পেশওয়ার : পাকিস্তানে সেনাঘাঁটিতে আত্মঘাতী বোমা হামলা। অন্তত ২৩ জনের মৃত্যু। পাকিস্তানি তালিবানের মদতপুষ্ট জঙ্গিরা এই হামলা চালিয়েছে বলে দাবি করা হয়েছে। আফগান সীমান্তে খাইবার পাখতুনখাওয়া প্রদেশে দেরা ইসমাইল খান জেলায় সাতসকালে এই ঘটনা ঘটে।


নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় প্রশাসনের এক আধিকারিক একথা জানিয়েছেন। তাঁর বক্তব্য, অধিকাংশেরই মৃত্যু হয়েছে তাঁরা যখন ঘুমাচ্ছিলেন। ঘরোয়া পোশাকে ছিলেন তাঁরা। তাই আমরা খতিয়ে দেখছি যে মৃতরা প্রতিরক্ষাকর্মী কি না।


ওই এলাকায় একটি স্কুল বিল্ডিংয়ে অস্থায়ী সেনাঘাঁটি তৈরি করা হয়েছিল। সেখানেই আজ একটি বিস্ফোরক-ভর্তি গাড়ি গিয়ে বিস্ফোরণ ঘটায়। ঘটনায় ২৩ জনের মৃত্যুর পাশাপাশি, আরও ২৭ জন জখম হয়েছেন। তিনটি ঘর ভেঙে পড়ে। ধ্বংসস্তূপ থেকে মৃতদেহ বের করার চেষ্টা হচ্ছে। তার জেরে আরও মৃতদেহ উদ্ধারের আশঙ্কা রয়েছে। 


পাকিস্তান তালিবান গোষ্ঠী পোষিত নতুন গ্রুপ তেহরিক-ই-জিহাদ পাকিস্তান। তাদের বক্তব্য, রাত আড়াইটা নাগাদ প্রথমে একজন হামলা চালায়। পরে আরও অনেকে ঢুকে পড়ে কম্পাউন্ডে। যদিও এই ঘটনা নিয়ে এখনও পর্যন্ত মুখ খোলেনি পাকিস্তানি সেনা। প্রসঙ্গত, ২০২১ সালে আফগানিস্তানে তালিবান ক্ষমতায় আসার পর আফগান সীমান্ত ঘেঁষা এলাকায় পাকিস্তানে জঙ্গি হামলার ঘটনা বেড়েছে। পাকিস্তান ইন্সটিটিউট ফর কনফ্লিক্ট অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের তথ্য অনুসারে, গতবারের তুলনায় ২০২৩-এর প্রথম অর্ধে হামলার ঘটনা বেড়েছে প্রায় ৮০ শতাংশ। 


গত এপ্রিল মাসেও পাকিস্তানে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। বিস্ফোরণ ঘটে থানার মধ্যেই (Pakistan Blast)। তাতে কমপক্ষে ১২ জন মারা যান।


পাকিস্তানের উত্তর-পশ্চিমের সোয়াট উপত্যকার একটি থানায় বিস্ফোরণ ঘটে। ২০০৯ সাল পর্যন্ত দীর্ঘ দিন ওই এলাকা সন্ত্রাসবাদীদের দখলে ছিল। সেনা অভিযানে শেষ পর্যন্ত উদ্ধার করা হয় এলাকা। সেখানেই পাকিস্তানের সন্ত্রাস দমন বিভাগের সদর দফতর। বিস্ফোরণের তীব্রতায় সন্ত্রাস দমন বিভাগের সদর দফতরও কেঁপে ওঠে বলে জানান সোয়াট উপত্যকার পুলিশ প্রধান আখতার হায়াত।


প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর সোয়াট উপত্যকাতেই সন্ত্রাসবাদীদের হামলার শিকার হন নোবেলজয়ী মালালা ইউসফজাই। পাকিস্তান তালিবানের প্রাক্তন প্রধান মোল্লা ফজলুল্লার জন্মস্থল এই সোয়াট উপত্যকা। ২০১৮ সালে রকেট হামলায় আফগানিস্তানে মৃত্যু হয় তাঁর। মেয়েদের স্কুলে পাঠানোয় উদ্যোগী মালালার উপর হামলা চালায় তালিবান জঙ্গিরা। তাতে কোনও রকমে প্রাণে বাঁচেন মালালা। তার পর থেকে পাকিস্তানের বাইরে তিনি। সম্প্রতি দেশে ফের পা রেখেছিলেন তিনি।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে