নয়াদিল্লি: করোনা সংক্রমণের জেরে পুরীর রথযাত্রা নিয়ে নিষেধাজ্ঞা জারি করল সুপ্রিম কোর্ট। রথযাত্রা উপলক্ষ্যে প্রচুর মানুষের সমাগমের সম্ভাবনা রয়েছে। এতে পরিস্থিতি খারাপ হতে পারে। সেই আশঙ্কা করেই এদিন রথযাত্রায় নিষেধাজ্ঞা জারি করল শীর্ষ আদালত। ২৩ জুন হওয়ার কথা ছিল রথযাত্রার। তার আগে এদিন সুপ্রিম কোর্ট জানিয়ে দিল, জনগণের স্বাস্থ্য ও নিরাপত্তার খাতিরে নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে। প্রসঙ্গত, কয়েকদিন আগে, মানুষের বদলে হাতি দিয়ে রথ টানার কথা ভেবে দেখছিল রথযাত্রার সংগযঠকরা। প্রাচীন কালে, হাতি দিয়ে রথ টানার রীতি ছিল। তাই প্রশাসনের কাছে এই প্রস্তাব দেওয়া হয়েছে বলে দাবি কর্তৃপক্ষের। এর জন্য রাজ্য সরকারের কাছে আবেদনও করা হয়েছিল। কিন্তু, এদিন সুপ্রিম কোর্টের রায় সব জল্পনা ও আশঙ্কার অবসান ঘটল।
জনগণের স্বাস্থ্য ও নিরাপত্তার খাতিরে পুরীর রথযাত্রা স্থগিতের নির্দেশ সুপ্রিম কোর্টের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
18 Jun 2020 01:07 PM (IST)
২৩ জুন হওয়ার কথা ছিল রথযাত্রার...
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -