এবারের বাজেটে ইতিবাচক পদক্ষেপের কথা ঘোষণা করবেন অর্থমন্ত্রী, আশায় ভোগ্যপণ্য ও স্মার্টফোন শিল্প
Web Desk, ABP Ananda | 21 Jan 2019 09:52 PM (IST)
নয়াদিল্লি: আর কয়েকদিন পরেই বাজেট পেশ করতে চলেছেন অর্থমন্ত্রী অরুণ জেটলি। তার আগে আশায় দেশে সবচেয়ে দ্রুতগতিতে বেড়ে চলা শিল্পক্ষেত্র ভোগ্যপণ্য ও স্মার্টফোন। গতবারের বাজেটে গ্রামোন্নয়নের উপর জোর দেওয়া হয়েছিল। ফলে ভোগ্যপণ্যের বাজার চাঙ্গা হয়েছিল। কিন্তু ভোগ্যপণ্যের উপর জিএসটি-র প্রভাব পড়েছিল। তবে এবারের বাজেটে অর্থমন্ত্রী ইতিবাচক পদক্ষেপের কথা ঘোষণা করবেন বলে আশাবাদী ভোগ্যপণ্য ও স্মার্টফোন শিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিরা। মধ্যবিত্ত শ্রেণির আয় বৃদ্ধি, ইএমআই-এ সুদের হার শূন্য হওয়ার ফলে ভারতে ভোগ্যপণ্যের বাজার সবচেয়ে দ্রুতগতিতে বেড়ে চলেছে। গ্রামীণ অঞ্চলগুলিতে বিদ্যুৎ সংযোগ বৃদ্ধি এবং গ্রামের মানুষের আয় বেড়ে যাওয়ার ফলে রেফ্রিজারেটর, টেলিভিশন, মিউজিক সিস্টেমের মতো পণ্যগুলির বিক্রি বাড়ছে। ই-কমার্স, বিভিন্ন অফার, বাড়িতে বসেই যে কোনও পণ্য কেনার সুবিধার ইতিবাচক প্রভাব পড়েছে বৈদ্যুতিন যন্ত্রাংশের বিক্রির উপর। মোবাইল ফোনেরও বিক্রি বেড়েছে। ভোগ্যপণ্যের উপর জিএসটি-র হার কমার ফলে এবার লাভের পরিমাণ বাড়বে বলে আশা করছে সংস্থাগুলি। পাশাপাশি এবারের বাজেটে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের উপর জিএসটি-র হার কমানো হবে বলে আশা করছে শিল্পমহল।