মুম্বই: জাত সংক্রান্ত শংসাপত্র জাল করার অভিযোগে মহারাষ্ট্রের নির্দল সাংসদ নবনীত কউর রানার ২ লক্ষ টাকা জরিমানা হল। আজ এই জরিমানার নির্দেশ দিয়েছে বম্বে হাইকোর্ট। আদালত অবশ্য এই সাংসদকে বরখাস্ত করার বিষয়ে কিছু বলেনি। তবে ভোটে প্রার্থী হওয়ার সময় নির্বাচন কমিশনে যে হলফনামা জমা দিয়েছিলেন নবনীত, তাতে তিনি জাত বিষয়ক জাল শংসাপত্র জমা দেওয়ায় সাংসদ পদ খারিজ হয়ে যাওয়ার কথা।


অভিনেত্রী নবনীত ২০১৯-এর লোকসভা ভোটে জিতে প্রথমবার সাংসদ হয়েছেন। তিনি মহারাষ্ট্রের বিদর্ভ অঞ্চলের দ্বিতীয় বৃহত্তম শহর অমরাবতীর সাংসদ। ৩৫ বছর বয়সি এই মহিলা সাতটি ভাষায় কথা বলতে পারেন। মহারাষ্ট্রের আটজন মহিলা সাংসদের অন্যতম তিনি।


নবনীতের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন প্রাক্তন সাংসদ ও শিবসেনা নেতা আনন্দরাও আদসুল। এ বছরের মার্চে নবনীত অভিযোগ করেন, লোকসভার লবিতে তাঁকে হুমকি দিয়েছেন শিবসেনা সাংসদ অরবিন্দ সাবন্ত। লোকসভায় মহারাষ্ট্র সরকারের বিরুদ্ধে কথা বলার জন্য তাঁর জেল হবে বলে হুমকি দেওয়া হয় বলে দাবি করেন নবনীত। তিনি লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে অভিযোগ দায়ের করেন, তাঁকে ফোন করে এবং শিবসেনার লেটারহেডে চিঠি লিখে অ্যাসিড হামলার হুমকি দেওয়া হয়েছে।


লোকসভায় মহারাষ্ট্রের সাসপেন্ড ও পরে গ্রেফতার হওয়া পুলিশ আধিকারিক সচিন ওয়াজের প্রসঙ্গ উত্থাপন করেন নবনীত। মুকেশ অম্বানির বাসভবনে বোমাতঙ্ক এবং ঠানের ব্যবসায়ী মনসুখ হীরনের রহস্যমৃত্যুর সঙ্গে জড়িত থাকার দায়ে গ্রেফতার হয়েছেন সচিন। লোকসভায় নবনীত অভিযোগ করেন, মুম্বইয়ের প্রাক্তন পুলিশ কমিশনার পরমবীর সিংহের দুর্নীতির অভিযোগের পরিপ্রেক্ষিতে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের পদত্যাগ করা উচিত। এই কারণেই তাঁকে শিবসেনা নেতা-কর্মীরা হুমকি দিচ্ছেন বলে দাবি নবনীতের। যদিও শেষপর্যন্ত নবনীতেরই সাংসদ পদ খারিজ হতে বসেছে। আদালত এ বিষয়ে কিছু না বললেও, নির্বাচন কমিশন এ বিষয়ে পদক্ষেপ নেবে বলেই মনে করছে রাজনৈতিক মহল। যদিও শেষপর্যন্ত কী হবে, সেটা এখনই বলা যাচ্ছে না।