নয়াদিল্লি: উত্তরপ্রদেশের সহারানপুর ও উত্তরাখণ্ডের হরিদ্বারে বিষমদ খেয়ে মৃতের সংখ্যা বেড়ে হল ৭৭। ৪০ জনেরও বেশি অসুস্থ। চিকিৎসা চলছে তাঁদের।এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ১৪ জন আধিকারিককে সাসপেন্ড করা হয়েছে।


পুলিশ সূত্রে খবর, মদের সঙ্গে ইঁদুরের বিষ মিশে যাওয়ার ফলে এই ঘটনা ঘটেছে। উত্তরপ্রদেশেই সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে। সহারানপুরে ৪৬ জন এবং কুশীনগরে ১৩ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এক মদ বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে। বিষমদ ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ১৫ দিন পুলিশ ও আবগারি বিভাগের যৌথ অভিযানের নির্দেশ দিয়েছেন আদিত্যনাথ। তিনি মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা এবং অসুস্থদের ৫০,০০০ টাকা করে সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছেন।