Bengal Corona 2nd Wave LIVE: বাইকে গামছা দিয়ে বেঁধে মাকে হাসপাতালে নিয়ে গেল ছেলে!

Get Latest West Bengal Coronavirus Live Updates: পান্ডুয়ায় করোনা আক্রান্তের জন্য অ্যাম্বুল্যান্স না পাওয়ার অভিযোগ।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 21 May 2021 10:11 PM
West Bengal Corona LIVE: ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও মিলল না ভ্যাকসিন

ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও মিলল না করোনার ভ্যাকসিনের প্রথম ডোজ! বদলে ফিরতে হল টোকেন নিয়ে। চূড়ান্ত হয়রানি পূর্ব মেদিনীপুরের মহিষাদলে। ভ্যাকসিন এলেই ফোন করে দেওয়া হবে, জানাল ব্লক স্বাস্থ্য দফতর। 

WB Corona LIVE: করোনায় সাহায্যের হাত বাড়িয়ে দিল বেলুড়ের রামকৃষ্ণ মঠ ও মিশন

করোনা পরিস্থিতিতে আর্ত মানুষদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিল বেলুড়ের রামকৃষ্ণ মঠ ও মিশন।  এই সময় যাঁরা কাজ হারিয়েছেন, তাঁদের হাতে আজ বেলুড় মঠ চ্যারিটেবল ডিসপেনসরি থেকে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।  মঠ কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে,  এই কর্মসূচি চলবে ৭ থেকে ১০ দিন।  প্রতিদিন ১০০ থেকে ১২০ জন মানুষের হাতে তুলে দেওয়া হবে খাদ্যসামগ্রী। 

West Bengal Corona LIVE: ১২ ঘণ্টা বাড়িতেই পড়ে অবসরপ্রাপ্ত শিক্ষিকার মৃতদেহ

ফের মৃতদেহ সৎকার ঘিরে জটিলতা। বালুরঘাটে ১২ ঘণ্টা বাড়িতেই পড়ে অবসরপ্রাপ্ত শিক্ষিকার মৃতদেহ। করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বলে অভিযোগ। সহযোগিতার হাত বাড়িয়ে দেয়নি বলে অভিযোগ প্রতিবেশীদের বিরুদ্ধে। স্থানীয় তৃণমূল কর্মীদের উদ্যোগে মৃতদেহ উদ্ধার। 

WB Corona LIVE:  বাইকে গামছা দিয়ে বেঁধে মাকে হাসপাতালে নিয়ে গেল ছেলে!

বাইকে গামছা দিয়ে বেঁধে মাকে হাসপাতালে নিয়ে গেল ছেলে! পান্ডুয়ায় করোনা আক্রান্তের জন্য অ্যাম্বুল্যান্স না পাওয়ার অভিযোগ। অ্যাম্বুল্যান্স না পেয়ে বাইকেই গামছা দিয়ে বেঁধে হাসপাতালে ছেলে। ‘চিকিৎসকরা বলার পরে মিলবে অ্যাম্বুল্যান্স, ফোনে মেলে এমনই জবাব’, মাকে নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুল্যান্স না পাওয়ার অভিযোগ ছেলের। এব্যাপারে এখনও পর্যন্ত প্রশাসনের কোনও প্রতিক্রিয়া মেলেনি। 

West Bengal Corona LIVE:  ব্যাঙ্ককর্মীদের করোনা যোদ্ধা হিসেবে টিকাকরণ

ব্যাঙ্ককর্মীদের করোনা যোদ্ধা হিসেবে টিকাকরণ। কলকাতা পুরসভা ও জেলার পুরভবনগুলিত ব্যাঙ্ককর্মীদের টিকাকরণ। রাজ্যের কাছে আবেদন জানিয়েছিল ব্যাঙ্ক ও অফিসার্স সংগঠনগুলি। সেই আবেদন সাড়া দিল রাজ্য।

WB Corona LIVE:  ফোন করে নির্দিষ্ট সময়ে ডাকা হচ্ছে গ্রহীতাদের, অভিনব ভ্যাকসিন-উদ্যোগ বারাসাতে

ভ্যাকসিন সমস্যা মেটাতে অভিনব উদ্যোগ উত্তর ২৪ পরগনার বারাসাতে। ফোন করে নির্দিষ্ট সময়ে ডেকে নেওয়া হচ্ছে উপভোক্তাদের। তৈরি করা হয়েছে নতুন ওয়েবসাইটও। খুশি এলাকার বাসিন্দারা। 

West Bengal Corona LIVE: ৯৯  বছর বয়সে কোভিড আক্রান্ত হয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন কোচবিহারের বাসিন্দা

৯৯  বছর বয়সে কোভিড আক্রান্ত হয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন কোচবিহারের বাসিন্দা। তাঁর নাম আরতি ভট্টাচার্য। একাধিক কোমরবিডিটি থাকা সত্ত্বেও পুরোপুরি সুস্থ হয়ে বাড়ি ফিরলেন তিনি। খুশি পরিবারের লোকজন থেকে শুরু করে কোচবিহার মেডিকেল কলেজ কর্তৃপক্ষ।

WB Corona LIVE: উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে কোভিড ব্লকে আগুন ও ধোঁয়ার কারণে আতঙ্ক

উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে কোভিড ব্লকে আগুন ও ধোঁয়ার কারণে আতঙ্ক ছড়াল।  ঘটনাস্থলে যায় দমকলের ২টি ইঞ্জিন।  আজ সকাল ৯টা নাগাদ আগুন লাগে কোভিড ব্লকে। সেই সময় ওয়ার্ডে ৭ জন করোনা রোগী ছিলেন।  তাঁদের সরিয়ে নিয়ে যাওয়া হয়।  দমকলের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে। 

West Bengal Corona LIVE: বিধি না মানার অভিযোগে কড়া ব্যবস্থা নিল হুগলির চন্দননগর কমিশনারেটের শ্রীরামপুর থানার পুলিশ

কার্যত লকডাউন বিধি না মানার অভিযোগে কড়া ব্যবস্থা নিল হুগলির চন্দননগর কমিশনারেটের শ্রীরামপুর থানার পুলিশ।  আজ সকালে ১১টার পর পাঁচুবাবুর বাজারে হানা দেন পুলিশ কর্মীরা। ১১টা বেজে গেলেও দোকান খোলা থাকায় ৬ জনকে গ্রেফতার করা হয়।  অন্যদিকে আজ ফের চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার ২-৩টি বাজার পরিদর্শন করেন।  যাঁরা করোনা বিধি না মেনে বেচাকেনা করছিলেন, তাঁদের হুমকি দেন তিনি। বাজারে মাস্কও বিলি করেন বিধায়ক।  

WB Corona LIVE: করোনায় আক্রান্ত হয়ে আরও একজন চিকিত্‍সকের মৃত্যু

করোনায় আক্রান্ত হয়ে আরও একজন চিকিত্‍সকের মৃত্যু হল।  ইইডিএফ হাসপাতালে মৃত্যু হয়েছে চিকিত্‍সক সুধীন ভট্টাচার্যের

West Bengal Corona LIVE: বাড়িতে জায়গা নেই, মাঠে তাঁবু খাটিয়ে রয়েছেন করোনা আক্রান্ত

পশ্চিম মেদিনীপুরের ডেবরার ঘোলুই গ্রামে এক করোনা আক্রান্ত ব্যক্তি বাড়িতে জায়গা না পেয়ে মাঠে তাঁবু খাটিয়ে রয়েছেন। তাঁর দাবি, বাড়িতে করোনা আক্রান্তের জন্য আলাদাভবে থাকার জায়গা নেই। তাই তিনি স্থানীয় পঞ্চায়েতের পরামর্শ বাইরে তাঁবু খাটিয়ে রয়েছেন।  পঞ্চায়েতের থেকে তাঁকে ত্রিপলও দেওয়া হয়েছে বলে ওই ব্যক্তির দাবি।  এই নিয়ে প্রায় ১০ দিন তিনি তাঁবু খাটিয়ে রয়েছেন।  ওই ব্যক্তি জানিয়েছেন, করোনা পরীক্ষা করানোর পর স্বাস্থ্যকেন্দ্র থেকে তাঁকে ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থাকার কথা বলা হয়।  

WB Corona LIVE: মশারি, বালিশ, চাদর নিয়ে রাত থেকেই ভ্যাকসিনের জন্য লাইন জলপাইগুড়িতে

মশারি, বালিশ, চাদর নিয়ে রাত থেকেই ভ্যাকসিনের জন্য লাইন। ভ্যাকসিনের জন্য মানুষ যে কতটা মরিয়া, জলপাইগুড়ির ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালের ছবিই তার প্রমাণ।  ওই ভ্যাকসিনেশন কেন্দ্রে নাম নথিভুক্ত করার ব্যবস্থা নেই।  কোভিশিল্ডের দ্বিতীয় ডোজের ভ্যাকসিন ১০০ জনকে প্রতিদিন দেওয়া হচ্ছে আগে এলে আগে পাবে, এই ভিত্তিতে।  সেই কারণেই রাত থেকেই মশারি, বালিশ নিয়ে লাইন দিতে বাধ্য হচ্ছেন গ্রাহকরা।

West Bengal Corona LIVE: মোদির সঙ্গে বৈঠক শেষে আরও বেশি ভ্যাকসিন পাঠানোর দাবি মমতার

করোনার দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণ বাড়ছে তরুণদের মধ্যে। এই প্রেক্ষিতে ১৮-৪৪ বছর বয়সীদের ভ্যাকসিনেশনের বিষয়ে বাড়তি গুরুত্ব দেওয়া উচিত, মত বিশেষজ্ঞদের। প্রধানমন্ত্রীর সঙ্গে ভার্চুয়াল বৈঠকে আরও বেশি করে ভ্যাকসিন পাঠানোর দাবি জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

WB Corona LIVE: ৩ দিন ধরে বাড়িতেই পড়ে রইলেন সত্তরোর্ধ্ব এক করোনা রোগী

৩ দিন ধরে বাড়িতেই পড়ে রইলেন সত্তরোর্ধ্ব এক করোনা রোগী। সংক্রমণের আশঙ্কায় এগিয়ে এলেন না প্রতিবেশীরা। পরে পঞ্চায়েত সমিতির সহায়তায় সেফ হোমে নিয়ে যাওয়া হল তাঁকে।অমানবিক ঘটনা দক্ষিণ ২৪ পরগনার বজবজে।

West Bengal Corona LIVE: বাড়িতে বসেই করোনা পরীক্ষার সুযোগ, বাজারে আসছে ‘সেল্ফ টেস্টিং কোভিড কিট’

এবার বাড়িতে বসে ২ মিনিটে নিজেই করা যাবে করোনা পরীক্ষা। ফল জানা যাবে ১৫ মিনিটে।  ৩-৪ দিনের মধ্যে বাজারে আসছে ‘সেল্ফ টেস্টিং কোভিড কিট’, দাম ২৫০ টাকা। সবুজ সঙ্কেত দিল Indian Council of Medical Research। সব তথ্য সুরক্ষিত থাকবে, আশ্বাস ICMR-এর। 

WB Corona LIVE: করোনা যদি কমেই যায়, তাহলে এত মৃত্যু কেন? মোদিকে প্রশ্ন মমতার

করোনার সেকেন্ড ওয়েভের ভয়াবহতার জন্য মোদি সরকারের মনোভাবকেই দায়ী করলেন মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকের পর মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তোলেন, করোনা যদি কমেই যায়, তাহলে এত মৃত্যু কেন? তাঁর অভিযোগ, কেন্দ্রের গা ছাড়া মনোভাবের জন্যই করোনা বেড়েছে! রোগের বিরুদ্ধে একজোট হয়ে লড়ার বদলে রাজনীতি করছেন। পাল্টা আক্রমণে বিজেপি।

West Bengal Corona LIVE: ভ্যাকসিনের চরম আকাল নিয়ে ফের আক্রমণ

ভ্যাকসিনের চরম আকাল নিয়ে ফের আক্রমণ। মোদির নীতিতে দেশে টিকা দিতে ১০ বছর লাগবে বলে মন্তব্য মুখ্যমন্ত্রীর। ভ্যাকসিন নিয়ে রাজ্যগুলিকে ১৫ দিনের আগাম তথ্য দেবে কেন্দ্র। মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক শেষে জানালেন প্রধানমন্ত্রী।

প্রেক্ষাপট

বৃহস্পতিবার সামান্য বাড়ল করোনা আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্য দফতরের প্রকাশিত এ দিনের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ১৯,০৯১। এই সময়পর্বে রাজ্যে করোনা সংক্রমিত হয়ে প্রাণ হারিয়েছেন ১৬২ জন। গতকাল সংখ্যাটি ছিল ১৫৭। এই নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে, ১৩,৮৯৫। আজকের বুলেটিন অনুযায়ী এই মুহূর্তে রাজ্যে অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা ১২,০৯,৯৫৮ জন। পাশাপাশি সবমিলিয়ে এ পর্যন্ত রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন, ১১, ৯০,৮৬৭ জন। 


বৃহস্পতিবারের পরিসংখ্যান বলছে, রাজ্যে গত একদিনে করোনামুক্ত হয়েছেন ১৮,৯১০জন। সবমিলিয়ে এখনও পর্যন্ত রাজ্যে করোনা থেকে সেরে উঠেছেন ১০,৬৪,৫৫৩ জন। আজকের হিসেবে রাজ্যে সুস্থতার হার ৮৭.৯৮ শতাংশ। 


বুধবার স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী রাজ্যে করোনা সংক্রমিতের সংখ্যাটা ছিল ১৯,০০৬ জন। ওই সময়ে রাজ্যে মৃত্যু হয়েছিল ১৫৭ জনের। গতকালের বুলেটিন অনুযায়ী রাজ্যে সুস্থতার হার ৮৭.৮১ শতাংশ। ওই ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছিলেন, ১৯,১৫১ জন। তবে শেষ কয়েকদিনের পরিসংখ্যান বলছে রাজ্যে সংক্রমণের সংখ্যা কমলেও বেড়েছে মৃত্যু।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.