লন্ডনে ১৭ কোটি টাকার ফ্ল্যাট: আগাম জামিন বাতিলের আবেদন ইডি-র, রবার্ট বঢরাকে নোটিশ দিল্লি হাইকোর্টের
Web Desk, ABP Ananda | 27 May 2019 02:09 PM (IST)
বঢরা মামলার তদন্তে সহযোগিতা করছেন না, নিম্ন আদালতও আদেশ দেওয়ার সময় অপরাধের গুরুত্ব, মাত্রা বিবেচনা করেনি বলে সওয়াল করে সেজন্যই বঢরাকে তাঁরা হেফাজতে নিতে চান বলে হাইকোর্টে জানান ইডি-র কৌঁসুলি সলিসিটর জেনারেল তুষার মেহতা।
নয়াদিল্লি: এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) বেআইনি আর্থিক লেনদেন মামলায় রবার্ট বঢরার আগাম জামিন খারিজের যে আবেদন করেছে, সে ব্যাপারে তাঁকে তাঁর বক্তব্য জানাতে বলল দিল্লি হাইকোর্ট। নিম্ন আদালত গত ১ এপ্রিলের নির্দেশে সনিয়া গাঁধীর মেয়ে-জামাইকে আগাম জামিন দেয়। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে পিটিশন দিয়েছে ইডি। সে ব্যাপারে রবার্টকে নোটিস দিয়ে বক্তব্য জানাতে বলেছেন দিল্লি হাইকোর্টের বিচারপতি চন্দ্র শেখর। রবার্টের ঘনিষ্ঠ সহযোগী মনোজ অরোরার আগাম জামিনের বাতিল চেয়েও এজেন্সি আবেদন করেছে। সে ব্যাপারে মনোজকেও জবাব দিতে বলেছেন বিচারপতি। বঢরা মামলার তদন্তে সহযোগিতা করছেন না, নিম্ন আদালতও আদেশ দেওয়ার সময় অপরাধের গুরুত্ব, মাত্রা বিবেচনা করেনি বলে সওয়াল করে সেজন্যই বঢরাকে তাঁরা হেফাজতে নিতে চান বলে হাইকোর্টে জানান ইডি-র কৌঁসুলি সলিসিটর জেনারেল তুষার মেহতা। প্রসঙ্গত, কংগ্রেস সভাপতি রাহুল গাঁধীর শ্যালক বঢরার বিরুদ্ধে লন্ডনের ১২, ব্রায়ানস্টন স্কোয়ারে ১.৯ মিলিয়ন পাউন্ড (১৭ কোটি টাকার বেশি) দামের একটি ফ্ল্যাট কেনায় বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগ উঠেছে। মামলার তদন্ত চলছে বেআইনি অর্থ লেনদেন রোধ আইনের নানা ধারায়।