LIVE UPDATES: দিল্লিতে মৃত বেড়ে ২৭, আহত ২০০-রও বেশি

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 26 Feb 2020 11:48 PM
দিল্লির আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগপ্রকাশ করল সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশন। দিল্লির বাসিন্দাদের জীবন, সম্পত্তি ও সুস্থতা নিয়েও উদ্বেগপ্রকাশ করা হয়েছে।
দিল্লির আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগপ্রকাশ করল সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশন। দিল্লির বাসিন্দাদের জীবন, সম্পত্তি ও সুস্থতা নিয়েও উদ্বেগপ্রকাশ করা হয়েছে।
৩ দিনের লাগাতার অশান্তি এবং ২৪ জনের মৃত্যুর পর অবশেষে পথে নামতে হল জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালকে। হিংসা-বিধ্বস্ত মৌজপুরে কথা বললেন স্থানীয়দের সঙ্গে। হিংসা-বিধ্বস্ত এলাকা ঘুরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক।
সিএএ সংঘর্ষে জ্বলছে দিল্লি, মৃত বেড়ে ২৭। শুধু জিটিবি হাসপাতালেই ২৫ জনের মৃত্যু। চাঁদবাগে উদ্ধার নিখোঁজ আইবি কর্মীর মৃতদেহ। অশান্তিতে আহত দু’শোরও বেশি, অসংখ্য ব্যক্তি গুলিবিদ্ধ। লাগাতার সংঘর্ষে দিল্লিতে চলল ৬০০ রাউন্ড গুলি। উত্তর-পূর্ব দিল্লি জুড়ে কার্ফু, দেখা মাত্র গুলির নির্দেশ। কার্ফুর মধ্যেই অশান্ত দিল্লি, গোকুলপুরীতে আগুন।
সিএএ সংঘর্ষে জ্বলছে দিল্লি, মৃত বেড়ে ২৭। শুধু জিটিবি হাসপাতালেই ২৫ জনের মৃত্যু। চাঁদবাগে উদ্ধার নিখোঁজ আইবি কর্মীর মৃতদেহ। অশান্তিতে আহত দু’শোরও বেশি, অসংখ্য ব্যক্তি গুলিবিদ্ধ। লাগাতার সংঘর্ষে দিল্লিতে চলল ৬০০ রাউন্ড গুলি। উত্তর-পূর্ব দিল্লি জুড়ে কার্ফু, দেখা মাত্র গুলির নির্দেশ। কার্ফুর মধ্যেই অশান্ত দিল্লি, গোকুলপুরীতে আগুন।
লাগাতার হিংসায় জ্বলছে দিল্লি। লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এই পরিস্থিতিতে বিক্ষোভের রেশ আছড়ে পড়ল দিল্লির মুখ্যমন্ত্রীর বাসভবনেও। আজ ভোররাতে কেজরিওয়ালের বাসভবনে বিক্ষোভ দেখান জামিয়া মিলিয়ার প্রাক্তনী সংগঠন ও জামিয়া সমন্বয় কমিটির সদস্যরা। দিল্লির হিংসার চক্রীদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবিতে স্লোগান দেন তাঁরা।
দিল্লির হিংসার ঘটনা নিয়ে সরকারের সমালোচনা করে চলচ্চিত্র তারকা রজনীকান্ত বলেছেন, ‘এটা গোয়েন্দা ব্যর্থতা। ফলে স্বরাষ্ট্রমন্ত্রকও ব্যর্থ হয়েছে। শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানানো যেতেই পারে, কিন্তু হিংসাত্মক পথে আন্দোলন চলতে পারে না। হিংসা ছড়ালে শক্ত হাতে মোকাবিলা করতে হবে।’
দিল্লির হিংসার ঘটনা নিয়ে সরকারের সমালোচনা করে চলচ্চিত্র তারকা রজনীকান্ত বলেছেন, ‘এটা গোয়েন্দা ব্যর্থতা। ফলে স্বরাষ্ট্রমন্ত্রকও ব্যর্থ হয়েছে। শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানানো যেতেই পারে, কিন্তু হিংসাত্মক পথে আন্দোলন চলতে পারে না। হিংসা ছড়ালে শক্ত হাতে মোকাবিলা করতে হবে।’
দিল্লির হিংসার ঘটনা নিয়ে সরকারের সমালোচনা করে চলচ্চিত্র তারকা রজনীকান্ত বলেছেন, ‘এটা গোয়েন্দা ব্যর্থতা। ফলে স্বরাষ্ট্রমন্ত্রকও ব্যর্থ হয়েছে। শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানানো যেতেই পারে, কিন্তু হিংসাত্মক পথে আন্দোলন চলতে পারে না। হিংসা ছড়ালে শক্ত হাতে মোকাবিলা করতে হবে।’
উত্তর-পূর্ব দিল্লির স্পর্শকাতর অঞ্চলগুলি পরিদর্শন করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও উপ মুখ্যমন্ত্রী মণীশ শিসোদিয়া। তাঁরা স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলেন।
উত্তর-পূর্ব দিল্লির স্পর্শকাতর অঞ্চলগুলি পরিদর্শন করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও উপ মুখ্যমন্ত্রী মণীশ শিসোদিয়া। তাঁরা স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলেন।
উত্তর-পূর্ব দিল্লির স্পর্শকাতর অঞ্চলগুলি পরিদর্শন করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও উপ মুখ্যমন্ত্রী মণীশ শিসোদিয়া। তাঁরা স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলেন।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকের পর স্বরাষ্ট্রমন্ত্রক থেকে বেরিয়ে গেলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রকের সচিব অজয় কুমার ভাল্লা ও দিল্লির পুলিশ কমিশনাক অমূল্য পটনায়েক। এদিন স্পর্শকাতর এলাকাগুলি পরিদর্শনের পর ডোভাল স্বরাষ্ট্রমন্ত্রকে আসেন। ওই এলাকাগুলি পরিদর্শনের সময় ডোভাল বলেছিলেন যে, ‘মানুষের মধ্যে সংহতির অনুভূতি রয়েছে, কোনও শত্রুতা নেই। মুষ্টিমেয় কিছু দুষ্কৃতী এসব করছে। জনগন তাদের আলাদা করার চেষ্টা করছে। পুলিশএখানে রয়েছে এবং তাদের কাজ করছে। স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী আমরা এখানে। আশা করছি, এখানে শান্তি বজায় থাকবে’।
দিল্লি পুলিশ বুধবার সন্ধেয় জানিয়েছে, আজ হিংসার কোনও খবর পাওয়া যায়নি। দিল্লি পুলিশের পিআরও এমএস রনধাওয়া জানিয়েছেন, আজ কোনও হিংসার খবর নেই। তিনি বলেছেন, ১১২ নম্বরে যে কেউ তথ্য জানাতে পারেন। রনধাওয়া বলেছেন, উত্তর-পূর্ব দিল্লির হিংসা নিয়ে এখনও পর্যন্ত ১৮ টি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে ১০৬ জনকে। সিসিটিভি ফুটেজ ও অন্যান্য তথ্যপ্রমাণ রয়েছে এবং দুষ্কৃতীদের চিহ্নিত করার কাজ চলছে।



হিংসার বিরুদ্ধে দিল্লিতে পথে নামলেন কংগ্রেস কর্মীরা। প্রিয়ঙ্কা গাঁধী সহ কংগ্রেস নেতা ও কর্মীরা শান্তি মিছিল করেন। তাঁদের জনপথ রোডে থামানো হয়। তাঁরা গাঁধী স্মৃতির দিকে মিছিল করে যাচ্ছিলেন। পুলিশের ব্যারিকেডে আটকে রাস্তায় বসে অবস্থান কংগ্রেস নেতৃত্বের।
উত্তর-পূর্ব দিল্লির কিছু জায়গায় হিংসার ঘটনায় কংগ্রেস সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা বিজেপি ও বিজেপি নেতা কপিল মিশ্রর সমালোচনা করেছেন। তিনি শান্তি বজায় রাখতে মানুষের কাছে আর্জি জানান। মিছিল শুরু আগে প্রিয়ঙ্কা বলেন, ‘কপিল মিশ্রর বিরুদ্ধে কোনও ব্যবস্থা না নেওয়াটা তাঁর মন্তব্যের মতোই লজ্জাজনক’।
দিল্লিতে হিংসার ঘটনার পরিপ্রেক্ষিতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল (এনএসএ) বুধবার গেলেন উত্তর-পূর্ব দিল্লির ডিসিপি অফিসে। গতকাল তিনি জাফরাবাদ, সীলামপুর সহ উত্তর-পূর্ব দিল্লির অন্যান্য স্থান ঘুরে দেখেন এবং বিভিন্ন সম্প্রদায়ের নেতাদের সঙ্গে কথা বলেন। সরকারি সূত্রের খবর, হিংসা নিয়ন্ত্রণের ভার দেওয়া হয়েছে ডোভালকে। তিনি দিল্লির পরিস্থিতি সম্পর্কে নিরাপত্তা বিষয়ক ক্যাবিনেট কমিটি (সিসিএস)-কে অবহিত করবেন।
এদিনও তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। স্থানীয় বাসিন্দা এক মহিলাকে তিনি বলেন, সদ্ভাব বজায় রাখুন। আমাদের একটি দেশ, আমাদের সবাইকে একসঙ্গে থাকতে হবে। দেশকে একযোগে এগিয়ে নিয়ে যেতে হবে।
দিল্লির হিংসা বিষয়ে দিল্লি হাইকোর্টে শুনানি : হাইকোর্ট ক্ষতিগ্রস্থদের তাত্ক্ষণিক সাহায্যের জন্য হেল্পলাইন খোলার নির্দেশ দিল। ক্ষতিগ্রস্থদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্স সরবরাহ করতে হবে। আদালত ক্ষতিগ্রস্তদের প্রাথমিক সুবিধা দেওয়ার পাশাপাশি পুনর্বাসন দেওয়ারও নির্দেশ দিয়েছে।
Delhi violence matter in Delhi High Court: High Court directs to set up helplines for immediate help for victims, private ambulances to be provided for safe passage of victims. Court also directs set up of shelters for rehabilitation along with basic facilities. https://t.co/Z08ji92G32— ANI (@ANI) February 26, 2020
সিএএ-সংঘর্ষে জ্বলছে উত্তর-পূর্ব দিল্লি। টানা তিন দিন সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২২। গত কয়েকদিনে ৬০০ রাউন্ড গুলি লেছে বলে দাবি দিল্লি পুলিশের। সংঘর্ষে জখমের সংখ্যা দুশ ছুঁইছুঁই। শুধুমাত্র গুরু তেগ বাহাদুর হাসপাতালেই ২০ জনের মৃত্যু হয়েছে। লোকনায়ক জয়প্রকাশ হাসপাতালে মৃত্যু হয়েছে আরও এক আহতর। চারবাগের নালায় মিলেছে নিখোঁজ আইবি কর্মী অঙ্কিত শর্মার দেহ। বিক্ষোভকারীরা অঙ্কিতকে টেনে নিয়ে গিয়েছে বলে দাবি পরিবারের। গতকাল সন্ধে থেকে খোঁজ মিলছিল না অঙ্কিতের।
দিল্লি সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে ২১
দিল্লি পুলিশের ৫ আইপিএস অফিসারের বদলি। এসডি মিশ্র অ্যাডিশনাল সিপি (রোহিণী) - কে এখন অ্যাডিশনাল সিপি ট্রাফিক হিসাবে বহাল করা হয়েছে, এমএস রন্ধাওয়া অ্যাডিশনাল সিপি (মধ্য দিল্লি)-কে অ্যাডিশনাল সিপি (অপরাধ) পদে আনা হল, পি মিশ্র ডিসিপি (ইওডাব্লু)-কে ডিসিপি (রোহিনী) পদে বহাল করা হল। এস ভাটিয়া ডিসিপি আইজিআই এয়ারপোর্টকে মধ্য দিল্লির ডিসিপি পদে বহাল করা হল।
কংগ্রেস সভাপতি সনিয়া গাঁধীর বক্তব্য দুর্ভাগ্যজনক ও নিন্দনীয়। এই সময়ে সব দলের উচিত শান্তি বজায় রাখার চেষ্টা করা। তার পরিবর্তে সরকারকে দোষ দেওয়া নোংরা রাজনীতি। এই সময় হিংসার রাজনীতি করা অনুচিত। মন্তব্য কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভরেকরের।
‘শান্তি ও সম্প্রীতি আমাদের নৈতিক আদর্শ। দিল্লির বোন এবং ভাইদের প্রতি সর্বদা শান্তি ও ভ্রাতৃত্বভাব বজায় রাখার জন্য আবেদন করছি। শান্তি ও স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনাই এখন মূল লক্ষ্য হোক।’ , ট্যুইট বার্তা মোদির।

‘দিল্লির বিভিন্ন অঞ্চলের পরিস্থিতি নিয়ে একটি বিস্তৃত পর্যালোচনা করা হয়েছে। পুলিশ ও অন্যান্য সংস্থাগুলি শান্তি ও স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনার লক্ষ্যে কাজ করছে।’, ট্যুইট মোদির
‘আমি দিল্লির জনগণকে আবেদন করছি, হিংসায় লিপ্ত হবেন না। সাবধানতা অবলম্বন করুন এবং শান্তি বজায় রাখুন। উত্তর প্রদেশের আমাদের কর্মীদের বলেছি যে সেখানে যদি হিংসা ছড়িয়ে পড়ে তবে শান্তি বজায় রাখতে তাদের যথাসাধ্য চেষ্টা করুন।’, জানালেন প্রিয়ঙ্কা গাঁধী।
পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে, গুজব ছড়াবেন না। দিল্লি বাসীর কাছে আর্জি পুলিশের।

শাহদারের উসমানপুর এলাকায় আমন কমিটির সঙ্গে বৈঠক করলেন দিল্লি পুলিশ আধিকারিকরা।
দিল্লি পুলিশের তরফে জানানো হয়েছে, দিল্লি পুলিশের আধিকারিকরা, কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী বিভিন্ন জায়গায় টহল দিচ্ছে। চলছে তল্লাশি। ৬৬ নম্বর সড়ক, ব্রহ্মপুরী রোড ইত্যাদি এলাকার পরিস্থিতি স্বাভাবিক করতেই এই উদ্যোগ।
শুনে নিন দিল্লির পরিস্থিতি নিয়ে সনিয়া গাঁধীর বক্তব্য।

ইনটেলিজেন্স ব্যুরো অফিসার অঙ্কিত শর্মার দেহ উদ্ধার। আজ উত্তর পূর্ব দিল্লির চাঁদ বাগ এলাকায় পাওয়া গিয়েছে দেহ।

দিল্লি হাইকোর্টের কোর্টরুমে দিল্লি হিংসার নাটকীয় শুনানি। উস্কানিমূলক মন্তব্য নিয়ে পুলিশের ভূমিকায় অসন্তোষ। কপিল মিশ্রর উস্কানিমূলক মন্তব্যের ভিডিও ক্লিপ কোর্টরুমে। ‘কপিল মিশ্রের মন্তব্য কেন দেখেনি পুলিশ? ভিডিও ক্লিপে দেখা যাচ্ছে ডিসিপি নর্থ ইস্টকে পুলিশ কমিশনারের ঘরে একাধিক টিভি আছে। তিনিও কি কপিল মিশ্রর মন্তব্য দেখতে পাননি?’ সলিটর জেনারেলকে প্রশ্ন দিল্লি হাইকোর্টের।
‘যাঁরা উস্কানিমূলক বক্তৃতা দিয়েছেন তাঁদের বিরুদ্ধে এফআইআর করতে পুলিশ কমিশনারকে পরামর্শ দিন’, সলিসিটর জেনারেলকে নির্দেশ হাইকোর্টের। জবাব দিতে দুপুর আড়াইটে পর্যন্ত সময় চাইলেন সলিসিটর জেনারেল তুষার মেহতা।
নজর রাখব সনিয়া কী কী বললেন -
- দিল্লির হিংসা পরিকল্পিত ষড়যন্ত্র
- উস্কানিমূলক ভাষণের জেরে পরিস্থিতি খারাপ হয়েছে
- বিজেপি নেতাদের উস্কানিমূলক মন্তব্যে পরিস্থিতি এমন হয়েছে।
- মৃতদের পরিবারের প্রতি রইল গভীর সমবেদনা
- সব আহত ব্যক্তি দ্রুত সুস্থ হোন, এই কামনা করি।
- কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ইস্তফা দেওয়া উচিত।
- দেশের রাজধানী ট্র্যাজেডির শিকার।
- এতদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কোথায় ছিলেন?
- দিল্লির মুখ্যমন্ত্রী কোথায় ছিলেন?
- দিল্লি ভোটের পর গোয়েন্দা সংস্থা কী করেছে?’
-দিল্লির পরিস্থিতি খারাপ হতে দেখেও কেন আধাসেনা ডাকা হয়নি?’
- প্রতি মহল্লায় সব সম্প্রদায়কে নিয়ে কমিটি গড়া উচিত।
দিল্লিতে সাংবাদিক বৈঠকে কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সনিয়া গাঁধী।
দিল্লির পুলিশ কমিশনার, অমূল্য পট্টনায়েক জানালেন, উত্তর-পূর্ব দিল্লির পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক এখন। সিনিয়র অফিসাররা দফায় দফায় এলাকায় যাচ্ছেন। অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে। মানুষের মধ্যে আত্মবিশ্বাস ফিরিয়ে আনার অনেক উদ্যোগ নেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার চেষ্টা চলছে।
স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে খবর , বর্তমান পরিস্থিতিতে দিল্লিতে এই মুহূর্তে সেনা মোতায়েন করার দরকার নেই। সেনা মোতায়েনের দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রককে চিঠি দেন দিল্লির মুখ্যমন্ত্রী কেজরীবাল।
দিল্লি সংঘর্ষে হতাহতদের সম্পর্কে জানতে কয়েকটি ফোন নম্বর প্রকাশ করল দিল্লি পুলিশ। দেখে নিন আলিকা।
দিল্লি পুলিশের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করলেন সুপ্রিম কোর্টে বিচারপতি কে এম জোসেফ। তিনি বলেন, পরিস্থিতি সামলাতে পুলিশের আরও তৎপর হওয়ার প্রয়োজন ছিল।
দিল্লি পুলিশের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করলেন সুপ্রিম কোর্টে বিচারপতি কে এম জোসেফ। তিনি বলেন, পরিস্থিতি সামলাতে পুলিশের আরও তৎপর হওয়া প্রয়োজন ছিল।
আজ বৈঠকে বসছে কেন্দ্রীয় মন্ত্রিসভা।
স্পেশ্যাল পুলিশ কমিশনার (আইনশৃঙ্খলা) এসএন শ্রীবাস্তব এবং স্পেশ্যাল পুলিশ কমিশনার (অপরাধ) সতীশ গোলচা জাফরাবাদ এলাকা পরিদর্শন করেছেন। এসএন শ্রীবাস্তব গতকাল স্পেশ্যাল সিপি হিসাবে নিযুক্ত হন।
২৪ ফেব্রুয়ারি আগুন লেগেছিল দিল্লির গোকূলপুরীর টায়ার মার্কেটে। সেখানে এখনও আগুন নেভানোর কাজ চালাচ্ছেন দমকলকর্মীরা।
Delhi: A team of Fire Department is conducting cooling operation at the tyre market in Gokulpuri area; the market was set ablaze on 24th February. #DelhiViolence pic.twitter.com/2VvzvZPavM— ANI (@ANI) February 26, 2020
শাহিন বাগ মামলা : ২৩ মার্চ পরবর্তী শুনানির দিন দিল সুপ্রিম কোর্ট । দিল্লির শাহিন বাগ থেকে নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে বিক্ষোভকারীদের সরানোর আবেদনের শুনানি ছিল আদালতে।
দিল্লি-সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে ২০, খবর পিটিআই সূত্রে।

পরিস্থিতি উদ্বেগজনক। পুলিশ, তার সমস্ত প্রচেষ্টা সত্ত্বেও পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছে না, জানালেন মুখ্যমন্ত্রী কেজরীবাল। তিনি বলেন, সেনাবাহিনী নামানো প্রয়োজন। অবিলম্বে ক্ষতিগ্রস্থ অন্যান্য অংশে কারফু জারি করা উচিত। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠিও দিচ্ছেন তিনি।

Delhi CM: Situation is alarming. Police, despite all its efforts, is unable to control the situation & instill confidence. Army should be called in & curfew should be imposed in rest of affected areas immediately. I am writing to the Home Minister to this effect. (file pic) pic.twitter.com/x9eifxSX3T— ANI (@ANI) February 26, 2020
মঙ্গলবার দুপুরে মৌজপুরে আবারও ছড়িয়ে পড়ে অশান্তির আগুন। মৌজপুর রোডে একের পর বাইকে আগুন ধরিয়ে দেওয়া হয়।
আজ সকালে সেখানে নিরাপত্তার দায়িত্বে মোতায়েন আধা সেনা ও পুলিশ।
দিল্লির হিংসা নিয়ন্ত্রণে আনার দায়িত্ব এনএসএ অজিত দোভালকে দেওয়া হয়েছে। তিনি পরিস্থিতি সম্পর্কে প্রধানমন্ত্রীকে পুঙ্খানুপুঙ্খ জানাবেন। গত রাতে দোভাল জাফরাবাদ, সিলামপুর এবং অন্যান্য অংশ পরিদর্শন করেন।
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল জানিয়েছেন, রাজধানীতে আইন শৃঙ্খলার পরিস্থিতি এরকম থাকতে দেওয়া যায় না এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পর্যাপ্ত সংখ্যক পুলিশ এবং আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে।

তেগ বাহাদুর হাসপাতালের এমডি সুনীল কুমার গৌতম জানিয়েছেন, দিল্লি হিংসায় মৃতের সংখ্যা বেড়ে হল ১৮
সিএএ-সংঘর্ষে জ্বলছে উত্তর-পূর্ব দিল্লি। টানা তিন দিন সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৭, খবর এএনআই সূত্রে। জখমের সংখ্যা ১৯০। গতকাল রাতেও কয়েকটি জায়গায় গাড়িতে আগুন ধরানো হয়।

দেখুন আজ জাফরাবাদ মেট্রো স্টেশনের ছবি। কাল রাতে বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়া হয় এই এলাকা থেকে।


মৌজপুর, সীলমপুর এবং গোকুলপুরী থেকে আজ সকালের ছবি। সব এলাকায় নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে।
জামিয়া মিলিয়া ইসলামিয়া প্রাক্তন ছাত্র সংগঠন ও জামিয়া মিলিয়া ইসলামিয়া কোঅর্ডিনেশন কমিটির সদস্যরা মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালের বাড়ির বাইরে বিক্ষোভ দেখায়। দিল্লির হিংসা পরিস্থিতি সামলাতে ব্যবস্থা গ্রহণ এবং শান্তি পুনরুদ্ধারের দাবিতে তাঁদের এই জমায়েত। পরে বিক্ষোভকারীদের হঠিয়ে দেয় পুলিশ।

Delhi: Alumni Association of Jamia Millia Islamia (AAJMI) and Jamia Coordination Committee organise a demonstration outside Chief Minister Arvind Kejriwal's residence. People have gathered here demanding action against #DelhiViolence and seeking restoration of peace. pic.twitter.com/pwMwAZETPe— ANI (@ANI) February 25, 2020

অমিত শাহ আহত শাহদারা ডিসিপি অমিত শর্মার পরিবারের সাথে কথা বলেছেন এবং তার স্বাস্থ্যের বিষয়ে খোঁজখবর নিয়েছেন।
Union Home Minister Amit Shah has spoken to the family of the injured Shahdara DCP (Deputy Commissioner of Police) Amit Sharma and inquired about his health. #DelhiViolence pic.twitter.com/4rZqkKbYWR— ANI (@ANI) February 26, 2020
দিল্লি মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে আজ পরিষেবা স্বাভাবিক।
গভীর রাতে সীলমপুর, জাফরাবাদ, মৌজপুর, গোকুলপুরী চকের মতো অশান্ত এলাকা পরিদর্শেন যান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। তার আগে দিল্লি পুলিশের পদস্থ কর্তাদের সঙ্গে তিনি বৈঠক করেন।
সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন জানিয়েছে,
দিল্লি সরকারের শিক্ষা দফতরের অনুরোধে, শিক্ষার্থী, শিক্ষা কর্মী ও অভিভাবকদের অসুবিধা এড়াতে বোর্ড দিল্লির উত্তর পূর্ব অংশে নির্ধারিত দশম ও দ্বাদশ শ্রেণির ২৬ ফেব্রুয়ারির পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে।
দিল্লি-সংঘর্ষে নিহত কনস্টেবল রতন লালের দেহ রাজস্থানে ফিরতেই বিক্ষোভ। পুলিশকর্মী শহিদের মর্যাদা ও স্ত্রীর চাকরির দাবিতে দিল্লি-বিকানের হাইওয়ে অবরোধ এলাকাবাসীর।
দিল্লির হিংসা নিয়ে মধ্যরাতে শুনানি। আহতদের দ্রুত বড় হাসপাতালে ভর্তি করতে দিল্লি পুলিশকে নির্দেশ বিচারপতির। মঙ্গলবার রাত সাড়ে বারোটা নাগাদ বিচারপতি এস মুরলীধরের বাড়িতে শুরু হয় জরুরি ভিত্তিতে শুনানি। উপস্থিত ছিলেন দিল্লি হাইকোর্টের অপর বিচারপতি জি এস সিস্তানি এবং দিল্লি পুলিশের পদস্থ কর্তারা। সংঘর্ষে আহতদের একাংশ ভর্তি আল হিন্দি হাসপাতালে। বিচারপতির ঘর থেকে হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে কথা বলে পুলিশ। তারপরই পরিকাঠামোযুক্ত বড় হাসপাতালে আহতদের ভর্তির নির্দেশ দেন বিচারপতি। সেই মতো রাতেই আল হিন্দ হাসপাতাল থেকে আহতদের অন্যত্র ভর্তির ব্যবস্থা করে পুলিশ। এই নিয়ে আজ হাইকোর্টে রিপোর্ট দিতে হবে দিল্লি পুলিশকে।

প্রেক্ষাপট

নয়াদিল্লি: তিনদিন পর এখও অগ্নিগর্ভ উত্তর-পূর্ব দিল্লি। মঙ্গলবার দিনভর রাস্তায় রাস্তায় চলে পাথরবৃষ্টি। আগুন লাগানো হয় দোকানপাট, গাড়ি, বাইকে। হিংসায় ইতিমধ্যে মৃত্যু হয়েছে এক পুলিশকর্মী সহ তেরোজনের। আহত দু’শোর কাছাকাছি।
রবি, সোমের পর মঙ্গলবার। টানা তিনদিন ধরে জ্বলে উত্তর-পূর্ব দিল্লি।
রাজধানীর রাস্তায় আগুন, আকাশে কালো ধোঁয়ার কুণ্ডলী। গত তিনদিনে অশান্তির এই আগুন ছড়িয়ে পড়েছে জাফরাবাদ, বাবরপুর, মৌজপুর, করদমপুরী, গোকুলপুরী, ভজনপুরা, চাঁদবাগ, করাওয়ালপুর সহ বিভিন্ন জায়গায়।
কোথাও পুলিশের সামনেই আগ্নেয়াস্ত্র হাতে দাপিয়ে বেড়িয়েছে দুষ্কৃতী। কোথাও চলছে মুড়ি-মুড়কির মতো পাথরবৃষ্টি। কোথাও পুড়িয়ে ছাই করে দেওয়া হয়েছে পুলিশ ফাঁড়ি।
সোমবার রাতে গোকুলপুরীতে একটি টায়ার মার্কেটে আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতীরা। মঙ্গলবার সকালেও সেই আগুন নেভেনি। আকাশ ঢেকে ছিল কালো ধোঁয়ার কুন্ডলীতে। মঙ্গলবার বেলা গড়াতে উত্তপ্ত হয়ে ওঠে ভজনপুরা। বড় রাস্তা দিয়ে দল বেঁধে ছুটে যেতে দেখা যায় একদল তরুণকে। কিছুক্ষণের মধ্যেই রাস্তার ওপর হাতাহাতিতে জড়ায় দুই গোষ্ঠী। মুখে রুমাল বাঁধা এক তরুণকে
মৌজপুরে মঙ্গলবার সকালে দফায় দফায় পাথরবৃষ্টি চলে। মৌজপুর রোডে একের পর বাইকে আগুন ধরিয়ে দেওয়া হয়।
প্রায় একই ছবি দেখা যায় কবীরনগরেও। জ্যোতিনগরে পরপর দোকানে আগুন ধরিয়ে দেওয়া হয়। জাফরাবাদেও পুড়িয়ে ছাই করে দেওয়া হয়েছে দোকানপাট। যে কয়েকটি দোকান বেঁচেছে, সেগুলির শাটার বন্ধ।
হিংসায় গত তিনদিনে ১৩ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে রয়েছেন দিল্লি পুলিশের হেড কনস্টেবল রতন লাল। মৃত পাঁচজনের নাম জানা গিয়েছে। এরা হলেন শাহিদ, মহম্মদ ফুকরান, রাহুল সোলাঙ্কি, নাজিম, বিনোদ। বাকি সাতজনের পরিচয় এখনও মেলেনি।
লাগাতার হিংসার ছবি দেখে ইতিমধ্যেই দিল্লি ছাড়তে শুরু করেছেন, অন্য রাজ্য থেকে কাজের খোঁজে আসা যুবকরা।
দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া জানিয়েছেন, হিংসাবিধ্বস্ত উত্তর-পূর্ব দিল্লিতে বুধবার স্কুল বন্ধ থাকবে। সিবিএসই-র অনুরোধ জানানো হয়েছে, বুধবারের পরীক্ষা পিছিয়ে দেওয়ার জন্য।
জাফরাবাদ মেট্রো স্টেশনের কাছে যে জায়গায় সিএএ-র প্রতিবাদে বিক্ষোভ চলছিল, সেই জায়গাও মঙ্গলবার রাতে খালি করে দেওয়া হয়। এর মধ্যে মঙ্গলবারই দিল্লি পুলিশের স্পেশাল কমিশনার (আইনশৃঙ্খলা) পদে নিযুক্ত করা হয়েছে আইপিএস অফিসার এস এন শ্রীবাস্তবকে। হিংসা থামাতে উত্তর-পূর্ব দিল্লির চারটি থানা এলাকায় দেখামাত্র গুলির নির্দেশ জারি করল পুলিশ।
অগ্নিগর্ভ পরিস্থিতির খবর সংগ্রহে গিয়ে আহত হয়েছেন অন্তত পাঁচ জন সাংবাদিক। একটি স্থানীয় টিভি চ্যানেলের এক সাংবাদিককে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে বলে অভিযোগ। তাঁকে মারধরও করা হয়েছে। তিনি হাসপাতালে চিকিৎসাধীন।
জাফরাবাদ মৌজপুর, বাবরপুর, গোকুলপুরী, জোহরি এনক্লেভ এবং শিব বিহার মেট্রো স্টেশন বন্ধ রাখা হয়েছিল দিনভর। এই স্টেশনগুলির গেট বন্ধ করে রাখার পাশাপাশি ট্রেনও চালানো হয়নি।
দিল্লির পরিস্থিতির খবর সম্প্রচারের ক্ষেত্রেও নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক। হিংসায় মদত যোগাতে পারে এমন খবর ও ভিডিও সম্প্রচারের ক্ষেত্রে টিভি চ্যানেলগুলিকে সাবধানতা অবলম্বনের কথা বলা হয়েছে ওই নির্দেশিকায়।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.