নয়াদিল্লি: করোনা ভাইরাস সংক্রমণের জেরে মহাকাশে ভারতের প্রথম মানব অভিযান ‘গগনযান’-এ কোনও প্রভাব পড়বে না বলে দাবি করলেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংহ। তিনি গত এক বছরে ইসরো ও মহাকাশ বিভাগের সাফল্যের কথা উল্লেখ করে বলেন, করোনার জেরে রাশিয়ায় ভারতের চার মহাকাশচারীর প্রশিক্ষণ স্থগিত হয়ে যায়। ইসরো চেয়ারম্যান এবং অন্যান্য বিজ্ঞানীরা জানান, মহাকাশচারীদের প্রশিক্ষণ এবং অভিযানের বিষয়ে সতর্কতা অবলম্বন করা হচ্ছে। তবে প্রশিক্ষণ ফের শুরু হয়েছে। পরিকল্পনা অনুযায়ী, ২০২২ সালে ভারতের স্বাধীনতার ৭৫ বছরের আগেই এই অভিযান শুরু হবে।
কেন্দ্রীয় মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছে, ইসরোর কার্যকলাপের সঙ্গে বেসরকারি সংস্থাগুলিকে যুক্ত করা হবে। এ বিষয়ে জিতেন্দ্র জানিয়েছেন, ‘ইন্ডিয়ান স্পেস প্রোমোশন অ্যান্ড অথরাইজেশন সেন্টার গড়ে তোলা হবে। এর ফলে বেসরকারি সংস্থাগুলি মহাকাশ গবেষণার সঙ্গে যুক্ত হতে পারবে। এর ফলে ভারতের প্রতিভাবান বিজ্ঞানীদের বিদেশে চলে যাওয়া ঠেকানো যাবে। বিশেষজ্ঞদেরও আরও ভালভাবে কাজ করার লক্ষ্যে দেশের বাইরে যাওয়ার প্রয়োজন হবে না।’
চন্দ্রযান-৩ এর বিষয়ে জিতেন্দ্র জানিয়েছেন, ‘আগামী বছর এই অভিযানের পরিকল্পনা রয়েছে। এই অভিযানে ল্যান্ডার, রোভার ও প্রপালশন সিস্টেম থাকবে। তবে এই অভিযানে অর্বিটার থাকবে না। কারণ, এর আগের অর্বিটারটি এখনও কাজ চালিয়ে যাচ্ছে।’
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
গগনযানের প্রস্তুতিতে প্রভাব ফেলবে না করোনা, দাবি মন্ত্রী জিতেন্দ্র সিংহের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
01 Jul 2020 02:36 PM (IST)
কেন্দ্রীয় মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছে, ইসরোর কার্যকলাপের সঙ্গে বেসরকারি সংস্থাগুলিকে যুক্ত করা হবে।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -