Farmers' Protest Live Updates: কৃষক আন্দোলনের সমর্থনে অনশনের ঘোষণা কেজরিওয়ালের, তীব্র আক্রমণ অমরিন্দরের

Farmers' protest at Singhu enters 18th day. | কৃষকরা আজ দিল্লি-জয়পুর হাইওয়ে অবরোধ করার হুঁশিয়ারি দিয়েছেন।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 13 Dec 2020 10:39 PM

প্রেক্ষাপট

নয়াদিল্লি: কৃষি আইনের প্রতিবাদে কৃষকদের বিক্ষোভের রেশ দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশেও ছড়িয়ে পড়ল। মার্কিন যুক্তরাষ্ট্রে। ভারতীয় দূতাবাসের সামনে মহাত্মা গাঁধীর একটি মূর্তি খলস্তানি পতাকা দিয়ে ঢেকে দেওয়া হল। কয়েকশো শিখ...More