WB Corona LIVE Updates:করোনা আক্রান্ত আশঙ্কায় বৃদ্ধাকে তাজপুরের সমুদ্র সৈকতে বসিয়ে পালিয়ে গেলেন নাতি!

এখনও পর্যন্ত রাজ্য়ে মোট আক্রান্তের সংখ্যা ৮ লক্ষ ১০ হাজার ৯৯৫। মোট মৃতের সংখ্যা ১১ হাজার ২৪৮। সুস্থতার হার ৮৫.০২ শতাংশ। বর্তমানে হোম কোয়ারান্টিনে আছেন ৩৪ হাজার ৬৫৩। রাজ্যে মোট অ্যাক্টিভ কেস ১ লক্ষ ১০ হাজার ২৪১।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 30 Apr 2021 10:40 AM

প্রেক্ষাপট

কলকাতা: সারা দেশের মতো এ রাজ্যেও অব্যাহত করোনার চোখরাঙানি।  ফের করোনা সংক্রমণের নয়া রেকর্ড। বৃহস্পতিবারের পরিসংখ্যান অনুযায়ী,  গত ২৪ ঘণ্টায় রাজ্যে আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৪০৩ জন। মৃত্যু হয়েছে ৮৯...More

WB Corona LIVE Updates: করোনা আক্রান্ত আশঙ্কায় বৃদ্ধাকে তাজপুরের সমুদ্র সৈকতে বসিয়ে পালিয়ে গেলেন নাতি!

করোনা আক্রান্ত আশঙ্কায় অশীতিপর বৃদ্ধাকে তাজপুরের সমুদ্র সৈকতে বসিয়ে পালিয়ে গেলেন নাতি! বেনজির অমানবিকতার ছবি পূর্ব মেদিনীপুরে। পুলিশ ও স্থানীয়দের চেষ্টায় ভর্তি করা হল হাসপাতালে।