নয়াদিল্লি: লাগাতার লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে ইজরায়েল। সেই নিয়ে এবার উদ্বেগ বাড়ল ভারতের। কারণ লেবাননে রাষ্ট্রপু্জের শান্তিরক্ষা বাহিনীকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইজরায়েল, যাতে শামিল রয়েছে ভারতীয় সেনার প্রায় ৬০০ সৈনিক। গোটা ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছে দিল্লি। (Israel-Lebanon War)
ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফে বিবৃতি প্রকাশ করে বলা হয়েছে, পশ্চিম এশিয়ার পরিস্থিতির দিকে নজর রয়েছে। ব্লু লাইনের নিরাপত্তার অবনতিতে উদ্বেগ বাড়ছে দিল্লির। লিখিত বিবৃতিতে বলা হয়, 'রাষ্ট্রপুঞ্জের দফতরে আইন লঙ্ঘন না করার বিষয়টি মাথায় রাখতে হবে সকলকে। রাষ্ট্রপুঢ্জের শান্তিরক্ষা বাহিনীর নিরাপত্তা যাতে লঙ্ঘিত না হয়, তা সুনিশ্চিত করা দরকার'। (UN Peacekeeping Force)
লেবাননে রাষ্ট্রপুঞ্জের শান্তিরক্ষা বাহিনীর উপর হামলা চালানোর কথা শুক্রবার মেনে নেয় ইজরায়েল। হামলায় শ্রীলঙ্কার দুই সৈনিক আহত হন। দু'দিনে দ্বিতীয় বার এমন ঘটনা ঘটল। একদিন আগে, ইন্দোনেশিয়ার দুই সৈনিকও আহত হন। ইজরায়েলি বাহিনী ট্যাঙ্ক থেকে গোলা ছুড়লে, নজরদারি চালানোর টাওয়ার থেকে নীচে পড়ে যান তাঁরা।
লেবাননে রাষ্ট্রপুঞ্জের শান্তিরক্ষা বাহিনীতে প্রায় ৬০০ ভারতীয় সৈনিক রয়েছেন। ১২০ কিলোমিটার দীর্ঘ ইজরায়েল-লেবানন সীমান্ত (ব্লু লাইন) বরাবর শিবিরে মোতায়েন রয়েছেন। ভারত চাইলে ইচ্ছে মতো সেনা সরিয়ে নিতে পারবে না। আপাতত সেখানকার পরিস্থিতির উপর নজর রাখা হয়েছে। গোটা ঘটনায় ইজরায়েলের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে।
যদিও ইজরায়েলি সেনার দাবি, রাষ্ট্রপুঞ্জের শান্তিরক্ষা বাহিনীর শিবির থেকে ৫০ মিটার দূরত্বে বিপদ দেখা দিয়েছিল। তার মোকাবিলা করতেই হামলা চালাতে হয় তাদের। গোটা ঘটনায় রাষ্ট্রপুঞ্জের মহাসচিব অ্যান্টোনিও গুটারেস ইজরায়েলের নিন্দা করেছেন। ইজরায়েল আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘন করেছে বলে দাবি রাষ্ট্রপুঞ্জের। ব্রিটেনের সরকারও ইজরায়েলের সমালোচনা করেছে। আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, রাষ্ট্রপুঞ্জের শান্তিরক্ষা বাহনিকে লক্ষ্য করে যাতে গোলাগুলি না চলে, ইজরায়েলকে জানিয়েছেন তিনি।
যদিও ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল মাকরঁ দাবি করেন, ইচ্ছাকৃত ভাবেই রাষ্ট্রপুঞ্জের শান্তিরক্ষা বাহিনীকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। গাজা এবং লেবাননে যেভাবে হামলা চালিয়ে যাচ্ছে ইজরায়েল, তাতে তাদের অস্ত্র সরবহার বন্ধের ডাকও দেন তিনি। ফ্রান্স, স্পেন এবং ইতালির রাষ্ট্রনেতারা মিলে এ নিয়ে যৌথ বিবৃতিও জারি করেছেন। লেবাননের পাশাপাশি, গাজাতেও লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে ইজরায়েল। আন্তর্জাতিক মহল থেকে তাদের আচরণ নিয়ে প্রশ্ন উঠছে।