নয়াদিল্লি: বর্তমানে সীমিত ওভারের ফর্ম্যাটে  ভারতীয় দলের সহ-অধিনায়ক রোহিত শর্মা যে চার পেসারের বল খেলা সবচেয়ে কঠিন বলে জানিয়েছেন, তাঁদের অন্যতম ব্রেট লি। অস্ট্রেলিয়ার এই প্রাক্তন পেসার আবার তাঁর প্রিয় ব্যাটসম্যান হিসেবে বেছে নিলেন ভারতের প্রাক্তন তারকা ব্যাটসম্যান ভিভিএস লক্ষ্মণকে।


২০০১ সালে ইডেন টেস্টে ২৮১ রানের মহাকাব্যিক ইনিংস ছাড়াও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অনেকবার ভাল পারফরম্যান্স দেখিয়েছেন লক্ষ্মণ। সেই কারণেই সচিন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড়, বীরেন্দ্র সহবাগ লি-র প্রিয় ব্যাটসম্যান নন। তিনি এই জায়গাটা দিয়েছেন লক্ষ্মণকে।

এ বিষয়ে লি জানিয়েছেন, ‘লক্ষ্মণ বেপরোয়া ব্যাটিং করত। কোন বোলার কত জোরে বল করছে, ও তার পরোয়া করত না। সেই কারণেই ওকে বোলিং করা কঠিন ছিল। ও ছন্দে থাকলে বিপক্ষকে শেষ করে দিত। ও ক্রিজে কঠিন সময়ে কীভাবে টিকে থাকতে হবে, সেটা জানত। তারপর নিজের মতো করে খেলত। ওর বিরুদ্ধে বোলিং করা মজার বিষয় ছিল।’

২৯ টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৪৯.৬১ গড়ে ২,৪৩৪ রান করেন লক্ষ্মণ। শতরান ৬টি। একদিনের আন্তর্জাতিকেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাঁর রেকর্ড মোটেই খারাপ নয়। ২১টি ম্যাচে ৪৬.১৮ গড়ে তাঁর মোট রান ৭৩৩। শতরান চারটি।