WB Corona LIVE Updates: ফের নয়া রেকর্ড, একদিনে রাজ্যে সংক্রমিত ১৭ হাজার ২০৭ জন
খোলা বাজারে ৬০০ টাকাতেই কিনতে হবে কোভিশিল্ড
বাংলায় আরও ভয়ঙ্কর রূপ নিল করোনা। ফের নয়া রেকর্ড, একদিনে রাজ্যে সংক্রমিত ১৭ হাজার ২০৭ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৭৭ জনের।
করোনার সংক্রমণ রুখতে গোয়ায় কাল থেকে লকডাউন। কাল সন্ধে ৭টা থেকে ৩ মে পর্যন্ত গোয়ায় লকডাউন । মোহালিতে রোজ সন্ধে থেকে ভোর পর্যন্ত লকডাউন। মোহালিতে সন্ধে ৬টা থেকে ভোর ৫টা পর্যন্ত লকডাউন। সোম থেকে শুক্রবার পর্যন্ত মোহালিতে আংশিক লকডাউন।
সমালোচনার মুখে কোভিশিল্ডের দাম কমাল সিরাম। ৪০০ টাকার বদলে ৩০০ টাকায় কিনবে রাজ্য সরকার। খোলা বাজারে ৬০০ টাকাতেই কিনতে হবে কোভিশিল্ড।
খড়গপুরে ১০ ঘণ্টা ধরে পড়ে রইল করোনা আক্রান্তের মৃতদেহ! খড়গপুরের বলরামপুরে করোনায় গোবিন্দ মিশ্রের মৃত্যু। প্রশাসনকে বারবার জানিয়েও কেউ না আসার অভিযোগ। ভোর ৫টায় মৃত্যু, দুপুর ৩টেয় মৃতদেহ নিয়ে গেল স্বাস্থ্য দফতর। খবর পাওয়া মাত্রই ব্যবস্থা নেওয়া হয়েছে, দাবি বিডিও-র।
এখন ধাপা থেকেই ইস্যু করা হবে করোনায় মৃতদের ডেথ সার্টিফিকেট। কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগের তরফে খোলা হয়েছে অফিস। আগে ডেথ সার্টিফিকেট সংগ্রহ করতে যেতে হত তপসিয়ায় হিন্দু বেরিয়াল গ্রাউন্ডে। ফলে মৃতের পরিবারের সমস্যার খানিকটা সুরাহা হবে বলেই মনে করা হচ্ছে।
হাসপাতালের আইসিইউ-তে বেড নেই। জেনারেল কোভিড ওয়ার্ডে তিনজন রোগীর মৃত্যু। রাত থেকে কোভিড ওয়ার্ডেই পড়ে তিনটি মৃতদেহ। কলকাতার আমহার্স্ট স্ট্রিটের মাড়োয়ারি হাসপাতালের ঘটনা।
কলকাতায় এল কোভিশিল্ডের আরও ১০ লক্ষ ডোজ। কোভিশিল্ডের ১০ লক্ষ ডোজের মধ্যে ৪ লক্ষ ডোজ পেল রাজ্য। বাকি ৬ লক্ষ ডোজ থাকবে হেস্টিংসের সেন্ট্রাল স্টোরে। ৬ লক্ষ ডোজ পাঠানো হবে অন্যান্য রাজ্যে।
ভ্যাকসিন-সঙ্কট কাটাতে তৎপর হল রাজ্য সরকার। বেসরকারি হাসপাতালে দ্বিতীয় ডোজের অপেক্ষায় প্রায় ১ লক্ষ মানুষ। ১ লক্ষ মানুষকে সেকেন্ড ডোজ ভ্যাকসিন দিতে সাহায্য করা হবে। সেকেন্ড ডোজ দিতে সাহায্য করা হবে বেসরকারি হাসপাতালকে।
ভ্যাকসিন আনানোর ক্ষেত্রে বেসরকারি হাসপাতালকে সাহায্য। সরকারি হাসপাতালের ভ্যাকসিন সঙ্কটও দ্রুত মেটানোর চেষ্টা। দ্রুত ভ্যাকসিন সরবরাহ করে পরিস্থিতি স্বাভাবিকের চেষ্টা করা হচ্ছে। ১ মে থেকে শুরু হওয়া টিকাকরণের জন্যও আগাম প্রস্তুতি। ভ্যাকসিন নিয়ে উৎপাদনকারী সংস্থার সঙ্গেও কথা বলা হবে। বিজ্ঞপ্তি জারি করে জানাল রাজ্য সরকার।
গোটা দেশজুড়ে যেখানে করোনা চিকিৎসা ও ভ্যাকসিনের জন্য আকাল। তখন সম্পূর্ণ অন্য ছবি মুরারই গ্রামীণ হাসপাতালে। করোনা চিকিৎসার সব পরিকাঠামো থাকা সত্ত্বেও নেই কোনও রোগী। এলাকার মানুষ সংক্রমিত হলেও ভয়ে আসছেন না হাসপাতালে। এমনই জানাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ।
ফের করোনা রোগীর মৃত্যুর পর দীর্ঘক্ষণ বাড়িতে মৃতদেহ পড়ে থাকার অভিযোগ। হাওড়ার রামরাজাতলা এলাকার ষষ্ঠীতলার বাসিন্দা, ৬০ বছরের গোপাল চক্রবর্তীর ২৩ এপ্রিল করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। গতকাল রাত ২টো নাগাদ বাড়িতেই তাঁর মৃত্যু হয়। পরিবারের দাবি, তারপর থেকে পুরসভার হেল্পলাইন নম্বর, স্বাস্থ্য দফতরের হেল্প লাইন নম্বরে ফোন করেও মৃতদেহ বাড়ি থেকে নিয়ে যাওয়ার কোনও ব্যবস্থা হয়নি।
হুগলির উত্তরপাড়ায় ফের ফিরে এল গতবছরের কনটেনমেন্ট জোনের ছবি। বাঁশ দিয়ে ঘিরে দেওয়া হল নবীনকৃষ্ণ বাবু লেন। স্থানীয় বিদায়ী কাউন্সিলরের দাবি, কনটেনমেন্ট জোন এখন হয় না। তবে এই পাড়ার বাসিন্দা একজনের করোনায় মৃত্যু হয়েছে। বেশ কয়েকজন করোনা আক্রান্ত। তাই বাসিন্দাদের সচেতন করতে বাঁশ দিয়ে ঘিরে দেওয়া হয়েছে।
করোনাকালে বেডের সঙ্কট, বেড়েছে ‘রেফার-রোগ’। ৬টি হাসপাতাল ঘুরেও বেড না মেলার অভিযোগ। শ্বাসকষ্ট সত্ত্বেও রোগীকে ভর্তি না নেওয়ার অভিযোগ। কোভিড রিপোর্টে দেরি, হয়রানি রোগী ও পরিজনদের।
করোনা আক্রান্ত মধ্যমগ্রামের তৃণমূল প্রার্থী রথীন ঘোষ। ২১ এপ্রিল দ্বিতীয় ডোজ নেওয়ার পরও সংক্রমিত। হোম আইসোলেশনে মধ্যমগ্রামের তৃণমূল প্রার্থী রথীন ঘোষ।
ভ্যাকসিনের সঙ্কট, বিকেলে কেন্দ্রীয় মন্ত্রিগোষ্ঠীর বৈঠক। বিকেল ৪টেয় ভ্যাকসিন নিয়ে দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রিগোষ্ঠীর বৈঠক। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে উচ্চপর্যায়ের বৈঠক। বৈঠকে থাকবেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী, রেলমন্ত্রী, কেন্দ্রীয় নগরোন্নয়নমন্ত্রীও।
করোনাকালে ফের ‘বিনা চিকিত্সায়’ মৃত্যু। আরামবাগ সুপার স্পেশালিটি হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ। ‘জরুরি বিভাগের সামনে অ্যাম্বুল্যান্সেই পড়ে থেকে মৃত্যু রোগীর। তীব্র শ্বাসকষ্ট সত্ত্বেও মেলেনি চিকিত্সা, অভিযোগ পরিবারের। এখনও হাসপাতাল কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া মেলেনি।
করোনা আক্রান্ত হয়ে প্রয়াত সাহিত্যিক অনীশ দেব। বাড়িতেই জীবনাবসান হয় তাঁর। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭০। তিনি করোনায় আক্রান্ত হয়েছিলেন।
মেলেনি অক্সিজেন, অ্যাম্বুল্যান্স। অভিযোগ, এর জেরে বাড়িতে পড়ে থেকে মৃত্যু হল করোনা রোগীর। লেকটাউন ১ নম্বর পল্লিশ্রীর বাসিন্দা ৬৫ বছরের সুনীতি দত্তর ২ দিন আগে করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। তারপর তিনি বাড়িতেই ছিলেন। গতকাল রাত থেকে প্রবল শ্বাসকষ্ট শুরু হয়। পরিবারের দাবি, তারপর থেকে বহু জায়গায় চেষ্টা করেও অক্সিজেন মেলেনি। রাত থেকে চেষ্টা করা সত্ত্বেও কোনও অ্যাম্বুলান্স পাওয়া যায়নি বলে অভিযোগ পরিবারের। ভোর ৫টা দশে তাঁর মৃত্যু হয়।
করোনা পরিস্থিতিতে উত্তর ২৪ পরগনার কামারহাটিতে আংশিক সময় বাজার বন্ধের সিদ্ধান্ত পুরসভার। আগামীকাল থেকে প্রতিদিন দুপুর ৩টে থেকে পরদিন সকাল ৬টা পর্যন্ত বন্ধ থাকবে সব বাজার, দোকানপাট, শপিংমল। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই ব্যবসতা চলবে বলে পুরসভা সূত্রে দাবি।
এসএসকেএম হাসপাতাল চত্বরে ভ্যাকসিনেশনের জন্য দীর্ঘ লাইন। প্রায় হাজারখানেক মানুষের ভিড়। বয়স্করাও ভ্যাকসিন নেওয়ার জন্য দীর্ঘ সময় ধরে লাইনে দাঁড়িয়ে আছেন। এত ভিড়ের কারণে বিশৃঙ্খল পরিস্থিতি।
বিধাননগর মহকুমা হাসপাতালের সামনে আজ ভোর ৫টা থেকে দীর্ঘ লাইন। সকাল সাড়ে ১০টাতেও দেখা গেল, অনেকেই ভ্যাকসিন পাননি। লাইন এতটাই দীর্ঘ যে তা হাসপাতাল চত্বর ছাড়িয়ে রাস্তাতেও চলে এসেছে। এরইমধ্যে নোটিস টাঙিয়ে দেওয়া হয়েছে, শুধু কোভিশিল্ডের দ্বিতীয় ডোজই দেওয়া হবে।
বেলাগাম করোনা সংক্রমণের মধ্যেই ভ্যাকসিনের আকাল। মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে হাসপাতালে আজ শুধু করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ দেওয়া হচ্ছে। প্রথম ডোজ দেওয়া হচ্ছে না। ফলে প্রথম ডোজ নিতে এসে অনেকে না পেয়ে ফিরে যাচ্ছেন।
পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে গোলবাজারের সংলগ্ন এলাকায় পুলিশের অভিযান। মাস্ক না পরায় এক ব্যক্তিকে পুলিশের শাস্তির মুখে পড়তে হয়।
দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং বাজার এলাকায় পুলিশের অভিযান। যাঁরা মাস্ক পরেননি, তাঁদের পুলিশের শাস্তির মুখে পড়তে হয়। ৪-৫ জনকে গ্রেফতারও করা হয়।
উত্তর ২৪ পরগনার পানিহাটিতে ভ্যাকসিন না পেয়ে স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভ। পানিহাটির লোকসংস্কৃতি ভবনে পুরসভার তরফে ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করা হয়। সেই কারণে রাত থেকেই দীর্ঘ লাইন পড়ে। আজ সকালে পুরসভার তরফে জানানো হয়, ভ্যাকসিন না থাকার কারণে টিকাকরণ করা যাবে না। এরপরই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। অবরোধ করা হয় সোদপুর বারাসাত রোড।
আজ কলকাতায় আসছে কোভিশিল্ডের ১০ লক্ষ ডোজ। বাগবাজারে রাজ্য স্বাস্থ্য দফতরের স্টোরে যাবে ৪ লক্ষ ডোজ। কোভিশিল্ডের ৬ লক্ষ ডোজ যাবে যাবে হেস্টিংসে কেন্দ্রীয় স্টোরে
কোভিড পরীক্ষার দুই রিপোর্ট ঘিরে বিভ্রান্তি। চূড়ান্ত হয়রানির শিকার এক রোগী। অভিযোগ, দু’রকম রিপোর্টের জেরে শহরের ৫টি হাসপাতাল ও নার্সিংহোম তাঁকে ফিরিয়ে দিয়েছে। রাতভর হাসপাতালে হাসপাতালে ঘোরার পর শেষপর্যন্ত আজ সকালে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ওই রোগীকে অক্সিজেন দেওয়ার ব্যবস্থা হয়।
গলফগ্রিনের বাসিন্দা ওই মহিলা রাজ্য সরকারের কর্মী। গত সোমবার তাঁর আরটিপিসিআর পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে। কিন্তু গতকাল সন্ধে থেকে তাঁর প্রবল শ্বাসকষ্ট শুরু হয়। এরপর হয়রানির শুরু। প্রথমে নিয়ে যাওয়া হয় কেপিসি হাসপাতালে। সেখান থেকে ফর্টিস। তারপর কসবার একটি নার্সিংহোমে।
ওই নার্সিংহোমে র্যাপিড অ্যান্টিজেন টেস্টের রিপোর্ট পজিটিভ আসে। কিন্তু সেখানে পরিকাঠামো না থাকায় অন্যত্র রেফার করা হয়। এরপর এম আর বাঙ্গুরে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে এসএসকেএম। তারপর মেডিক্যাল কলেজ।
পরিবারের অভিযোগ, যারা ফিরিয়ে দিয়েছে, তারা বলেছে, র্যাপিড অ্যান্টিজেন টেস্টের রিপোর্ট গ্রাহ্য হবে না।
প্রেক্ষাপট
কলকাতা: বাংলায় আরও ভয়ঙ্কর করোনা সংক্রমণ। দৈনিক আক্রান্তের সংখ্যা পেরিয়ে গেল ১৬ হাজার। গত ২৪ ঘণ্টা রাজ্যে করোনা সংক্রমিত হয়েছেন ১৬ হাজার ৪০৩। মৃতের সংখ্যায় নয়া রেকর্ড। গত ২৪ ঘণ্টায় মৃত্যু ৭৩ জনের। এখনও পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৭ লক্ষ ৭৬ হাজার ৩৪৫ জন। মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১১ হাজার ৮২-তে।
রাজ্যে একদিনে অ্যাক্টিভ রোগীর সংখ্যা বাড়ল ৫ হাজার ৬৬৬। অ্যাক্টিভ রোগীর সংখ্যা বেড়ে ১ লক্ষ ৬১৫। কলকাতায় গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৭০৮ জন। মৃত্যু হয়েছে ২৪ জনের। একদিনে উত্তর ২৪ পরগনায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৪৫১ জন। জেলায় একদিনে মৃতের সংখ্যা ১৩। রাজ্যের স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, সুস্থতার হার ৮৫.৬১ শতাংশ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -