কলকাতা: গাছ থেকে উল্টো করে ঝুলিয়ে চার জনকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল মহারাষ্ট্রের (Maharashtra Caste Incident) আহমেদনগরে। ওই ঘটনায় নিগৃহীতদের ৪ জনই দলিত সম্প্রদায়ের, প্রাথমিক ভাবে এমনই জানা যায়। হাড় হিম করা ওই খবর ও ভিডিও রবিবার ছড়িয়ে পড়তেই ছয় অভিযুক্তের একজনকে গ্রেফতার করে পুলিশ। কিন্তু ভিডিওতে (viral video)  যে ভাবে ওই ৪ জনকে বেধড়ক মারধর করতে দেখা গিয়েছে, তার পর সোশ্যাল মিডিয়ায় (social media) ঝড়-- এও কি সম্ভব?তবে ভিডিওটির সত্যতা আলাদা করে যাচাই করেনি এবিপি আনন্দ।


প্রাথমিক ভাবে আর যা...
পুলিশ প্রশাসন জানতে পারে, শ্রীরামপুর তালুকার হরেগাঁওয়ে নিগৃহীত ৪ জনের বিরুদ্ধে ছাগল এবং পায়রা চুরির সন্দেহ ছিল অভিযুক্তদের। সেই সন্দেহের বশেই গাছ থেকে তাঁদের উল্টো ঝুলিয়ে লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। তবে মারধরের ঘটনাটি সম্ভবত গত ২৫ অগাস্টের। প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে পুলিশ জেনেছে, সে দিন ওই ৪ জনের বাড়িতে আটঘাঁট বেঁধেই গিয়েছিল অভিযুক্তরা। তার পর, জোর করে টানতে টানতে নিয়ে আসা হয় ৪ জনকে। গাছে উল্টো ঝুলিয়ে শুরু হয় বেধড়ক মার। নিগৃহীতদের ৪ জনের বয়সই কুড়ির কোঠায়, প্রাথমিক ভাবে জানিয়েছে পুলিশ। ঘটনায় জড়িত অভিযোগে ছ'জনের ১ জনকে গ্রেফতার করা হয়েছে, বাকি পাঁচ জন পলাতক বলে জানায় পুলিশ। নির্মম ঘটনার ভিডিও সোশ্য়াল মিডিয়ায় আসতে হরেগাঁওয়ে প্রতিবাদের ঝড় ওঠে। পুরোদস্তুর শাটডাউনের পথে হাঁটে ওই গ্রাম। অদ্ভুতভাবে, ভিডিওটি তোলে অভিযুক্তদেরই এক জন।


তার পর...
৪ যুবককে জখম অবস্থায় দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁদেরই এক জন, পরে পুলিশে অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধির খুনের চেষ্টা-সহ একাধিক ধারায় মামলা দায়ের করে পুলিশ। পাশাপাশি তফশিলি জাতি ও উপজাতি নিপীড়ন মোকাবিলা আইনেও মামলা করা হয়। হাড় হিম করা ওই ভিডিও দেখে যখন ন্যায়বিচারের দাবিতে ফুঁসছে সোশ্যাল মিডিয়া, তখনই ওই ঘটনা নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। বিজেপি যে ভাবে 'হিংসা' ছড়াচ্ছে, এই ধরনের ঘটনা তারই জের বলে নিশানা করেছে কংগ্রেস। এনসিপি-র তরফেও মহারাষ্ট্রের সরকারের বিরুদ্ধে সুর চড়ানো হয়। তাদের অভিযোগ, দলিত সম্প্রদায়ের মর্যাদা রক্ষায় ব্যর্থ সরকার। তবে আপাতত, বাকি ৫ অভিযুক্তের খোঁজেই হন্যে পুলিশ প্রশাসন।


আরও পড়ুন:কলকাতা পুলিশে এসআই পদে হচ্ছে নিয়োগ,এই যোগ্যতা থাকলেই করুন আবেদন