নয়াদিল্লি: ভারতে করোনা ভাইরাসের ভ্যাকসিন তৈরির বিষয়ে গবেষণা চালাচ্ছে একাধিক সংস্থা। এরই মধ্যে এবার সিরাম ইনস্টিটউটের সঙ্গে যৌথ উদ্যোগে ভ্যাকসিন তৈরির বিষয়ে কাজ করার কথা ঘোষণা করল মার্কিন যুক্তরাষ্ট্রের সংস্থা নোভাভ্যাক্স। এই সংস্থাটি ২০২১ পর্যন্ত বার্ষিক ২০০ কোটি ডোজ ভ্যাকসিন সরবরাহ করবে বলে জানা গিয়েছে।
নোভাভ্যাক্সের প্রেসিডেন্ট ও চিফ এগজিকিউটিভ অফিসার সি এর্ক জানিয়েছেন, ‘আমাদের করোনার ভ্যাকসিন সরবরাহ করার বিষয়ে সিরাম ইনস্টিটিউটের সঙ্গে চুক্তি হয়েছে। আমরা জরুরি ভিত্তিতে ভ্যাকসিন তৈরির বিষয়ে কাজ চালাচ্ছি। ক্লিনিক্যাল ট্রায়াল দ্বিতীয় পর্যায়ে রয়েছে। কিছুদিনের মধ্যেই তৃতীয় পর্যায়ের ট্রায়াল শুরু হবে বলে আশা করছি।’
এর আগে গত মাসে ভারত এবং নিম্ন ও মধ্য আয়ের দেশগুলিতে অন্তত ১০০ কোটি ডোজ ভ্যাকসিন পাঠানোর বিষয়ে চুক্তি করে নোভাভ্যাক্স। এবার ভ্যাকসিনের ডোজ বাড়ানোর বিষয়ে নতুন করে চুক্তি হল। সিরাম ইনস্টিটিউট ভ্যাকসিন তৈরি করলে অক্টোবরের দ্বিতীয়ার্ধ থেকে ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হতে পারে।
আইসিএমআর-এর ডিরেক্টর জেনারেল বলরাম ভার্গব বলেছেন, ‘ভারতে এখন তিনটি ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল চলছে। ক্যাডিলা ও ভারত বায়োটেকের প্রথম পর্যায়ের ট্রায়াল ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। সিরাম ইনস্টিটিউট দ্বিতীয় পর্যায়ের ট্রায়াল শেষ করেছে।’
নোভাভ্যাক্স ছাড়াও ফাইজার, মোডার্নার মতো সংস্থাগুলিও করোনার ভ্যাকসিন তৈরির বিষয়ে গবেষণা চালাচ্ছে।