নয়াদিল্লি: ভারতে করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তির সংখ্যা বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হলেন ৮,৯০৯ জন। ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ২,০৭,৬১৫। আরও ২১৭ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা বেড়ে হল ৫ ,৮১৫।

স্বাস্থ্যমন্ত্রক সূত্রে খবর, এখনও পর্যন্ত ১,০১,৪৯৭ জন করোনা আক্রান্তের চিকিৎসা চলছে। সুস্থ হয়ে উঠেছেন ১,০০,৩০২। একজন অন্যত্র চলে গিয়েছেন। ৪৮.৩১ শতাংশ করোনা আক্রান্ত সুস্থ হয়ে উঠেছেন।

সারা বিশ্বে করোনা আক্রান্ত ও মৃতের তালিকায় সাত নম্বরে ভারত। এই তালিকার শীর্ষে মার্কিন যুক্তরাষ্ট্র। এরপর আছে যথাক্রমে ব্রাজিল, রাশিয়া, ব্রিটেন, স্পেন ও ইতালি।

ভারতে চার দফা লকডাউনের পর ‘আনলক ১’ শুরু হলেও, করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়েই চলেছে। গতকাল পশ্চিমবঙ্গে নতুন করে আক্রান্ত হন ৩৯৬ জন। মৃত্যু হয় ১০ জনের। মহারাষ্ট্রে মৃত্যু হয়েছে ১০৩ জনের। দিল্লিতে ৩৩, গুজরাতে ২৯ এবং তামিলনাড়ুতে ১৩ জনের মৃত্যু হয়েছে। মধ্যপ্রদেশে ৬ জনের মৃত্যু হয়েছে। রাজস্থান ও উত্তরপ্রদেশে পাঁচজন করে করোনার শিকার হয়েছেন। তেলঙ্গানায় মৃতের সংখ্যা চার। হরিয়ানা ও জম্মু-কাশ্মীরে দু’জন করে মারা গিয়েছেন। কেরল, চণ্ডীগড়, লাদাখ, পঞ্জাব ও উত্তরাখণ্ডে একজন করে মারা গিয়েছেন।

একদিনে ৮,৯০৯ জনের আক্রান্ত হওয়া ভারতে রেকর্ড। স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা মহারাষ্ট্রে। এই রাজ্যে আক্রান্ত ৭২,৩০০। তামিলনাড়ুতে আক্রান্ত ২৪,৫৮৬। অসমে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৮ জন। উত্তর-পূর্ব ভারতের এই রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১,৫৬১।