নয়াদিল্লি: আগামীকাল দেশের ৭৫ তম স্বাধীনতা দিবস। তার আগে শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ১৪ অগাস্ট  'বিভাজন-বিভীষিকা স্মৃতি দিবস' হিসেবে পালন করা হবে। এ বিষয়ে ট্যুইট করে প্রধানমন্ত্রী বলেছেন, দেশভাগের যন্ত্রণা কখনও ভোলার নয়।


প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, আমাদের লক্ষ লক্ষ ভাই-বোন অর্থহীন বিদ্বেষ ও হিংসায় আশ্রয়চ্যূত হয়েছেন, প্রাণ হারিয়েছেন। ওই সংগ্রাম ও আত্মত্যাগের কথা স্মরণে রেখে ১৪ অগাস্ট  ' বিভাজন-বিভীষিকা স্মৃতি দিবস'  হিসেবে পালন করা হবে।


প্রধানমন্ত্রী তাঁর ট্যুইটে বলেছেন যে, ভয়াবহ দেশভাগ স্মরণ দিবস সামাজিক বিভাজন, অনৈক্যের বিষ দূর করার প্রয়োজনীয়তার কথা মনে করিয়ে দেবে এবং একাত্মতা, সামাজিক ঐক্য ও মানুষের ক্ষমতায়ণের ক্ষেত্রে গুরুত্ব আরোপ করবে।


উল্লেখ্য, ১৪ অগাস্ট ভারতের ইতিহাসের দুঃখের দিন। এই দিনেই দেশভাগ চূড়ান্ত হয়। ১৯৪৭-এর ১৪ অগাস্ট পাকিস্তান ও ১৫ অগাস্ট ভারতকে পৃথক দেশ হিসেবে ঘোষণা করা হয়। এই বিভাজনে শুধু ভারতই নয়, বাংলাও দ্বিখণ্ডিত হয়েছিল। পূর্ব বাংলা পাকিস্তানের অংশ হয়। পরে ১৯৭১-এ পূর্ব পাকিস্তান স্বাধীন বাংলাদেশ হিসেবে আত্মপ্রকাশ করে। 


এই দেশভাগ আসলে কোনও ভূখণ্ডের ভাগেই সীমাবদ্ধ ছিল না, তা ছিল বহু মন, পরিবার, সম্পর্ক ও চিন্তাভাবনা ও আদর্শের বিভাজন। এই দেশভাগের ক্ষত এখনও দগদগে হয়ে রয়েছে। বহু সমস্যার বীজ ছড়িয়ে ছিল এই দেশভাগের মধ্যেই।


আগামীকাল দেশের ৭৫ তম স্বাধীনতা দিবস। প্রধানমন্ত্রী লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করবেন। এরপর হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। ১৯৪৭-এ আজকের দিনে ভারত ব্রিটেশের অধীনতা থেকে মুক্ত হয়েছিল। শত শত শহিদের আত্মবলিদানে ভারত স্বাধীনতা পেয়েছিল। তবে স্বাধীনতার আগেই দ্বিখণ্ডিত হয়েছিল ভারত। অবিভক্ত ভারত ভেঙে দুটি দেশ তৈরি হয়-ভারত ও পাকিস্তান।


৭৫ তম স্বাধীনতা দিবসের আগে প্রধানমন্ত্রী একাধিক ট্যুইটের মাধ্যমে ১৪ অগাস্ট  'বিভাজন-বিভীষিকা স্মৃতি দিবস'  দিবস পালনে কথা জানালেন।