নয়াদিল্লি: করোনাভাইরাসের সংক্রমণ ঠেকানোর লক্ষ্যে এবার আফগানিস্তান, মালয়েশিয়া ও ফিলিপিন্সের উড়ানে নিষেধাজ্ঞা জারি করা হল। আজ থেকেই জারি হয়েছে এই নিষেধাজ্ঞা। ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশনের (ডিজিসিএ) পক্ষ থেকে জানানো হয়েছে, ৩১ মার্চ পর্যন্ত ভারতে আসতে দেওয়া হবে না এই তিন দেশের কোনও উড়ান। ৩১ মার্চ পরিস্থিতি খতিয়ে দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
ডিজিসিএ প্রধান অরুণ কুমার জানিয়েছেন, ‘সব দেশীয় ও আন্তর্জাতিক বিমান সংস্থাকে এই নিষেধাজ্ঞা মেনে চলতে বলা হচ্ছে। নিষেধাজ্ঞা লঙ্ঘন করে যেন কোনও যাত্রীকে নেওয়া না হয়। এই নিষেধাজ্ঞা সাময়িক।’
গতকালই জানানো হয়, ভারত থেকে ইউরোপের দেশগুলির উড়ানের উপর নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে। বুধবার থেকে জারি হচ্ছে এই নিষেধাজ্ঞা। সব বিমান সংস্থাকে স্বাস্থ্যমন্ত্রকের নির্দেশিকা মেনে চলতে বলা হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, সংযুক্ত আরব আমিরশাহী, ওমান, কাতার ও কুয়েত থেকে কোনও যাত্রী ভারতে এলেই তাঁকে ১৪ দিনের জন্য কোয়ারেন্টাইনে পাঠানো হবে। এর আগে জানানো হয়েছিল, চিন, ইতালি, ইরান, দক্ষিণ কোরিয়া, ফ্রান্স, স্পেন ও জার্মানি থেকে কোনও যাত্রী এলে তাঁকে বাধ্যতামূলকভাবে কোয়ারেন্টাইনে যেতে হবে। গত শুক্রবার থেকে শুরু হয়েছে এই প্রক্রিয়া। বিমানবন্দরে যাত্রীদের শারীরিক পরীক্ষার পর তাঁদের চারটি ভাগে ভাগ করা হচ্ছে। যে যাত্রীদের ঝুঁকি অত্যন্ত বেশি, তাঁদের সরাসরি হাসপাতালে পাঠানো হচ্ছে। যাঁদের ঝুঁকি তুলনামূলকভাবে কম, তাঁদের সরকারি কোয়ারেন্টাইনে পাঠানো হচ্ছে। যাঁদের ঝুঁকি কম, তাঁদের বাড়িতেই কোয়ারেন্টাইনে থাকতে বলা হচ্ছে। যাঁরা সুস্থ, তাঁদের ক্ষেত্রে অবশ্য কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
করোনাভাইরাস: ৩১ মার্চ পর্যন্ত আফগানিস্তান, মালয়েশিয়া, ফিলিপিন্সের উড়ানে নিষেধাজ্ঞা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
17 Mar 2020 04:42 PM (IST)
ডিজিসিএ প্রধান অরুণ কুমার জানিয়েছেন, ‘সব দেশীয় ও আন্তর্জাতিক বিমান সংস্থাকে এই নিষেধাজ্ঞা মেনে চলতে বলা হচ্ছে। নিষেধাজ্ঞা লঙ্ঘন করে যেন কোনও যাত্রীকে নেওয়া না হয়। এই নিষেধাজ্ঞা সাময়িক।’
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -