নয়াদিল্লি: শীঘ্রই, অত্যাধুনিক প্রযুক্তির বায়োমেট্রিক ফেসিয়াল রিকগনিশনের মাধ্যমে বিমানবন্দরগুলিতে প্রবেশ করতে পারবেন যাত্রীরা। কেন্দ্রের ডিজি যাত্রা উদ্যোগের আওতায় এই সুবিধা মিলবে।
এদিন কেন্দ্রীয় অসামরিক বিমান চলাচল মন্ত্রী সুরেশ প্রভু জানান, এই প্রকল্পের উদ্বোধন শীঘ্রই করা হবে। তিনি যোগ করেন, কেন্দ্রের এই উদ্যোগ দূরদর্শী ও আধুনিক। তবে তিনি যোগ করেন, যাত্রীদের জন্য এই বিশেষ সুবিধা ঐচ্ছিক হবে। প্রভু জানান, কাগজের ব্যবহার যথাসম্ভব কম করে বিমানবন্দরের প্রক্রিয়াকে আরও সুগম ও সহজ করার লক্ষ্যই এই ‘ডিজি যাত্রা’ চালু করা হয়েছে।
মন্ত্রী জানান, এই পদ্ধতি আদতে হল বায়োমেট্রিক্স-নির্ভর ডিজিটাল প্রসেসিং সিস্টেম যা যাত্রীদের বিমানবন্দরে প্রবেশ এবং সেই সংক্রান্ত জড়িত প্রক্রিয়াগুলি সম্পন্ন করা হবে। তিনি জানান, আগামী বছরের ফেব্রুয়ারি মাস নাগাদ ডিজি যাত্রা কার্যকর হয়ে যাবে। প্রাথমিকভাবে বেঙ্গালুরু ও হায়দরাবাদ বিমানবন্দরগুলিতে এই সিস্টেম শুরু করা হবে। পরবর্তীকালে, এপ্রিল মাস নাগাদ কলকাতা, বারাণসী, পুণে ও বিজয়ওয়াড়া বিমানবন্দরে ‘ডিজি যাত্রা উদ্যোগ’ চালু করা হবে।
কী ভাবে কাজ করবে এই ‘ডিজি যাত্রা’? জানা গিয়েছে, যাত্রীদের জন্য একটি কেন্দ্রীয় রেজিস্ট্রেশন সিস্টেম থাকবে। যাঁরা নথিভুক্তিকরণ করাবেন, তাঁরা প্রত্যেকেই একটি ইউনিক আইডি পাবেন। টিকিট বুকিং করার সময় যাত্রীদের ওই ইউনিক আইডি-র কথা উল্লেখ করতে হবে। ইউনিক আইডি তৈরির জন্য যাত্রীকে তাঁর নাম, ই-মেল আইডি, মোবাইল নম্বর, আধার সহ পরিচয় সংক্রান্ত প্রমাণ দিতে হবে।
যাত্রার আগে, বিমানসংস্থা ওই যাত্রীর তথ্য এবং ইউনিক আইডি বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে শেয়ার করবে। বিমান সংস্থা জানাবে, এই যাত্রী এই বিমানবন্দর থেকে এই বিমানে চড়বে।