নয়াদিল্লি : করোনার দ্বিতীয় ঢেউ ত্রাসের সঞ্চার করেছে সারা দেশে। হাসপাতালে বেড, ওষুধপত্র ও অক্সিজেনের অভাব হাহাকার তৈরি করেছে। এরইমধ্যে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন জানালেন, এই মুহূর্তে দেশে ৯ লক্ষেরও বেশি করোনা আক্রান্ত অক্সিজেন সাপোর্টে রয়েছেন। করোনা মহামারী নিয়ে এক আলোচনায় স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, দেশে এই মুহূর্তে ৭০,৮৪২ জন রোগী ভেন্টিলেশনে রয়েছেন। ৯,০২,২৯১ রোগী অক্সিজেন সাপোর্টে রয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, মোট আক্রান্তর ১.৩৪ শতাংশ আইসিইউ-তে রয়েছেন। অন্যদিকে, মোট আক্রান্তর ৩.৭০ শতাংশের অক্সিজেন সহায়তার প্রয়োজন হচ্ছে।


 হর্ষবর্ধনের এই বৈঠকে ছিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণমন্ত্রী হরদীপ সিংহ পুরী, কেন্দ্রীয় বন্দর, জাহাজ পরিবহণ ও জলপথমন্ত্রী মনসুখ মান্ড্যভিয়া ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই। এছাড়াও কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী অশ্বিনী চৌবে সহ অন্যান্যরা যোগ দিয়েছিলেন এই আলোচনায়।


বৈঠকে হর্ষবর্ধন দেশে চলতি করোনা টিকাকরণ অভিযান নিয়েও তথ্য জানিয়েছেন। তিনি লোকজনের কাছে আর্জি জানিয়ে বলেছেন, যাঁরা টিকার প্রথম ডোজ নিয়েছেন, তাঁরা অবশ্যই দ্বিতীয় ডোজ নিন। বৈঠকে অক্সিজেন সহ অন্যান্য প্রয়োজনীয় ওষুধের যোগান ও সরবরাহ নিয়েও আলোচনা হয়েছে। বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রকগুলিকে এ ব্যাপারে যথোচিত পদক্ষেপ গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে।


বৈঠকে এনসিডিসি-র নির্দেশক বিদেশের সঙ্গে সঙ্গে ভারতেও করোনা রোগীদের বর্তমান পরিস্থিতি নিয়ে তথ্য পেশ করেন। কীভাবে করোনার দ্বিতীয় ঢেউয়ের কবলে ছোট শহর ও গ্রামগুলি পড়েছে, সেই তথ্য জানান এনসিডিসি-র নির্দেশক।  


উল্লেখ্য,  দেশে করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতি অব্যাহত। ফের দৈনিক সংক্রমণ চার লক্ষ ছাড়াল। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যাণ অনুযায়ী, গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে আক্রান্তের সংখ্যা ৪,০৩,৭৩৮। এই নিয়ে পরপর চারদিন আক্রান্তের সংখ্যা থাকল চার লক্ষের বেশি।আর সবমিলিয়ে পাঁচবার দৈনিক আক্রান্তের সংখ্যা চার লক্ষ ছাড়াল।  গত ২৪ ঘণ্টায় করোনাকে হারিয়ে সুস্থের সংখ্যা ৩,৮৬,৪৪৪। গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ৪০৯২।


সবমিলিয়ে দেশে মোট আক্রান্তর সংখ্যা ২,২২,৯৬,৪১৪।  সুস্থ হয়েছেন ১,৮৩,১৭,৪০৪ জন। মোট মৃতের সংখ্যা ২,৪২,৩৬২। এই মুহূর্তে অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ৩৭,৩৬,৬৪৮।