নয়াদিল্লি: জন্ম ও মৃত্যু নথিভুক্তকরণের জন্য আধার কার্ড দেখানো বাধ্যতামূলক নয়। একটি আরটিআই অনুরোধের উত্তরে এমনটাই জানিয়েছেন রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়া (আরজিআই)। তবু যদি কেউ যদি নিজের ইচ্ছায় আধার কার্ড দেখান তবে তা জন্ম বা মৃত্যুর কোনও ডকুমেন্ট কিংবা ডেটাবেসে অন্তর্ভুক্ত করার বাধ্যবাধকতা নেই। আরজিআইয়ের সার্কুলারে এমন কথাই বলা হয়েছে।
সম্প্রতি সংশ্লিষ্ট বিষয়ে একটি আরটিআই আবেদন জমা দেন বিশাখাপত্তনমের আইনজীবী এমভিএস অনিল কুমার। তিনি জানতে চান যে জন্ম ও মৃত্যুর রেজিস্ট্রেশনের জন্য আধার কার্ড বাধ্যতামূলক নাকি নয়। তারই উত্তরে আরজিআইয়ের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে জন্ম ও মৃত্যুর রেজিস্ট্রেশনে আধার কার্ডের ব্যাপারে কোনও রকম ম্যান্ডেটারি ব্যাপার নেই।
প্রসঙ্গত, জন্ম ও মৃত্যু নথিভুক্তকরণ করা হয় ১৯৬৯ সালের রেজিস্ট্রেশন এফ বার্থ অ্যান্ড ডেথস (আরবিডি) অ্যাক্টের দ্বারা পরিচালিত হয়ে। ২০১৭ সালে আরজিআই এই কাজে আধার কার্ডের নম্বর লাগতে পারে এমন কথা বলেছিলেন। কিন্তু সেই নিয়ম বলবৎ হতে পারেনি। ২০১৮ সালে সুপ্রিম কোর্টের জাজমেন্টে পরিস্থিতি একেবারেই বদলে যায়। ২০১৯ সালে এক সার্কুলারে আরজিআই জানায় জন্ম ও মৃত্যুর রেজিস্ট্রেশনের জন্য আধার কার্ড নিষ্প্রয়োজন।আর এই সার্কুলার দেশের সমস্ত রাজ্যেই পাঠিয়ে দেওয়া হয়। যদি কোনও কারণে আইডেন্টিটি জানার জন্য আধার কার্ড নেওয়াও হয় সে ক্ষেত্রেও কার্ডের প্রথম আটটি ডিজিট কালো কালিতে ঢেকে তবেই তার প্রতিলিপি গ্রহণ করা যেতে পারে।আধার কার্ডের গোটা নম্বরটা কোনও ডেটাবেসে তোলার নিয়ম নেই। এমন কথাই বলা হয়েছিল ওই সার্কুলারটিতে। আরটিআই অনুরোধের উত্তরে এই সার্কুলারটির প্রসঙ্গ উঠে এসেছে রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়া (আরজিআই)-র তরফের উত্তরে।
জন্ম-মৃত্যু রেজিস্ট্রেশনে বাধ্যতামূলক নয় আধার, জানালেন রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়া
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
14 Oct 2020 01:25 PM (IST)
সম্প্রতি সংশ্লিষ্ট বিষয়ে একটি আরটিআই আবেদন জমা দেন বিশাখাপত্তনমের আইনজীবী এমভিএস অনিল কুমার। তিনি জানতে চান যে জন্ম ও মৃত্যুর রেজিস্ট্রেশনের জন্য আধার কার্ড বাধ্যতামূলক নাকি নয়। তারই উত্তরে আরজিআইয়ের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে জন্ম ও মৃত্যুর রেজিস্ট্রেশনে আধার কার্ডের ব্যাপারে কোনও রকম ম্যান্ডেটারি ব্যাপার নেই।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -