WB Corona LIVE: গত একদিনে রাজ্যে করোনামুক্ত হয়েছেন ১৯ হাজার ৪২৯ জন
Get Latest West Bengal Coronavirus Live Updates: রাজ্যের স্বাস্থ্য দফতরের বুলেটিন জানাচ্ছে, ২৪ ঘণ্টায় রাজ্যে কোভিডের জেরে প্রাণ হারালেন ১৫৪ জন।
রাজ্যের স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনামুক্ত হয়েছেন ১৯ হাজার ৪২৯ জন। এই মুহূর্তে রাজ্যে ডিসচার্জ রেট ৮৮.৫৭ শতাংশ।
রাজ্যের স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত একদিনে রাজ্যে নতুন করে করোনা সংক্রমিত ১৮ হাজার ৪২২ জন। এই সময়পর্বে মৃত্যু হয়েছে ১৫৬ জনের।
ভিড়ের কারণে অন্যত্র সরানো হয়েছে দুর্গাপুরের বেনাচিতি বাজারের ব্যবসায়ীদের।আজ থেকে দেশবন্ধুনগর মাঠে বসছে ফল-সবজি-মাছের বাজার। সরকারি নির্দেশ উপেক্ষা করে দোকান খোলা রাখায় ১০ জন ব্যবসায়ীকে গ্রেফতার করেছে দুর্গাপুর থানার পুলিশ।
মালদার হবিবপুরের বুলবুলচণ্ডী গ্রামীণ হাসপাতালে চালু হল কোভিড ওয়ার্ড। রয়েছে ৫০টা বেড। আজ থেকেই শুরু হবে রোগী ভর্তি। পাইপ লাইনের মাধ্যমে অক্সিজেন সরবরাহেরও ব্যবস্থা করা হয়েছে। গ্রামীণ হাসপাতালে কোভিড ওয়ার্ড চালু হওয়ায় খুশি আশপাশের গ্রামের বাসিন্দারা। মালদার জেলাশাসক জানিয়েছেন, আরও ৩টি হাসপাতালে কোভিড ওয়ার্ড চালু করার প্রস্তুতি চলছে।
করোনা চিকিৎসায় উত্তর ২৪ পরগনার হাবড়া হাসপাতালে তৈরি হল কোভিড ওয়ার্ড। ভয়ঙ্কর অবস্থা উত্তর ২৪ পরগনায়। খানিকটা স্বস্তি দিয়ে এবার সেই জেলাতেই বাড়ল কোভিড বেড। হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে স্থানীয় তৃণমূল বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিকের উদ্যোগে তৈরি হল কোভিড ওয়ার্ড।
দেশজুড়ে অব্যাহত করোনায় মৃত্যুমিছিল। রাজ্যজুড়ে কার্যত লকডাউনের অষ্টম দিনেও নিয়মভাঙার রমরমা। পথে নেমে নিয়মভঙ্গে রাশ টানল পুলিশ।
করোনা আবহে এবার সোনারপুরে দুয়ারে অক্সিজেন প্রকল্প। গতকাল এর উদ্বোধন করেন সোনারপুর দক্ষিণের তৃণমূল বিধায়ক লাভলি মৈত্র। প্রয়োজনের কথা জানালে বাড়িতে পৌঁছে দেওয়া হবে অক্সিজেন সিলিন্ডার। এর জন্য ১০টা অক্সিজেন সিলিন্ডার, ভেপার মেশিন, অক্সিমিটার-সহ বিভিন্ন মেডিক্যাল সরঞ্জাম। প্রয়োজন হলে করোনা রোগীকে হাসপাতালে ভর্তিরও ব্যবস্থা করা হবে, জানিয়েছেন বিধায়ক লাভলি মৈত্র। এই উদ্যোগে খুশি স্থানীয় বাসিন্দারা।
সেফ হোম তৈরি হলেও দেখা নেই করোনা রোগীর। বীরভূমের মুরারইতে অন্য ছবি। মাসখানেক আগে তৈরি হয়েছে ১০০ বেডের সেফ হোম। ৮ জন রোগী ভর্তি রয়েছেন। অনেকেই হোম আইসোলেশনে রয়েছেন। প্রশাসনের তরফে তাদের সেফ হোমে আনার চেষ্টা শুরু হয়েছে।
সরকারি নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে সকাল ১০টার পরও জলপাইগুড়ি শহরে খোলা বাজার। এদিন দিনবাজার এলাকায় হানা দেয় পুলিশ। লাঠি উঁচিয়ে, ধমক দিয়ে দোকান বন্ধ করানো হয়। সতর্ক করা হয়েছে ব্যবসায়ীদের।
করোনা চিকিৎসায় এক নার্সিংহোমের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ করলেন শিলিগুড়ির এক শিল্পোদ্যোগী। সদ্য সুস্থ হয়ে ওঠা ওই ব্যক্তির দাবি, প্রচুর টাকা নেওয়া হলেও, সেখানে পরিষেবা বলতে কিছু নেই। ঘটনায় নার্সিংহোম কর্তৃপক্ষকে তলব করেছেন পুর প্রশাসক। এনিয়ে নার্সিংহোমের কোনও প্রতিক্রিয়া মেলেনি।
শহরে আরও এক মিউকরমাইকোসিস-আক্রান্তের হদিশ। মধ্যবয়স্ক এক করোনা জয়ী মিউকরমাইকোসিসে আক্রান্ত। করোনা মুক্ত হয়ে বাড়ি যাওয়ার পর ফের অসুস্থ হন। আরএন টেগোর হাসপাতালে ভর্তি হওয়ার পর মিউকরমাইকোসিসের হদিশ মেলে।
ভারতে করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় এখনও বেসামাল পরিস্থিতি। দেশে দৈনিক মৃত্যুর সংখ্যা কমলেও মোট মৃত্যুর সংখ্যা ৩ লক্ষের দোরগোড়ায়। সামান্য কমল দৈনিক আক্রান্তের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রবিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৩ হাজার ৭৪১ জনের। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৪০ হাজার ৮৪২ জন।
করোনা থেকে সেরে ওঠার পর, নলহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক মইনুদ্দিন শামসের মৃত্যু। বয়স হয়েছিল ৫৮ বছর। পরিবার সূত্রে খবর, ৩ মে মইনুদ্দিন শামসের জ্বর হয়। এরপর করোনা রিপোর্ট পজিটিভ আসায় ভর্তি করা হয় মোমিনপুরের একটি নার্সিংহোমে। ১৯ মে তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে। তারপরও নার্সিংহোমেই ছিলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক। শুক্রবার শারীরিক অবস্থার অবনতি হয়। গতকাল ভর্তি করা উডল্যান্ডস হাসপাতালে। পরিবার সূত্রে খবর, মাল্টি অর্গ্যান ফেলিওর হয়ে আজ ভোরে তাঁর মৃত্যু হয়। তৃণমূলের টিকিট না পেয়ে এবার নির্দল প্রার্থী হিসেবে নলহাটি কেন্দ্র থেকে ভোটে লড়েন মইনুদ্দিন শামস। তিনি বাম আমলের মন্ত্রী কলিমুদ্দিন শামসের ছেলে।
রোগিণী কি করোনা আক্রান্ত ছিলেন? উত্তর মেলেনি মৃত্যুর ৫ দিন পরেও। আরজি কর-এর মর্গে পড়ে আছে মৃতদেহ। প্রিয়জনের দেহ পেতে হয়রানির অভিযোগ পরিবারের। গাফিলতির অভিযোগ, বারাসাত হাসপাতালের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার কর্তৃপক্ষের। খোঁজ নিয়ে দেখার আশ্বাস আরজি কর-এর সুপারের।
করোনা যুদ্ধে নিজেদের দুর্গামণ্ডপে সেফহোমের ব্যবস্থা করেছে দক্ষিণ কলকাতার আটলান্টা ক্লাব। নয় শয্যার সেফহোমে অক্সিজেন পরিষেবা থেকে চিকিৎসকের পরামর্শ, ২৪ ঘণ্টা মিলছে নিখরচায়। পাশাপাশি কমিউনিটি কিচেনেরও আয়োজন করেছে ওই ক্লাব।
জেলায় জেলায় ভ্যাকসিন-হয়রানি অব্যাহত। ইংরেজবাজারে ভ্যাকসিনের লম্বা লাইনে উধাও দূরত্ব বিধি। অন্যদিকে, খড়গপুর মহকুমা হাসপাতালে ভ্যাকসিন-বন্ধের নোটিস ঘিরে বিভ্রান্তি। সিঙ্গুরে অন্য ছবি, বেশ কিছুদিন পর ফের শুরু হল ভ্যাকসিনেশন।
শান্তিপুর পুরসভার জঞ্জাল ফেলার গাড়িতে ব্যবহৃত পিপিই কিট-সহ লেপ, তোশক পড়ে থাকায় আতঙ্ক ছড়াল তামাচিকেপাড়া এলাকায়। পুরকর্মীরা গাড়িটি ঢেকে দিলেও পুরসভা ছুটি থাকায় সরানো হয়নি ওই সব জিনিস। অন্যদিকে, কামারহাটির সাগর দত্ত হাসপাতালেও যত্রতত্র পড়ে রয়েছে পিপিই কিট, গ্লাভস। সেখানেও ছড়িয়েছে সংক্রমণের আশঙ্কা। ব্যবস্থা নেওয়ার আশ্বাস কর্তৃপক্ষের।
প্রেক্ষাপট
করোনায় মৃতের সংখ্যা আবারও দেড়শো পার। সংক্রমণ কিছুটা কমলেও অবশ্য চিন্তার ভাঁজ অব্যাহতই রইল পজিটিভিটি রেট নিয়ে। রাজ্যের স্বাস্থ্য দফতরের বুলেটিন জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে কোভিডের জেরে প্রাণ হারালেন ১৫৪ জন।
দৈনিক সংক্রমণ অবশ্য কিছুটা কমেছে গত ২৪ ঘণ্টার বিচারে। রাজ্যের স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত একদিনে রাজ্যে নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ১৮ হাজার ৮৬৩ জন। এই একই সময়পর্বে রাজ্যে করোনামুক্ত হয়েছেন ১৯ হাজার ২০২ জন। যে বিচারে ৪৯৩ জন কমে এই মুহূর্তে রাজ্যে অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ৩১ হাজার ৬৮৮ জনে। ডিসচার্জ রেট ৮৮.৩২ শতাংশ।
দৈনিক সংক্রমণকে দৈনিক সুস্থতা টেক্কা দিলেও স্বস্তির নিশ্বাস ঠিক এখনই ফেলা যাচ্ছে না। কারণ, পজিটিভিটি রেট। রাজ্যের স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টা সময়ে রাজ্যে করোনা টেস্ট হয়েছিল ৭০ হাজার ১৯ টি। যার মধ্যে ১৮ হাজার ৮৬৩ জনের স্যাম্পেল পজিটিভ। আর সেই জন্যই পজিটিভিটি রেট ১০.৫৩ শতাংশ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -