসের তদন্তভার পান সিবিআই অফিসার মীরা রাও, যে চরিত্রে দেখা যায় বিদ্যা বালানকে। এরপর কী হয়? হত্যা রহস্যের পুরোটা জানতে পৌঁছে যেতে হবে প্রেক্ষাগৃহে কারণ এর থেকে বেশি তো বলা যাবে না।
অভিনয়
বিদ্যা বালানের অভিনয় দক্ষতা নিয়ে আলাদা করে কিছুই বলার নেই। বরাবরের মতো তিনি দারুণ। তাঁর চরিত্রকে আলাদা পর্যায়ে নিয়ে গেছেন তিনি। এই গোয়েন্দা 'হিরোগিরি' দেখায় ঠিকই কিন্তু অন্যভাবে। বিদ্যা বালান এই চরিত্রটিকে নিজের মতো সাজিয়ে নিয়েছেন এবং প্রত্যেকবারের মতো এবারও তাঁর অভিনয়ে মুগ্ধ হবেন অনুরাগীরা। আর শুধু বিদ্যা বালানের জন্যই এই ছবি দেখা যেতে পারে। রাম কপূর নিজের চরিত্রে যথাযথ। রাহুল বসুকে বরং অত্যাভিনয় করছেন বলে মনে হতে পারে। নীরজ কবি, দীপান্বিতা শর্মা, সাহানা গোস্বামী, নিকি অনেজা, শশাঙ্ক অরোরা প্রত্যেকেই নিজের নিজের চরিত্রে সাবলীল ও যথাযথ। প্রখ্যাত ইউটিউবার প্রযক্তা কোলিও এই ছবিতে অভিনয় করেছেন এবং ভালই কাজ করেছেন।
ছবিটা কেমন?
এই ছবিটা কিছু কিছু ক্ষেত্রে একেবারেই বলিউডের আর পাঁচটা থ্রিলার ঘরানার ছবির মতো মনে হবে। ছবির কিছু কিছু দৃশ্য অত্যন্ত ভাল লাগবে। কখনও কখনও গল্পটা টানটান মনে হলেও কোথাও কোথাও গল্পের বাঁধন আলগা মনে হতে পারে। চিত্রনাট্য এবং গল্পে আরও খানিকটা শ্রম ব্যয় করা যেতে পারত। কিছু কিছু জিনিস খুবই শিশুসুলভ মনে হতে পারে। কিন্তু সব মিলিয়ে এই ছবি একবার দেখা যেতেই পারে আর বিদ্যা বালানের জন্য তো এই ছবি অবশ্যই দেখা উচিত।
আরও পড়ুন: Vastu Shastra: বাড়িতে ক্যাকটাস কিংবা ভাঙা তালা রেখেছেন? দুর্ভাগ্য ডেকে আনছেন না তো?
ছবির সঙ্গীত
ছবির সঙ্গীতের কথা বললে তা খুবই সাধারণ। আরও ভাল করা যেতে পারত।
সব মিলিয়ে বলা যেতে পারে যে বিদ্যা বালানের জন্য এই ছবি দেখতে প্রেক্ষাগৃহে চলে যান।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial