গত সপ্তাহে সন্দেহভাজন করোনা-আক্রান্তদের নিতে আসা চিকিৎসক সহ স্বাস্থ্যকর্মী ও পুলিশের ওপর পাথরবৃষ্টির ঘটনা ঘটে উত্তরপ্রদেশের মোরাদাবাদে। প্রকাশ্যে আসা ভিডিওয় দেখা যায়, চিকিৎসকদের উপর হামলা চালায় স্থানীয়রা। ভাঙচুর করা হয় অ্যাম্বুলেন্স। গুলি চালানোর অভিযোগও ওঠে । মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নির্দেশে হামলাকারীদের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা আইনে মামলা রুজু হয়।
মোরাদাবাদে নবাবপুরা এলাকার ওই ঘটনার নিন্দা হয় দেশ জুড়ে। হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি ওঠে।
জানা গেছে ধৃতদের মধ্যে ৫ জন ছাড়াও ওই গ্রাম থেকে আরও ১০ জনের করোনা-রিপোর্ট পজিটিভ এসেছে।
ধৃত করোনা আক্রান্তদের রাম মনোহর লোহিয়া ইনস্টিটিউট হাসপাতালে ভর্তি করা হয়েছে।