LIVE UPDATES করোনাভাইরাস: মানবিক বিষয় নিয়েও রাজনীতি করছে পাকিস্তান, তোপ ভারতের

ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১০৮। ২৪ ঘণ্টার মধ্যে আক্রান্তের সংখ্যা একলাফে অনেকটাই বেড়ে গিয়েছে।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 15 Mar 2020 09:11 PM

প্রেক্ষাপট

নয়াদিল্লি: দক্ষিণ-এশিয়া অঞ্চলে, মধ্য়ে নোভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে এবং তরা মোকাবিলা করতে আজ বিকেলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সার্ক-গোষ্ঠীভুক্ত দেশগুলির সঙ্গে আলোচনায় বসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিদেশমন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার লেখেন, সর্বজনীন...More

সার্ক গোষ্ঠীভূক্ত দেশগুলির মধ্যে একমাত্র পাকিস্তানের রাষ্ট্রপ্রধানই করোনা ভাইরাস মোকাবিলায় ভিডিও কনফারেন্সে যোগ দেয়নি। ইমরান খান সরকারের এই আচরণের নিন্দা করে ভারত বলেছে, ‘পাকিস্তান তাদের স্বাস্থ্যমন্ত্রীকে পাঠিয়েছিল যিনি কথা বলতে অস্বস্তিবোধ করছিলেন। তাঁকে একটি স্লিপ দেওয়া হয়েছিল। এটা অভদ্র আচরণ। এটা মানবিক বিষয়। পাকিস্তান মানবিক বিষয় নিয়েও রাজনীতি করছে। নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি হাসপাতাল থেকে একদিন আগেই ছাড়া পেয়েছেন। তিনিও ভিডিও কনফারেন্সে যোগ দেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ছাড়া সার্কের সব দেশের নেতাই যোগ দেন।’