কুরুক্ষেত্র (হরিয়াণা): দেশ থেকে দুর্নীতিকে উপড়ে ফেলতে তাঁর সরকার প্রচারে আরও গতি আনবে। এমনটাই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিজেকে ‘চৌকিদার’ হিসেবে উল্লেখ করে তাঁর দাবি, যাঁরা দুর্নীতিগ্রস্ত, এই চৌকিদারকে নিয়ে তাঁদের সমস্যা রয়েছে। কিন্তু, যাঁরা সৎ, তাঁরা কিন্তু, তাঁকে বিশ্বাসই করেন।
মঙ্গলবার, হরিয়াণার কুরুক্ষেত্রে ‘স্বচ্ছ শক্তি ২০১৯’-এর অনুষ্ঠানে যোগ দিতে এসে মোদি দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের প্রচারে সকলের সহযোগিতার প্রার্থনা করেন। তিনি বলেন, দেশের প্রত্যেক সৎ মানুষ এই এই ‘চৌকিদার’কে বিশ্বাস করেন। কিন্তু, যাঁরা দুর্নীতিগ্রস্ত, মোদিকে নিয়ে তাঁদের সমস্যা রয়েছে।





এদিন নাম না করে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেন্দর সিংহ হুডা এবং কংগ্রেস সভাপতি রাহুল গাঁধীর ভগ্নিপতি রবার্ট বঢরাকে আক্রমণ করেন মোদি। বলেন, হরিয়াণার কয়েকজনের বিরুদ্ধে তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় সংস্থাগুলি। এর জন্য এখানকার কয়েকজনের মোদিকে পছন্দ নয়। কারণ, তাঁরা সমস্যায় পড়েছেন।
এদিন ফের একবার বিরোধীদের প্রস্তাবিত ‘মহাজোট’-কে ‘মহাভেজাল’ বলে কটাক্ষ করেন মোদি। তিনি বলেন, ওই জোটের সবকটি মুখ মোদি, আদালত ও তদন্তকারী সংস্থাকে আক্রমণ করার প্রতিযোগিতায় নেমেছে।
মোদি স্মরণ করিয়ে দেন, এসব করে তাঁকে আটকানো যাবে না। তিনি বলেন, (বিরোধীরা) নিশ্চিত থাকতে পারে, এই ‘চৌকিদার’-এর ওপর কোনওপ্রকার হুমকি কাজ করবে না। এই ‘চৌকিদার’ থামবে না বা মাথা নত করবে না। এই দেশকে দুর্নীতিমুক্ত করতে আমাদের ‘সাফাই’ অভিযানকে আরও তীব্র করা হবে।