নয়াদিল্লি: ছত্রপাল স্টেডিয়ামে এক প্রাক্তন কুস্তিগীরের হত্যার মামলায় জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে অলিম্পিকে পদকজয়ী কুস্তিগীর সুশীল কুমারের বিরুদ্ধে। তারপর থেকেই ফেরার সুশীল কুমার। এবার সুশীল ও তাঁর সহযোগীদের সম্পর্কে তথ্য দিতে পারলে পুরস্কার ঘোষণা করল দিল্লি পুলিশ। দিল্লি পুলিশ সোমবার বলেছে, ছত্রপাল স্টেডিয়ামে সাগর রানার খুনের ঘটনায় কুস্তিগীর সুশীল কুমার সম্পর্কে  তথ্য দিতে পারলে এক লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে।


এছাড়াও সুশীলের সঙ্গে ফেরার অজয় সম্পর্কে তথ্য দিতে পারলে ৫০ হাজার টাকার পুরস্কারও ঘোষণা করেছে দিল্লি পুলিশ। এর আগে দিল্লি পুলিশ সুশীল কুমার ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করেছিল।


এর আগে উত্তর-পশ্চিম দিল্লির অতিরিক্ত পুলিশ কমিশনার গুরিপাল সিংহ সিদ্ধু সংবাদসংস্থাকে বলেছিলেন যে, সুশীলের বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি হয়েছে। তিনি আপাতত ছুটিতে রয়েছেন এবং এই ঘটনা সম্পর্কে এর বেশি কিছু জানাতে চাননি। উচ্চ পদস্থ পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, ছত্রপাল স্টেডিয়ামে সংঘর্ষের সময় ২৩ বছরের সাগর রানাকে পিটিয়ে হত্যা করা হয়েছিল। এই ঘটনার পর থেকেই ফেরার সুশীল কুমার।


পুলিশের আধিকারিকরা জানিয়েছেন, সংঘর্ষের সময় বেশ কয়েকজন কুস্তিগীর আহত হয়েছিলেন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছিল। হাসপাতালে জখম একজনের মৃত্যু হয়। এই মামলায় দিল্লি পুলিশে কয়েকজন ব্যক্তির বয়ান নথিভূক্ত করে। এতে সুশীল কুমারের বিরুদ্ধে অভিযোগ করা হয়। পুলিশ জানিয়েছেন, এই ঘটনায় খুনের মামলা দায়ের করে তদন্ত শুরু হয়েছে।


পুলিশ জানিয়েছে, সুশীল কুমার সহ কয়েকজনের হদিশ পাওয়ার চেষ্টা চলছে। এ জন্য কয়েকটি দল গঠন করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ওই ঘটনায় সুশীলের ভূমিকার তদন্ত করা হচ্ছে। কারণ, এই ঘটনায় তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, সুশীল কুমারের শ্বশুর সতপাল সিংহ সহ বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। যদিও সুশীল কুমার কোথায় রয়েছেন, সে বিষয়ে কোনও তথ্য জানা যায়নি।