১৯৮৪-র ৩১ অক্টোবর ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গাঁধী দেহরক্ষীদের গুলিতে নিহত হওয়ার পর প্রধানমন্ত্রী হন রাজীব। তখন তাঁর বয়স ছিল ৪০ বছর। তিনিই ভারতের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী। ১৯৯১ সালে তামিলনাড়ুতে একটি জনসভায় এলটিটিই জঙ্গিদের আত্মঘাতী বিস্ফোরণে নিহত হন রাজীব। আজ বীরভূমিতে গিয়ে তাঁকে শ্রদ্ধা জানান রাহুল, ইউপিএ চেয়ারপার্সন সনিয়া গাঁধী, প্রিয়াঙ্কা গাঁধী বঢরা সহ কংগ্রেস নেতা-নেত্রীরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ট্যুইট করে রাজীবের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেছেন।