নয়াদিল্লি: কেরলের বন্যাত্রাণে একমাসের বেতন দান করার সিদ্ধান্ত নিলেন উপ-রাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু। এদিন দক্ষিণী রাজ্যের সার্বিক বন্যা-পরিস্থিতি নিয়ে একটি বৈঠকের পর এই সিদ্ধান্ত নেন তিনি।


টুইটারে নাইডু বলেন, ডেপুটি চেয়ারম্যান হরিবংশ সহ রাজ্যসভা ও উপ-রাষ্ট্রপতি সচিবালয়ের শীর্ষ পদাধিকারীদের সঙ্গে বন্যা-পরিস্থিতি পর্যালোচনা বৈঠক হয়। সেখানেই একমাসের বেতন দান করার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রসঙ্গত, উপ-রাষ্ট্রপতি হিসেবে মাসে ৪ লক্ষ টাকা বেতন পান ভেঙ্কাইয়া নাইডু।


https://twitter.com/VPSecretariat/status/1031418246333792256

কেরলের এই দুঃসময়ে পাশে দাঁড়িয়েছেন সুপ্রিম কোর্টের বিচারপতিরাও। এদিন প্রধান বিচারপতি দীপক মিশ্র জানান, শীর্ষ আদালতের বিচারপতিরাও ত্রাণ তহবিলে দান করবেন। এর আগে, এদিন একটি মামলার শুনানি চলাকালীন অ্যাটর্নি জেনারেল কে কে বেণুগোপাল বিচারপতিদের সামনে কেরলের ভয়ঙ্কর চিত্র তুলে ধরেন।


এরপরই প্রধান বিচারপতি, বিচারতি এ এম খানউইলকর ও বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ জানিয়ে দেয়, আমরাও ত্রাণ তহবিলে কিছু দান করছি। প্রসঙ্গত কেরলের বন্যা ত্রাণ তহবিলে এক কোটি টাকা দান করেছেন বেণুগোপাল। দেশের বহু শীর্ষ আইনজীবীরাও দান করেছেন।


এদিকে, বন্যাত্রাণ এগিয়ে এসেছে বিভিন্ন রাজ্যও। তহবিলে ৩ কোটি টাকা দান করেছে অসম সরকার। বন্যা-বিধ্বস্ত কেরলে ২,৫০০ টন চাল পাঠাচ্ছে ছত্তিশগড়। শিবনেসার সাংসদ-বিধায়করাও জানিয়েছেন, তাঁরা একমাসের বেতন দান করবেন।


এর পাশাপাশি, ২ কোটি টাকার বেশি মূল্যের ১০ লক্ষ রেডি-টু ড্রিঙ্ক দুধের প্যাকেট, ৫০০ টন পশুখাদ্য এবং ওষুধ পাঠিয়ে সহায়তা করছে গুজরাতের ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ড।