WB Corona LIVE: WB Corona LIVE: গত একদিনে রাজ্যে নতুন করে করোনা সংক্রমিত ১১ হাজার ২৮৪ জন
Get Latest West Bengal Coronavirus Live Updates: রাজ্যের স্বাস্থ্য দফতরের বুলেটিন জানাচ্ছে, একদিনে রাজ্যে নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ১১ হাজার ৫১৪ জন। আর এই সময়পর্বে করোনামুক্ত হয়েছেন ১৮ হাজার ৭৭৪ জন।
গত একদিনে রাজ্যে হাসপাতাল থেকে করোনামুক্ত হয়ে ছাড়া পেয়েছেন ১৮ হাজার ৬৪২ জন। এই প্রথম রাজ্যে সুস্থতা ছাড়াল ১৮ হাজার।
গত একদিনে রাজ্যে নতুন করে করোনা সংক্রমিত ১১ হাজার ২৮৪ জন। মৃত্যু হয়েছে ১৪২ জনের।
ইসলামিয়া হাসপাতালে কোভিড ইউনিটের সূচনা করলেন ফিরহাদ হাকিম।
করোনার আবহে আতঙ্ক বাড়াচ্ছে ব্ল্যাক ফাঙ্গাস। রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতাল সূত্রে দাবি, চোখ থেকে সংক্রমণ মস্তিষ্কে ছড়িয়ে মৃত্যু হয়েছে এক বৃদ্ধার। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, এখনও পর্যন্ত রাজ্যে ৩ জনের মৃত্যু হয়েছে এই ছত্রাক সংক্রমণে। রাজ্যে মোট আক্রান্ত ২৩।
অব্যবাস্থার অভিযোগে জলপাইগুড়ির বিশ্ববাংলা কোভিড হাসপাতালের সামনে বিক্ষোভ দেখালেন রোগীর আত্মীয়রা। অব্যবস্থার অভিযোগ তুলেছেন, এক প্রাক্তন টিএমসিপি নেতাও। এনিয়ে, সরাসরি কিছু বলতে চাননি জলপাইগুড়ির সহকারি মুখ্য স্বাস্থ্য আধিকারিক। অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন তৃণমূলের জেলা সভাপতি
সরকারি নির্দেশ উপেক্ষা করে নির্দিষ্ট সময়ের পরেও খোলা ছিল ঠাকুরপুকুর বাজার। রোগী নিয়ে হাসপাতালে যাওয়ার পথে ভিড়ে আটকে পড়ে অ্যাম্বুল্যান্স। আধঘণ্টা আটকে থাকার পর স্থানীয়রাই যাওয়ার রাস্তা করে দেন। এরপর ঠাকুরপুকুর থানার পুলিশ গিয়ে বাজার বন্ধ করে। স্থানীয়দের অভিযোগ, সকাল ১০টার পরও বাজার খোলা থাকছে। সরকারি নির্দেশ উপেক্ষা করে চলছে বেচাকেনা। পুলিশ-প্রশাসন নির্বিকার বলে অভিযোগ স্থানীয়দের।
ইসলামিয়া হাসপাতালে কোভিড ইউনিটের সূচনা করলেন কলকাতা পুরসভার প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান ফিরহাদ হাকিম। করোনা সংক্রমিতদের চিকিৎসায় এই ইউনিটে ১১০টি বেড থাকবে।
সরকারি নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে নির্দিষ্ট সময়ের পরেও বীরভূমের নলহাটি বাজার। খবর পেয়ে এদিন সবজি বাজারে অভিযান পালায় পুলিশ। বিধিভঙ্গের অভিযোগে কয়েকজন ক্রেতা-বিক্রেতাকে আটক করে।
দুয়ারে ওষুধ ও সঙ্গে চিকিত্সককে নিয়ে হাজির মহকুমা শাসক। মালদার চাঁচলে এভাবেই হোম আইসোলেশনে থাকা করোনা আক্রান্তদের পাশে থাকার চেষ্টা করছেন চাঁচলের মহকুমা শাসক সঞ্জয় পাল। নিভৃতবাসে থাকা করোনা আক্রান্তদের বাড়িতে গিয়ে পৌঁছে দিচ্ছেন প্রয়োজনীয় ওষুধ ও অন্যান্য পথ্য। সঙ্গে থাকছেন চাঁচলের করোনা বিষয়ক নোডাল অফিসার শুভাশিস বড়ুয়া। চিকিত্সক হিসেবে তিনি হোম আইসোলেশনে থাকা করোনা আক্রান্তদের নির্দিষ্ট গাইডলাইন মেনে চলার পরামর্শ দিচ্ছেন। মহকুমা শাসকের এই উদ্যোগে খুশি নিভৃতবাসে থাকা করোনা আক্রান্তদের পরিবার। মারণ ভাইরাস মোকাবিলায় সচেতনতা প্রসারে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মহকুমা শাসক
দুয়ারে ভ্যাকসিনের সুবিধা পাবেন শুধুমাত্র প্রবীণ নাগরিক ও বিশেষভাবে সক্ষমরা। বিজ্ঞপ্তি জারি করে কোভিড টিকাকরণ গাইডলাইন স্মরণ করাল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। কেন্দ্রের ওই গাইডলাইনে উল্লেখ, সরকারি-বেসরকারি হাসপাতাল, সরকারি ও বেসরকারি হাসপাতাল পরিচালিত ভ্যাকসিন সেন্টার, সরকারি ও বেসরকারি অফিসে টিকাকরণ হবে। এছাড়া, বাড়ির কাছে আবাসন, কমিউনিটি সেন্টার, পঞ্চায়েত ভবন, স্কুল-কলেজ, বৃদ্ধাশ্রমে শুধুমাত্র ষাটোর্ধ্ব নাগরিক ও বিশেষভাবে সক্ষমদের ভ্যাকসিন দেওয়া হবে বলে গাইডলাইনে উল্লেখ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের।
করোনার দ্বিতীয় ঢেউয়ে প্রাণহানির সঙ্গে অঙ্গহানির আশঙ্কাও কি বাড়ছে? সময়ের সঙ্গে জোরাল হচ্ছে সেই প্রশ্ন। মারণ ভাইরাসে আক্রান্ত হওয়ার পর দমদমের এক রোগীর দুটি পায়েই রক্ত জমাট বেঁধে পচন ধরে গিয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, অবিলম্বে অস্ত্রোপচার করে দুটি পায়েরই ক্ষতিগ্রস্ত অংশ বাদ দিতে হবে। শেষ পর্যন্ত রোগীকে পা খোয়াতে হবে কিনা, তা নিয়ে আশঙ্কায় পরিবার।
করোনার কারণে যে শিশুরা বাবা-মাকে হারিয়ে অনাথ হয়েছে, তাদের রক্ষণাবেক্ষণের জন্য নির্দেশ দিল সুপ্রিমকোর্ট। প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে অনাথ শিশুদের সম্পর্কে তথ্য নির্দিষ্ট ওয়েবসাইটে আপলোড করতে বলেছে সর্বোচ্চ আদালত। রাজ্যগুলিকে একই কথা বলেছে জাতীয় শিশু অধিকার রক্ষা কমিশনও।
বাঁকুড়া শহরে যত্রতত্র পড়ে কোভিড টেস্টিং কিট। টিকাকরণ কেন্দ্রেও জমছে স্বাস্থ্যকর্মীদের ব্যবহৃত পিপিই। প্রতিবাদে বিক্ষোভ এলাকাবাসীর। ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুর প্রশাসনের।
বেসরকারি হাসপাতাল থেকে ভ্যাকসিন নিলে মিলছে আকর্ষণীয় অফার। থাকছে বিলাসবহুল হোটেলে থাকার সুযোগ। এ ধরনের অভিযোগ ওঠায় এবার সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে চিঠি দিল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের অতিরিক্ত সচিব মনোহর আগনানির পাঠানো ওই চিঠিতে বলা হয়েছে, বিভিন্ন হোটেলের সঙ্গে যোগসাজশ করে কোনও কোনও বেসরকারি হাসপাতাল ভ্যাকসিনেশন প্যাকেজের প্রস্তাব দিচ্ছে। এক্ষেত্রে বেসরকারি হাসপাতালগুলিতে কোভিড সংক্রান্ত গাইডলাইন মেনে চলা হচ্ছে কি না তা খতিয়ে দেখতে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে চিঠি দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। এর পাশাপাশি, হোটেলগুলিকে সতর্ক করে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধনের ট্যুইট, যে সমস্ত হোটেল ভ্যাকসিনেশন প্যাকেজের অফার দিচ্ছে তাদের কড়া আইনি শাস্তির মুখে পড়তে হবে। জাতীয় করোনা টিকাকরণ কর্মসূচি-বিরোধী কার্যকলাপ অবিলম্বে বন্ধ হওয়া উচিত।
দ্বিতীয় ঢেউ কাটতে না কাটতেই এবার করোনা সংক্রমণের তৃতীয় ঢেউয়ের আশঙ্কা! বিশেষজ্ঞরা বলছেন, ভারতে করোনা সংক্রমণের থার্ড ওয়েভ আসার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। তবে কবে তা আছড়ে পড়বে? তা নিয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। জার্মানি থেকে স্পেন, একাধিক দেশে চলছে সংক্রমণের তৃতীয় ঢেউ।
করোনার আবহে আতঙ্ক বাড়াচ্ছে ব্ল্যাক ফাঙ্গাস। রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতাল সূত্রে দাবি, চোখ থেকে সংক্রমণ মস্তিষ্কে ছড়িয়ে মৃত্যু হয়েছে এক বৃদ্ধার। রিপোর্ট পাঠানো হচ্ছে স্বাস্থ্য দফতরে। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, এখনও পর্যন্ত রাজ্যে ৩ জনের মৃত্যু হয়েছে এই ছত্রাক সংক্রমণে। রাজ্যে মোট আক্রান্ত ২৩।
রাজ্যে কোভিড চিকিৎসা ও ভ্যাকসিনেশন নিয়ে সন্তোষ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী।
করোনা আবহে সচেতনতা প্রচারে নামলেন বিজেপি বিধায়ক। দুবরাজপুর পুরসভার ২ নম্বর ওয়ার্ডে স্যানিটাইজেশন যন্ত্র নিয়ে নিজেই এলাকা জীবাণুমুক্ত করেন তিনি। মানুষকে সচেতন করতেই এই উদ্যোগ, দাবি বিধায়কের। পুরভোটের কথা মাথায় রেখে গোটাটাই বিজেপির নাটক, কটাক্ষ তৃণমূলের।
প্রেক্ষাপট
নিম্নমুখী সংক্রমণ, বাড়ছে সুস্থতাও। কিন্তু পজিটিভিটি রেট ক্রমশ বেড়েই চলেছে। দৈনিক মৃত্যুও দেড়শোরই কাছাকাছি। চুম্বকে রাজ্যের করোনাচিত্র এই মুহূর্তে এমনটাই।
রাজ্যের স্বাস্থ্য দফতরের বুলেটিন জানাচ্ছে, গত একদিনে রাজ্যে নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ১১ হাজার ৫১৪ জন। আর এই সময়পর্বে করোনামুক্ত হয়েছেন ১৮ হাজার ৭৭৪ জন। যার সুবাদেই একধাক্কায় ৭ হাজার ৪০৮ জন কমে রাজ্যে এই মুহূর্তে অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা নেমেছে ১ লক্ষ ২ হাজার ৩৯৮ জনে। ডিসচার্জ রেট ৯১.৩২ শতাংশ।
বিধিনিষেধের ঘেরাটোপে থাকা রাজ্যের এই চিত্র যেমন স্বস্তি এনে দিচ্ছে তেমনই একরাশ অস্বস্তি বজায় রাখছে মৃত্যুর সংখ্যা ও পজিটিভিটি রেট। গত ২৪ ঘণ্টাতেও রাজ্যে কোভিডে মৃতের সংখ্যা দেড়শোরই কাছাকাছি। রাজ্যের স্বাস্থ্য দফতরের বুলেটিন বলছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা কেড়ে নিয়েছে ১৪৮ জন।
এদিকে, গত ২৪ ঘণ্টায় কিছুটা বেড়ে করোনা পরীক্ষা হয়েছে ৬৩ হাজার ৫১৮ জনের। যার মধ্যে পজিটিভ ১১ হাজার ৫১৪ জন। শতাংশের হিসেবে যা ১১.০১ শতাংশ। রাজ্যে এই প্রথমবার পজিটিভিটি রেট ছাড়িয়ে গেল এগারোর গণ্ডি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -