নয়াদিল্লি: সুপ্রিম কোর্টে কাশ্মীর নিয়ে প্রশ্নের মুখে কেন্দ্রের সরকার। সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিল করে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের পর সেখানে জারি হওয়া যোগাযোগ সংক্রান্ত বিধিনিষেধ আর কতদিন বহাল রাখতে চায়, কেন্দ্রের কাছে জানতে চাইল শীর্ষ আদালত। বিচারপতি এন ভি রামান্নার নেতৃত্বাধীন বেঞ্চ বলেছে, ইতিমধ্যেই ২ মাস কেটে গিয়েছে। আর কতদিন বিধিনিষেধ রাখতে চান ওখানে? এ ব্যাপারে আপনাদের স্পষ্ট বক্তব্য চাই। আপনাদের অন্যান্য পন্থা-পদ্ধতি খুঁজতে হবে।
পরবর্তী শুনানির দিন ৫ নভেম্বর স্থির করেছে বেঞ্চ। জম্মু ও কাশ্মীরে জারি হওয়া বিধিনিষেধকে চ্যালেঞ্জ জানিয়ে পেশ হওয়া পিটিশনের শুনানি হবে।
সুপ্রিম কোর্ট কেন্দ্রকে বলেছে, আপনারা জাতীয় স্বার্থরক্ষার জন্য বিধিনিষেধ জারি করে থাকতে পারেন, কিন্তু সেগুলি নিয়মিত খতিয়ে দেখতে হবে। সেটা করছেন কি? জম্মু ও কাশ্মীর প্রশাসনের তরফে বলা হয়, ৯৯ শতাংশ এলাকাতেই বিধিনিষেধ প্রত্যাহার করা হয়েছে, বাকি জায়াগাতেও দৈনিক ভিত্তিতে খতিয়ে দেখা হচ্ছে। সুপ্রিম কোর্ট আরও বলেছে, ইন্টারনেট ব্যবহারে বিধিনিষেধ প্রসঙ্গে বলব, মানুষকে যোগাযোগের একটা মাধ্যম, মঞ্চ দিতেই হবে।
পাশাপাশি ৩৭০ অনুচ্ছেদ বাতিলের পর জম্মু ও কাশ্মীরের জনগণ কত দূর বিচারব্যবস্থার কাছে যেতে পেরেছেন, সে ব্যাপারে অতিরিক্ত রিপোর্ট পেশ করতে জম্মু ও কাশ্মীর হাইকোর্টের প্রধান বিচারপতিকে অনুমতি দিয়েছে সুপ্রিম কোর্ট। সলিসিটর জেনারল তুষার মেহতা জম্মু ও কাশ্মীর প্রশাসনের তরফে বেঞ্চকে বলেন, ইন্টারনেট ব্যবহারে নিষেধাজ্ঞা বহাল রাখতে হচ্ছে কেননা ‘সীমান্ত পেরিয়েও এর প্রভাব-প্রতিক্রিয়া রয়েছে’।
২ মাস কেটে গিয়েছে, জম্মু ও কাশ্মীরে বিধিনিষেধ আর কতদিন, কেন্দ্রকে সুপ্রিম কোর্ট
Web Desk, ABP Ananda
Updated at:
24 Oct 2019 12:32 PM (IST)
পরবর্তী শুনানির দিন ৫ নভেম্বর স্থির করেছে বেঞ্চ। জম্মু ও কাশ্মীরে জারি হওয়া বিধিনিষেধকে চ্যালেঞ্জ জানিয়ে পেশ হওয়া পিটিশনের শুনানি হবে। সুপ্রিম কোর্ট কেন্দ্রকে বলেছে, আপনারা জাতীয় স্বার্থরক্ষার জন্য বিধিনিষেধ জারি করে থাকতে পারেন, কিন্তু সেগুলি নিয়মিত খতিয়ে দেখতে হবে। সেটা করছেন কি?
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -