নয়াদিল্লি: রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অপরিবর্তিত রাখল রেপো রেট, রিভার্স রেপো রেট, এমএসএফ রেট। কোনও পরিবর্তন না হওয়ায় রেপো রেট ৪ শতাংশ থাকবে। এমএসএফ রেট ও ব্যাঙ্ক রেটে বদল না হওয়ায় সেগুলি ৪.২৫ শতাংশই থাকবে। রিভার্স রেটও অপরিবর্তিত ৩.৫৫ শতাংশই থাকবে। এদিন ঋণ নীতি ঘোষণা করতে গিয়ে এ কথা জানয়েছেন আরবিআইয়ের গভর্নর শক্তিকান্ত দাস।এই নিয়ে পরপর ছয়বার এই হার অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাঙ্ক।


রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর বলেছেন, ২০২১-২২ অর্থবর্ষে ৯.৫ শতাংশ জিডিপি বৃদ্ধির হারের পূর্বাভাস রয়েছে। এই হার প্রথম ত্রৈমাসিকে ১৮.৫ শতাংশ, দ্বিতীয় ত্রৈমাসিকে ৭.৯ শতাংশ ও তৃতীয় ত্রৈমাসিকে ৭.২ শতাংশ ও চতুর্থ ত্রৈমাসিকে ৬.৬ শতাংশ থাকবে বলে অনুমান। সিপিআই মুদ্রাস্ফীতির হার চলতি অর্থ বর্ষে ৫.১ শতাংশ থাকবে বলে পূর্বাভাস। 


শক্তিকান্ত দাস আরও বলেছেন, বর্ষা স্বাভাবিক হওয়ায় তা অর্থ ব্যবস্থার হাল ফেরানোর পক্ষে সহায়ক হবে। মুদ্রাস্ফীতির হার সম্প্রতি নিম্নমুখী হয়েছে। এতেও অর্থ ব্যবস্থার ক্ষেত্রে কিছু সুযোগ তৈরি হয়েছে। আর্থিক বৃদ্ধির হার শুধরানোর ক্ষেত্রে সবার সহযোগিতার প্রয়োজন।


আরবিআই চলতি অর্থবর্ষে আর্থিক বৃদ্ধির হারের পূর্বাভাসে কাটছাঁট করেছে। এর আগে চলতি অর্থবর্ষে ১০.৫ শতাংশ হারে ডিজিপি বৃদ্ধির হারের পূর্বাভাস দেওয়া হয়েছিল। সেই পূর্বাভাস কমিয়ে করা হয়েছে ৯.৫ শতাংশ। 
শক্তিকান্ত দাস বলেছেন, শহরাঞ্চলে চাহিদা হ্রাস ও গ্রামাঞ্চলে করোনার প্রকোপে যেমন বৃদ্ধির হার নিম্নমুখী হওয়ার ঝুঁকি দেখা দিয়েছে, তেমনই অন্যদিকে,  মুদ্রাস্ফীতির হার কম হওয়ায় কিছুটা সুযোগও তৈরি হয়েছে। 
অতিমারীর দ্বিতীয় ঢেউের প্রভাব মোকাবিলায় আরবিআই ক্ষুদ্র ও মাঝারি শিল্পের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে।  এই ক্ষেত্রগুলিকে আগামী বছরের মার্চ পর্যন্ত ১৫ হাজার কোটি টাকার সহজ শর্তে ঋণের সুবিধা দেওয়া হয়েছে। এর ফলে হোটেল, রেস্তোরাঁ, পর্যটন, গাড়ি ভাড়া শিল্প ও স্পা ক্লিনিক, বিউটি পার্লার, স্যালোঁর মতো শিল্প এর সুবিধা পাবে। 


এসআইডিবিআই-কে ক্ষুদ্র ব্যবসার ক্ষেত্রে অন-লেন্ডিং ও রিফানন্সিংয়ের জন্য আরবিআই ১৬ হাজার কোটি টাকার লিকিউডিটির সুবিধাও দিয়েছে আরবিআই।