নয়াদিল্লি: অশান্ত সুদান (Sudan) থেকে ১ হাজার সাতশো জনেরও বেশি ভারতীয়কে সরিয়ে (Indians Evacuated) আনা গিয়েছে, জানালেন বিদেশসচিব (Foreign Secretary) বিনয় কাওয়াত্রা। বাকিদের যাতে কোনও ক্ষতি না হয়, সে জন্য সব রকম চেষ্টা চালাচ্ছে সরকার। সুদানের ৩৪০০ ভারতীয়ের মধ্যে যাঁরা এখনও ওই দেশে আটকে রয়েছেন, তাঁদেরও যাতে দ্রুত সরিয়ে আনা যায় সেই ব্যবস্থা করা হচ্ছে, আশ্বাস বিদেশসচিবের। 


কী জানা গেল...
রাজধানী শহর খার্তুমের বাইরে বেরোতে এখনও বড়সড় ঝুঁকি পোহাতে হচ্ছে অনেককে। সংঘর্ষে জেরবার এলাকাতেও আটকে রয়েছেন বহু ভারতীয়। তবে ভারতের তরফে তাঁদের যত দ্রুত সম্ভব সুদান বন্দরে সরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে যাতে সেখান থেকে যুদ্ধজাহাজ ও সেনা বিমানে করে সৌদি আরবের জেড্ডায় নিয়ে আসা যায়। বিদেশসচিবের কথায়, 'আমাদের লক্ষ্য একটাই, প্রত্যেক ভারতীয়কে যত দ্রুত সম্ভব ঝুঁকির পরিবেশ থেকে সরিয়ে আনা।' গোটা অভিযানের নাম দেওয়া হয়েছে 'অপারেশন কাবেরী'। 


কী পরিস্থিতি?
গত মঙ্গলবার থেকে ৭২ ঘণ্টার সংঘর্ষবিরতি ঘোষণা হয়েছিল সুদানে। কিন্তু বাস্তব ছবিটা ঠিক কী রকম? দেখা গেল, বেশ কিছু ক্ষেত্রে বিবদমান দু'তরফ সংঘর্ষবিরতি মানলেও বিক্ষিপ্ত লড়াই ও গুলিচালনার ঘটনা ঘটেছে। মোটের উপর সংঘর্ষবিরতি সফল হলেও উত্তেজনার স্রোত স্পষ্ট। যে কোনও সময় যা কিছু ঘটতে পারে। ভারতের বিদেশসচিবের কথায়, 'এসবের জেরেই সুদানের ছবিটা অত্যন্ত উদ্বেগজনক হয়ে রয়েছে।' এখনও পর্যন্ত খার্তুমে ভারতের দূতাবাসে অনলাইন বা সরাসরি ৩৪০০ নাগরিক যোগাযোগ করেছেন। তাঁদের মধ্যে ১৭০০ জনকে অশান্ত এলাকা থেকে সরিয়ে আনা গিয়েছে এর মধ্যেই। এঁদের ৬০০ জন হয় ভারতে পৌঁছে গিয়েছেন বা দেশে ফেরার পথে। বুধবার রাতে একটি চার্টার্ড বিমান ৩৬০ জনকে ফিরিয়ে আনে। পাশাপাশি ভারতীয় বিমানবাহিনীর C-17 গ্লোবমাস্টারে করে আরও ২৪৬ জনকে ফেরানো হচ্ছে। জেড্ডায় এই মুহূর্তে ৪৯৬ জন ভারতীয় দেশে ফেরার অপেক্ষায়। তা ছাড়া সুদান বন্দরে রয়েছেন ৩২০ জন। 


কী চলছে সুদানে?
বেশ কিছু দিন ধরেই হিংসাত্মক সংঘর্ষে উত্তাল সুদান। দেশের সেনা ও আধাসেনার মধ্যে তুমুল অশান্তি চলছে। নির্বাচিত সরকারের হাতে কবে দেশের শাসনভার তুলে দেওয়া হবে, তাই নিয়েই এই অশান্তির সূত্রপাত। রাজধানী খার্তুমে সংঘর্ষ শুরু হওয়া ইস্তক ভারতীয়-সহ অন্তত ৩০০ জন খুন হয়েছেন। মূলত দেশের শাসনভার নিয়ে সেনা ও আধানসেনার মধ্যে এই লড়াই।    


আরও পড়ুন:রামনবমীতে হিংসা, অশান্তি নিয়ে মামলা শুভেন্দুর, NIA তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের