মস্কো: ইউক্রেন (Ukraine) আক্রমণ করা নিয়ে বিভিন্ন দেশের সমালোচনার মুখে পড়েছে রাশিয়া (Russia)। অনেক দেশই রাশিয়ার উপর আর্থিক ও নানারকম নিষেধাজ্ঞা জারি করেছে। রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদ (UNSC) ও সাধারণ সভায় (UNGA) রাশিয়ার বিরুদ্ধে ভোটও দিয়েছে অনেকগুলি দেশ। তবে দু’বারই ভোটদানে বিরত থেকেছে ভারত। রাশিয়ার সঙ্গে ভারতের সুসম্পর্ক বহুদিনের। সেই সুসম্পর্ক এই যুদ্ধের আবহেও বজায় আছে। রাশিয়ার পক্ষ থেকেও বুঝিয়ে দেওয়া হচ্ছে, ভারতের সঙ্গে সম্পর্কে যুদ্ধের কোনও প্রভাব পড়েনি। কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণের সময়ও ভারত-রাশিয়া সুসম্পর্কের বিষয়টি দেখা গেল।


রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থার (Roscosmos) প্রধান দিমিত্রি রগোজিন (Dmitry Rogozin) ট্যুইটারে একটি ভিডিও শেয়ার করেছেন। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, কর্মীরা রকেটে (Soyuz rocket) থাকা জাপান, মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেনের জাতীয় পতাকা ঢেকে দিচ্ছেন। তবে ভারতের পতাকায় হাত দেওয়া হয়নি।


রগোজিন এই ভিডিওর সঙ্গে লিখেছেন, ‘বাইকোনুরে কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণকারীরা সিদ্ধান্ত নিয়েছেন, কয়েকটি দেশের পতাকা না থাকলেই আমাদের রকেটটিকে আরও সুন্দর দেখতে লাগবে।’


রাশিয়ার সংবাদমাধ্যম সূত্রে খবর, কাল, শুক্রবার সুয়াজ রকেটের মাধ্যমে ৩৬টি ওয়ানওয়েব স্যাটেলাইট (OneWeb satellites) উৎক্ষেপণ করার কথা ছিল। কিন্তু পরিকল্পনা অনুযায়ী এই উৎক্ষেপণ হচ্ছে না। পরে কোনও সময় এই উৎক্ষেপণ হতে পারে।


ওয়ানওয়েব একটি বহুজাতিক সংস্থা। এই সংস্থা বিশ্বের বিভিন্ন দেশে ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা দেয়। ব্রিটিশ সরকার, ভারতী এন্টারপ্রাইস, সফটব্যাঙ্ক সহ বিভিন্ন সংস্থা ওয়ানওয়েবের কর্ণধার গোষ্ঠীতে আছে। ব্রিটিশ সরকার যেহেতু ওয়ানওয়েবের অন্যতম কর্ণধার, তাই রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থার দাবি, এই কৃত্রিম উপগ্রহ যাতে সামরিকবাহিনীর জন্য ব্যবহার না করা হয়, সেটা নিশ্চিত করতে হবে। রাশিয়ার আরও একটি শর্ত হল, ব্রিটিশ সরকারকে ওয়ানওয়েব থেকে সরে যেতে। সেই কারণেই আপাতত কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করছে না রাশিয়া।


ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে বিশ্বজুড়ে কোণঠাসা রাশিয়া। ফিফা অনলাইন ও ফিফা মোবাইল থেকেও নির্বাসিত করা হয়েছে রাশিয়াকে। নেটফ্লিক্সের তরফেও রাশিয়ায় সমস্ত কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। রাশিয়া ও বেলারুশে তাদের সমস্ত প্রকল্প বন্ধ করার নির্দেশ দিয়েছে বিশ্ব ব্যাঙ্ক। এই নিষেধাজ্ঞার পাল্টা জবাব দিতে শুরু করেছে রাশিয়াও। রকেটে তিন দেশের পতাকা ঢেকে ফেলা তারই অঙ্গ।