কলকাতা: রান্নার গ্যাসের দাম বেড়ে যাওয়া নিয়ে মোদি সরকারকে তীব্র আক্রমণ করলেন অভিনেত্রী তথা যাদবপুরের তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী। তাঁর ট্যুইট, ‘আজ সকালে আমার বাড়িতে রান্নার গ্যাস এসেছে। আমি (দাম দেখে) মাথা ঘুরে পড়ে গেছি। প্রতিশ্রুতির কী হল? রক্ত বিক্রি করে কি ভারত আত্মনির্ভর হবে?’



পেট্রোল সেঞ্চুরি হাঁকিয়েছে। ডিজেল আশি পার। আর রান্নার গ্যাসের দাম যেভাবে বাড়ছে, তা দেখে মাধ্যবিত্তর আশঙ্কা, অদূর ভবিষ্যতে কি সিলিন্ডারের দাম হাজার ছুঁয়ে ফেলবে? কারণ, পাঁচদিনের মাথায় সোমবার আবারও বাড়ল ভর্তুকিযুক্ত রান্নার গ্যাসের দাম। ২৫ টাকা বেড়ে কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডারের দাম হল ৮৪৫ টাকা ৫০ পয়সা। এনিয়ে ৪ ফেব্রুয়ারি থেকে একমাসের মধ্যে চার-চারবার বাড়ল রান্নার গ্যাসের দাম। অর্থাৎ, একমাসে ১২৫ টাকা বাড়ল দাম। আর গত তিনমাসের হিসেব ধরলে এলপিজি-র দাম বেড়েছে ২২৫ টাকা। গ্যাস সিলিন্ডার প্রত্যেকটি বাড়িতে প্রয়োজন। সেই সিলিন্ডারের লাগাতার দাম বৃদ্ধিতে মধ্যবিত্তের মাথায় বাজ পড়েছে।


শুধু ভর্তুকিযুক্তই নয়, বেড়েছে বাণিজ্যিক গ্যাসের দামও। ৯৭ টাকা ৫০ পয়সা বেড়ে কলকাতায় ১৯ কেজি সিলিন্ডারের দাম ১,৬৮১ টাকা ৫০ পয়সা।