ইন্দোর: মধ্য প্রদেশের বেতুলের কাছে এক গ্রামে ১৮ বছরের এক তরুণীকে ৭ দুষ্কৃতী গণধর্ষণ করেছে বলে অভিযোগ। এদের মধ্যে ৩ জন আবার অপ্রাপ্তবয়স্ক। ভাইয়ের সঙ্গে অন্য গ্রাম থেকে ফেরার সময় পথে ঘটেছে এই ঘটনা।
কোতোয়ালি থানার এসআই রাজেন্দ্র ধারভে বলেছেন, বুধবার রাতে ২১ বছরের দাদার সঙ্গে মোটর বাইকে করে গ্রামে ফিরছিলেন ওই তরুণী। রাত সাড়ে আটটা নাগাদ বাইক আটকায় ৭ অভিযুক্ত। মেয়েটির দাদাকে কাছের কুয়োয় ছুঁড়ে ফেলে রাত দুটো পর্যন্ত তাঁর ওপর শারীরিক নির্যাতন করে। তারা চলে গেলে ওই তরুণী দাদাকে কুয়ো থেকে তুলে আনেন, পরদিন সকালে তাঁরা পৌঁছন নিজেদের গ্রামে। এরপর পুলিশে অভিযোগ দায়ের হয়।
৭ অভিযুক্তের মধ্যে ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ২ জনের নাম শুভম বেলে ও সন্দীপ খাটিয়া, বয়স ২২-২৩। বাকি ৩ জন অপ্রাপ্তবয়স্ক। আর ২ অভিযুক্ত লোকেশ সোনি ও পবন বেলে পলাতক। এদের সকলের বিরুদ্ধে ধর্ষণ, অপহরণ ও খুনের চেষ্টার অভিযোগ আনা হয়েছে।
মধ্য প্রদেশে ভাইকে কুয়োয় ছুঁড়ে ফেলল ৭ দুষ্কৃতী, গণধর্ষণ বোনকে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
01 May 2020 10:56 AM (IST)
এদের সকলের বিরুদ্ধে ধর্ষণ, অপহরণ ও খুনের চেষ্টার অভিযোগ আনা হয়েছে।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -