দেশের বিভিন্ন ঐতিহ্যবাহী শিল্প পুনরুজ্জীবিত করার লক্ষ্যে এই ‘হুনার হাট’ আয়োজন করা হয়েছে। ২৩ তারিখ পর্যন্ত চলবে এই হাট। দেশের বিভিন্ন অংশের শিল্পীরা এই হাটে যোগ দিয়েছেন। বিভিন্ন বাদ্যযন্ত্র, হস্তশিল্প, খাবার রয়েছে এখানে। যাঁরা যোগ দিয়েছেন, তাঁদের ৫০ শতাংশেরও বেশি মহিলা। লিট্টি-চোখা ও চা খাওয়ার পাশাপাশি বাদ্যযন্ত্র বাজিয়েও দেখেন মোদি। তাঁর হাটে যাওয়ার খবর ছড়িয়ে পড়তেই বহু মানুষ সেখানে যান।
সংখ্যালঘু বিষয়ক মন্ত্রক সূত্রে খবর, শুধু দিল্লিতেই নয়, দেশের অন্যত্রও শিল্পীদের উৎসাহ দিতে এই ধরনের হাট আয়োজন করা হচ্ছে।