সিডনি : পরপর ভূমিকম্প ! সোমবার সকালে কেঁপে উঠল  অস্ট্রেলিয়ার কাছে অবস্থিত পাপুয়া নিউ গিনির (স্থানীয় সময়) মাটি। অন্যদিকে আবার তিব্বতের শিজাং-এ রিখটার স্কেলে ৪.২ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। উত্তর-পশ্চিম পাপুয়া নিউ গিনিতে ভূমিকম্পের মাত্রা ছিল ৭.০।


উত্তরপ্রদেশে ভূমিকম্প 
ভোর ৪.৩৩ মিনিটে কেঁপে উঠেছে ভারতের উত্তরপ্রদেশের একাংশও।সোমবার ভোরে উত্তর প্রদেশের বিজনোরে কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ২.৮। মাটির ১০ কিলোমিটার গভীরে ঘটে কম্পনটি। এখনো কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। 


নিউ গিনির ভূমিকম্প


USGS সোমবার জানায়, পাপুয়া নিউ গিনির ভূমিকম্পনটির উৎস উপকূলীয় শহর ওয়েওয়াক থেকে ৯৭  কিলোমিটার (৬০ মাইল) দূরে, ৬২ কিলোমিটার গভীরে। স্থানীয় সময় ভোর ৪টা নাগাদ এই ভূমিকম্প হয়। তবে সুনামির কোনও আশঙ্কার কথা বলা হয়নি। 


 আরও ক্ষতির আশঙ্কা 


ইউএসজিএস সূত্রে দাবি,  ভূমিকম্পনপ্রবণ অঞ্চলের মাটি নরম ও আলগা হওয়ার কারণে, আরও ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে, যদিও এই অঞ্চলটি খুব কম জনবসতিপূর্ণ। 









 চলতি বছরের ফেব্রুয়ারির শেষ দিকেও ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প হয়। এই ভূমিকম্পেও অনেক ক্ষতি হয়। সোমবারের ভূমিকম্পে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। 


তিব্বতের ভূমিকম্প

অন্যদিকে দক্ষিণ তিব্বতের সিজ়াং প্রদেশে একটি ভূকম্পন অনুভব হয়। রাত ১ টা ১২ নাগাদ ভূকম্পনটি হয় ( earthquake )। National Center for Seismology (NCS) জানিয়েছে, কম্পনের উৎসস্থল (  epicentre ) মাটির ১০ কিলোমিটার গভীরে।  এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কতটা ক্ষয়ক্ষতি তাও জানা যায়নি।

ভারতে বাড়বে ভূমিকম্প? 


চলতি বছরের শুরুতেই ভারতের বেশ কয়েকটি রাজ্যে শক্তিশালী ভূকম্প (Earthquake) অনুভূত হয়েছে। ২১ মার্চ যেমন ভূমিকম্পে কেঁপে উঠেছিল দিল্লি (Delhi)। যদিও কেন্দ্রস্থল ছিল আফগানিস্তান (Afghanistan)। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুসারে, আফগানিস্তানের ফয়জাবাদে রাত ১০টায় রিখটার স্কেলে প্রায় ৭.৫ মাত্রায় ভূমিকম্প অনুভূত হয়। এর কম্পন পাকিস্তান এবং জম্মু ও কাশ্মীর, পাঞ্জাব, হরিয়ানা সহ উত্তর ভারতের বেশ কয়েকটি রাজ্য জুড়ে অনুভূত হয়েছিল। এরপরই বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে ঘন ঘন কম্পন এবং ভূমিকম্প হতে পারে ভারতের একাধিক এলাকায়। বিশেষ করে হিমালয় অঞ্চলের রাজ্যগুলির জন্য। ক্ষয়ক্ষতি কমানোর জন্য প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তাঁরা।