গোরক্ষার নামে বাড়াবাড়ি, গণপিটুনির অভিযোগ: সব রাজ্য রিপোর্ট না দেওয়ায় ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট, এক সপ্তাহ সময় দিল
Web Desk, ABP Ananda | 07 Sep 2018 01:37 PM (IST)
নয়াদিল্লি: সুপ্রিম কোর্ট অসন্তুষ্ট। গোরক্ষার নামে বাড়াবাড়ি ও গণপিটুনিতে হত্যা ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলে যে নির্দেশ তারা ইতিমধ্যে পাঠিয়েছে, সেটি পালন করা সংক্রান্ত রিপোর্ট পেশ করেছে মাত্র ১১টি রাজ্য। পাঠানোর কথা ২৯টি রাজ্য ও সাত কেন্দ্রশাসিত এলাকার। এতে অসন্তোষ জানাল প্রধান বিচারপতি দীপক মিশ্র, বিচারপতি এ এম খানবিলকর ও বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ। যেসব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল এখনও রিপোর্ট জমা দেয়নি, তাদের শেষ সুযোগ দিয়েছে বেঞ্চ। এক সপ্তাহের ভিতর তাদের রিপোর্ট দিতে হবে। সর্বোচ্চ আদালতের হুঁশিয়ারি, এই শেষ সুযোগ কাজে লাগিয়ে রিপোর্ট না দিলে সংশ্লিষ্ট রাজ্যের স্বরাষ্ট্রসচিবদের সশরীরে আদালতে হাজিরা দিতে হবে। এদিন শুনানির সময় কেন্দ্র বেঞ্চকে জানায়, গোরক্ষার নামে গণপিটুনি, হামলার বেশ কয়েকটি ঘটনার পর এ ব্যাপারে আইন তৈরি করতে একটি ক্ষমতাসম্পন্ন মন্ত্রিগোষ্ঠী গঠন করা হয়েছে। কংগ্রেস নেতা তেহসিন পুনাওয়ালার পেশ করা এক আবেদনের শুনানির সময় বেঞ্চ কঠোর মনোভাব দেখায়। পুনাওয়ালার আবেদন, ২০ জুলাই দুগ্ধ ব্যবসায়ী রাকবর খানকে পিটিয়ে মারার ঘটনায় শীর্ষ আদালতের নির্দেশ পালন করেননি রাজস্থান সরকারের কর্তারা। তাই সেই রাজ্যের মুখ্যসচিব ও পুলিশ প্রধান সহ পদস্থ সরকারি কর্তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু হোক। গত ১৭ জুলাই সুপ্রিম কোর্ট বলেছিল, দেশের আইনকে বানচাল করে দিয়ে উন্মত্ত জনতার নারকীয় আচরণ কখনই অনুমোদন করা যায় না। পাশাপাশি গণপিটুনি ও গোরক্ষার নামে বাড়াবাড়ি রোধেও একগুচ্ছ গাইডলাইন দেয় শীর্ষ আদালত, এ ধরনের ঘটনা কঠোর হাতে মোকাবিলায় কেন্দ্রকেও নতুন আইন আনার কথা ভেবে দেখতে বলে।